বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সাবেক মহাব্যবস্থাপক) বিষ্ণু পদ বিশ্বাস ভারতীয় নন

সম্প্রতি, “বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক বিষ্ণু পদ বিশ্বাস ভারতের নাগরিক” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

সম্প্রতি ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

২০২০ সালে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক বিষ্ণু পদ বিশ্বাস ভারতের নাগরিক নন বরং তিনি জন্মসূত্রে বাংলাদেশি এবং তার জন্মস্থান যশোরে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে অনলাইন পোর্টাল জাগো নিউজ২৪ এ ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন বিষ্ণুপদ বিশ্বাস‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালের ২৯ আগস্ট বিষ্ণুপদ বিশ্বাসকে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়।

Screenshot: Jagonews24

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, বিষ্ণু পদ বিশ্বাসের জন্মস্থান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রাঘবপুর গ্রামে। মাধ্যমিকে তার পড়াশোনা বন্দবিলা বিজয়চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ে ও উচ্চ মাধ্যমিকে পড়াশোনা যশোর মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয় কলেজ এবং সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে।

পাশাপাশি অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে  বিষ্ণু পদ বিশ্বাসের পাসপোর্ট নবায়ন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। 

২০২১ সালের ১২ জানুয়ারিতে প্রকাশিত এই বিজ্ঞপ্তিটি থেকে জানা যায়, বিষ্ণুপদ বিশ্বাস জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। 

ছবি: বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি। 

পরবর্তীতে ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষ্ণু পদ বিশ্বাসের ফেসবুক প্রোফাইল খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।  

রিউমর স্ক্যানার টিমের এই পর্যন্ত অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের সাথে তার ফেসবুক প্রোফাইলে প্রদত্ত তথ্যের মিল খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Bishnu Pada Biswas Facebook Profile 

অর্থাৎ দেখা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সাবেক মহাব্যবস্থাপক) বিষ্ণু পদ বিশ্বাসকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় হিসেবে পরিচয় দেওয়া হলেও তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক।

মূলত, ২০১৯ সালের ২৯ আগস্ট বিষ্ণু পদ বিশ্বাস বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক থেকে পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পান। তার এই পদোন্নতির পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, বিষ্ণু পদ বিশ্বাস ভারতীয় নাগরিক। তবে অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের পরিচালক বিষ্ণু পদ বিশ্বাস জন্মসূত্রে বাংলাদেশেরই নাগরিক। 

প্রসঙ্গত, ২০২২ সালের ২৬ মে এক অফিস আদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মহাব্যবস্থাপক পদের নাম পরিবর্তন করে ‘পরিচালক’ এবং উপমহাব্যবস্থাপককে ‘অতিরিক্ত পরিচালক’ করে।

সুতরাং, বাংলাদেশ ব্যাংকের পরিচালক ( সাবেক মহাব্যবস্থাপক)  বিষ্ণু পদ বিশ্বাস ভারতের নাগরিক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img