সম্প্রতি, ফেনীতে আওয়ামী লীগ মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফেনীতে আওয়ামী লীগের মিছিলের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০১৮ সালে যুক্তরাজ্য বিএনপি- জামাত কর্তৃক শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার অভিযোগে ফেনী জেলা ছাত্রলীগের মিছিলের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে ‘Jabed Haidar Jeorje জাবেদ হায়দার জর্জ’ নামক ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি “ফেনী জেলা ছাত্রলীগের “বিক্ষোভ মিছিল” ১১/০২/২০১৮।” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওর বিস্তারিত বিবরণীতে বলা হয়, “যুক্তরাজ্য বিএনপি- জামাত কর্তৃক জাতির পিতার ছবি অবমাননা, বাংলাদেশ দূতাবাসে হামলাকারী ও সাজাপ্রাপ্ত আসামী খুনী তারেককে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে ফেনী জেলা ছাত্রলীগের আজকের ২০১৮ সালের (১১ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল।”
সেসময় একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মিছিলের ছবি সম্বলিত একাধিক পোস্ট (১,২) খুঁজে পাওয়া যায়।
সুতরাং, ২০১৮ সালে যুক্তরাজ্য বিএনপি-জামায়াত কর্তৃক শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার অভিযোগে ফেনী জেলা ছাত্রলীগের মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jabed Haidar Jeorje জাবেদ হায়দার জর্জ – YouTube Video
- Tarek Shakil – Facebook Post
- Sheikh Abdur Sukkur – Facebook Post