শাকিব খান সম্পর্কে পরীমনির মন্তব্য দাবিতে প্রচারিত সংবাদটি মিথ্যা

সম্প্রতি “সাকিব আমাকেও প্রস্তাব দিয়েছিল, তার মতো দুষ্ট চরিত্রহীন অভিনেতাকে বহিষ্কার করা উচিৎ: পরিমণি” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বেশ কয়েকটি পোর্টালে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

এছাড়াও, Protidinerpost, protidinerbarta, .jamunarbarta24, doiniknotundiganto, shootnewz, bd24bangla, newsbangla52, mediakpost, Bdright24, bdnews1971, মিডিয়ানিউজ পোর্টালগুলোতে আলোচিত তথ্য অনুযায়ী শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চিত্রনায়িকা পরীমনি শাকিব খান সম্পর্কে এরকম কোনো মন্তব্য করেনি বরং কোনোরূপ নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভুঁইফোড় নিউজ পোর্টালে চটকদার শিরোনাম ব্যবহার করে উক্ত তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে।

গুজবের সূত্রপাত

ভুঁইফোড় অনলাইন পোর্টাল ‘Protidinerpost‘ এ গত ৩ অক্টোবরে প্রথম আলোচিত দাবিটি শিরোনাম করে একটা সংবাদ প্রকাশ করা হয়। পরর্তীতে একই পোর্টালের ফেসবুক পেজ থেকে ৪ অক্টোবর রাত ১২টা ২৬ মিনিটে সংবাদটি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

পরবর্তীতে, “Samrat Khan” নামক একজন ফেসবুক ব্যবহারকারী ৪ অক্টোবর সকাল ৭ টা ১০ মিনিটে একই সংবাদটি পোস্ট কজরেন। এরপর থেকে তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনুসন্ধান

সংবাদগুলোর বিস্তারিত অংশে দেখা যায়, পরীমনির কোনো বক্তব্য কিংবা শাকিব খানকে নিয়ে পরীমনির মন্তব্যের ব্যাপারে কিছুই উল্লেখ করা হয়নি। অর্থাৎ, সংবাদগুলোর বিস্তারিত অংশে শিরোনামের বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।

এছাড়াও, কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে দেশীয় গণমাধ্যমে শাকিব খান সম্পর্কে চিত্রনায়িকা পরীমনির এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মূলত, গত ৩ অক্টোবর প্রতিদিনের পোস্ট নামক একটি ভুঁইফোর পোর্টালে “সাকিব আমাকেও প্রস্তাব দিয়েছিল, তার মতো দুষ্ট চরিত্রহীন অভিনেতাকে বহিষ্কার করা উচিৎ: পরিমণি” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। তবে, সংবাদের ভেতরে শিরোনামের বিষয়ে কোনোকিছু উল্লেখ করা হয়নি। পরবর্তীতে ৪ অক্টোবর থেকে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে শাকিবকে নিয়ে এ জাতীয় কোনো মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

উল্লেখ্য, পরীমনি একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। তার জন্ম ২৪ অক্টোবর ১৯৯২। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়

প্রসঙ্গত, ভুঁইফোড় পোর্টালে ভুয়া তথ্য প্রচারের বিষয়ে ইতোমধ্যে বেশকিছু ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, শাকিব খানকে নিয়ে পরীমনি কোনো মন্তব্য করেনি। এ সংক্রান্ত প্রচারিত সংবাদটি (শিরোনাম) সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img