প্রথম আলোর ফটোকার্ড নকল করে হিরো আলমকে নিয়ে ফখরুলের ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি ‘হিরো আলম আমাদের অনুপ্রেরণা, সাহস। বিএনপি নির্বাচনে এলে হিরো আলমকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হবে’ শীর্ষক একটি তথ্যকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দাবিতে প্রথম আলোর আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘হিরো আলম আমাদের অনুপ্রেরণা, সাহস। বিএনপি নির্বাচনে এলে হিরো আলমকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হবে’ শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচারিত এই মন্তব্যটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নয় এবং প্রথম আলোও এধরণের কোনো সংবাদ প্রচার করেনি বরং ভিত্তিহীনভাবে প্রথম আলোর আদলে তৈরি করা একটি ফটোকার্ডের মাধ্যমে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে প্রথম আলোর আদলে তৈরি আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে এই সংবাদটি প্রচারের তারিখ উল্লেখ করা হয়েছে ১৮ জুলাই।

Screenshot: Facebook 

অনুসন্ধানে কি ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে প্রথম আলোর ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই তারিখে বা তার আগে পরে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া আলোচিত এই ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে প্রথম আলোর অন্যান্য ফটোকার্ডের টেক্সট ফন্টের ভিন্নতা রয়েছে। 

Image Comparison by Rumor Scanner 

এছাড়াও প্রথম আলো ছাড়াও অন্যকোনো গণমাধ্যমেও প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করে হিরো আলমকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উক্ত মন্তব্যের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

Screenshot: Google Search 

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য ম্যানুয়ালি অনুসন্ধানে প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজে ১৮ জুলাই হিরো আলমকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য নিয়ে আলোচিত ফটোকার্ড সম্পর্কিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Prothom Alo

উক্ত পোস্টে হিরো আলমকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য নিয়ে আলোচিত ফটোকার্ডটিকে ভূয়া সংবাদ উল্লেখ করে জানানো হয়, ‘প্রথম আলোর নামে ছড়ানো এই ছবিটি নকল, আমাদের তৈরি নয়। বিভ্রান্তি এড়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন।’

অর্থাৎ, হিরো আলমকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য নিয়ে প্রথম আলো এমন কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি। 

পাশাপাশি, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, ‘হিরো আলম আমাদের অনুপ্রেরণা, সাহস। বিএনপি নির্বাচনে এলে হিরো আলমকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হবে’ শীর্ষক মন্তব্যটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নয় এবং কোনো গণমাধ্যমে উক্ত মন্তব্য সম্পর্কিত কোনো সংবাদ প্রচার করা হয়নি।

মূলত, সম্প্রতি ‘হিরো আলম আমাদের অনুপ্রেরণা, সাহস। বিএনপি নির্বাচনে এলে হিরো আলমকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হবে’ শীর্ষক একটি তথ্যকে মির্জা ফখরুল ইসলামের মন্তব্য দাবিতে প্রথম আলোর আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম আলোর ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও উক্ত ফটোকার্ডটি ভুয়া এবং তাদের তৈরি নয় বলে জানানো হয়। 

প্রসঙ্গত, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে ভোট চলাকালে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বেলা সোয়া তিনটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সেখানে নৌকা মার্কার প্রার্থীর ব্যাজ পরিহিত একদল লোক পেছন থেকে তাঁর উদ্দেশ্যে গালাগাল করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের ফটকের দিকে নিয়ে যান। পরে নৌকার ব্যাজধারী ব্যক্তিরা ধাওয়া দিয়ে তাঁকে বাইরে আনার পর রাস্তায় তার ওপর হামলা করেন। পরবর্তীতে হামলায় জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড নকল করে মিথ্যা তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়গুলো নিয়ে  ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

সুতরাং, ‘হিরো আলম আমাদের অনুপ্রেরণা, সাহস। বিএনপি নির্বাচনে এলে হিরো আলমকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হবে’ শীর্ষক একটি তথ্যকে মির্জা ফখরুল ইসলামের মন্তব্য দাবিতে প্রথম আলোর আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা এবং প্রচারিত ফটোকার্ডটি এডিটেড।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img