‘সালমান খানের হাত ধরে বাকিটা সময় কাটাতে চান মিয়া খলিফা’ শীর্ষক ফটোকার্ড চ্যানেল ২৪ প্রচার করেনি

সম্প্রতি ‘সালমান খানের হাত ধরে বাকিটা সময় কাটাতে চান মিয়া খলিফা, বাকিটা ইতিহাস‘ শীর্ষক শিরোনামে একটি তথ্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’ এর আদলে তৈরি করা একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সালমান খানের হাত ধরে বাকিটা সময় কাটাতে চান মিয়া খলিফা বাকিটা ইতিহাস’ শীর্ষক তথ্য সম্বলিত ফটোকার্ডটি চ্যানেল ২৪ এর নয় বরং গত ১৫ জুন চ্যানেল ২৪ এর ফেসবুক পেজে সালমান খান ও মিয়া খলিফাকে নিয়ে প্রচারিত একটি ফটোকার্ডের শিরোনামকে বিকৃত করে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে চ্যানেল ২৪ এর লোগো ব্যবহার করে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায়, এই সংবাদটি প্রচারের তারিখ দেখানো হয়েছে ১৫ জুন ২০২৩।

Screenshot: Facebook

পরবর্তীতে ম্যানুয়ালি অনুসন্ধানে চ্যানেল ২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ১৫ জুন প্রচারিত দাবিটির মত হুবহু ছবি সম্বলিত অন্য একটি ফটোকার্ড পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

সেখানে ‘সালমানের হাত ধরে এবার বলিউডে মিয়া খলিফা, জল্পনা তুঙ্গে’ শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়।

Image comparison: Rumor Scanner

অর্থাৎ, চ্যানেল ২৪ এর ফেসবুকে পেজে গত ১৫ জুন প্রচারিত এই ফটোকার্ডটির  শিরোনাম এডিট করে তাতে ‘সালমান খানের হাত ধরে বাকিটা সময় কাটাতে চান মিয়া খলিফা’ শীর্ষক তথ্য লিখে প্রচার করা হয়েছে। 

এছাড়াও একই তারিখে চ্যানেল ২৪ এর ওয়েবসাইটে ‘সালমানের হাত ধরে এবার বলিউডে মিয়া খলিফা, জল্পনা তুঙ্গে’ শীর্ষক শিরোনামে  প্রকাশিত বিস্তারিত সংবাদটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Channel 24

এই প্রতিবেদনের বিস্তারিত অংশে কোথাও ‘সালমান খানের হাত ধরে বাকিটা সময় কাটাতে চান মিয়া খলিফা’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। 

পাশাপাশি, চ্যানেল ২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজ, অফিশিয়াল ওয়েবসাইট কিংবা অন্যকোনো গণমাধ্যমেও ‘সালমান খানের হাত ধরে বাকিটা সময় কাটাতে চান মিয়া খলিফা’ শীর্ষক কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, ‘সালমান খানের হাত ধরে বাকিটা সময় কাটাতে চান মিয়া খলিফা’ শীর্ষক কোনো সংবাদ চ্যানেল ২৪ প্রকাশ করেনি।

মূলত, গত ১৫ জুন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’ এর ভেরিফাইড ফেসবুক পেজে ‘সালমানের হাত ধরে এবার বলিউডে মিয়া খলিফা, জল্পনা তুঙ্গে’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড প্রচারিত হয়। পরবর্তীতে উক্ত ফটোকার্ডের শিরোনাম বিকৃতের মাধ্যমে ‘সালমান খানের হাত ধরে বাকিটা সময় কাটাতে চান মিয়া খলিফা, বাকিটা ইতিহাস’ শীর্ষক শিরোনামে ফটোকার্ড তৈরি করে চ্যানেল২৪ এর ফটোকার্ড দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়।

উল্লেখ্য, পূর্বেও প্রথম আলোর আদলে ডিজিটাল ব্যানার তৈরি করে মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হলে সেসময় বিষয়টি শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ‘সালমান খানের হাত ধরে বাকিটা সময় কাটাতে চান মিয়া খলিফা’ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img