সম্প্রতি, একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে চিত্রনায়ক শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলির মাঝরাতে ঝগড়া হয়েছে এবং বুবলি শাকিবকে গালি দিয়েছেন শীর্ষক একটি দাবি প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ইউটিউবের কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে বুবলি কর্তৃক শাকিবকে গালি দিতে দেখা গেছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং উক্ত ভিডিওতে শাকিব খান উপস্থিতই ছিলেন না। প্রকৃতপক্ষে, শবনম বুবলি এবং আদর আজাদ অভিনীত বাংলা চলচ্চিত্র তালাশের শ্যুটিংয়ের একটি দৃশ্যকে ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে, কিওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, শবনম বুবলির ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উক্ত দাবি সংশ্লিষ্ট কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া দেশীয় মূলধারার সংবাদমাধ্যমেও উল্লিখিত তথ্য সম্বলিত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আরো অনুসন্ধান করে, ‘Cleopatra Films’ নামক একটি ইউটিউব চ্যানেলে গত ২১ মার্চ প্রকাশিত একটি ভিডিওর ১ মিনিট ৫৮ সেকেন্ড থেকে ২ মিনিট ৯ সেকেন্ড সময়ের দৃশ্যের সাথে উক্ত দাবিতে প্রচারিত ভিডিওর ঝগড়ার দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।
ইউটিউবে প্রচারিত ভিডিওটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, এটি আদর আজাদ এবং শবনম বুবলি অভিনীত তালাশ নামক চলচ্চিত্রের শ্যুটিংয়ের দৃশ্য ছিল।
মূলত, সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে চিত্রনায়ক শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলির মাঝরাতে ঝগড়া হয়েছে এবং বুবলি শাকিবকে গালি দিয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। শাকিব উক্ত ভিডিওতেই উপস্থিত ছিলেন না। ভিডিওটি মূলত বাংলা চলচ্চিত্র তালাশ এর শ্যুটিংয়ের দৃশ্য ছিল।
উল্লেখ্য, শাকিব খান ও বুবলি ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন। তবে ২০২২ সালের শুরুর দিকে শাকিব খান এবং বুবলির বিচ্ছেদ হয়। এরপর থেকে শাকিব ও বুবলির মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে বলে বিভিন্ন সময়ে খবর বেরিয়েছে গণমাধ্যমে।
প্রসঙ্গত, পূর্বেও শাকিব খানকে নিয়ে ইন্টারনেটে ভুল তথ্য প্রচার করার প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। প্রতিবেদন গুলো দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, একটি ভিডিও ছড়িয়ে দিয়ে বুবলি শাকিবকে গালি দিয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Shobnom Bubly – Verified Facebook
- Shobnom Bubly – Instagram Account
- Youtube – Cleopatra Films
- Rumor Scanner’s own analysis