শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

আরটিভির ফটোকার্ড নকল করে অভিনেতা আফরান নিশোর বিষয়ে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি ‘নাটকে অভিনয়ের আগে টাঙ্গাইলের এক বস্তি এলাকায় থাকতেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো’ শীর্ষক একটি তথ্য আরটিভির আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘নাটকে অভিনয়ের আগে টাঙ্গাইলের এক বস্তি এলাকায় থাকতেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো’ শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচারিত এই তথ্যটি সঠিক নয় এবং আরটিভিও এধরণের কোনো সংবাদ প্রচার করেনি বরং ভিত্তিহীনভাবে আরটিভির আদলে তৈরি করা একটি ফটোকার্ডের মাধ্যমে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে আরটিভির আদলে তৈরি আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে এই সংবাদটি প্রচারের কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। তাছাড়া আলোচিত এই ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আরটিভির অন্যান্য ফটোকার্ডের টেক্সট ফন্টের ভিন্নতা রয়েছে। 

Image Comparison by Rumor Scanner

অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে আরটিভির ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ এবং আরটিভির ইউটিউব চ্যানেলে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও, আরটিভি ছাড়াও অন্যকোনো গণমাধ্যমেও প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

Screenshot: Google Search

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য ম্যানুয়ালি অনুসন্ধানে আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে গত ১৪ জুলাই অভিনেতা আফরান নিশোকে নিয়ে আলোচিত ফটোকার্ড সম্পর্কিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: RTV Facebook 

উক্ত পোস্টে আফরান নিশোকে নিয়ে প্রচারিত ফটোকার্ড সম্বলিত তথ্যটিকে ভুয়া সংবাদ উল্লেখ করে জানানো হয়, ‘আরটিভির নামে ছড়ানো এই ছবিটি নকল, আমাদের তৈরি নয়। বিভ্রান্তি এড়াতে আমাদের ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন।’

অর্থাৎ, অভিনেতা আফরান নিশোকে নিয়ে আরটিভি এমন কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি।

পাশাপাশি, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা প্রতীয়মান হয় যে, ‘নাটকে অভিনয়ের আগে টাঙ্গাইলের এক বস্তি এলাকায় থাকতেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো’ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় এবং কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ প্রচার করা হয়নি।

মূলত, সম্প্রতি ‘নাটকে অভিনয়ের আগে টাঙ্গাইলের এক বস্তি এলাকায় থাকতেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো’ শীর্ষক একটি তথ্য আরটিভির আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আরটিভির ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও উক্ত ফটোকার্ডটি ভুয়া এবং তাদের তৈরি নয় বলেও জানানো হয়।

উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড নকল করে মিথ্যা তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়গুলো নিয়ে  ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

সুতরাং, ‘নাটকে অভিনয়ের আগে টাঙ্গাইলের এক বস্তি এলাকায় থাকতেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো’ শীর্ষক একটি তথ্যকে আরটিভির আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা এবং প্রচারিত ফটোকার্ডটি এডিটেড।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img