ভারতের গুয়াহাটিতে চলমান নারীদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে গত ১০ অক্টোবরে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিউজিল্যান্ডের দেওয়া ২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এরই প্রেক্ষিতে উক্ত ম্যাচের কথিত একটি স্ক্রিনশট সম্প্রতি অনলাইনে প্রচার করা হয়েছে যেখানে দেখা যায় বাংলাদেশ নারী দলের ক্রিকেটার ঝিলিক ও সুপ্তা বোরকা পরে ব্যাটিং করছেন। ছবিটি প্রচার করে দাবি করা হয়েছে, বাংলাদেশ নারী দলের ক্রিকেটার নিউজিল্যান্ডের সাথে ম্যাচে বোরকা পরে খেলেছিলেন।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত বাংলাদেশ নারী দলের ক্রিকেটারের বোরকা পরিহিত অবস্থার ছবিটি আসল নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইট আইসিসি ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের মধ্যকার ম্যাচটির হাইলাইটস পাওয়া যায়। হাইলাইটসের কোথাও বাংলাদেশ নারী দলের কাউকেই বোরকা পরতে দেখা যায়নি। হাইলাইটসের এক পর্যায়ে প্রচারিত স্ক্রিনশটে প্রদর্শিত ঝিলিক ও সুপ্তা দুজনকেই দেখা যায় কিন্তু কাউকেই বোরকা পরতে দেখা যায়নি। দুজনকেই বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়।

এছাড়াও, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড – বিসিবির এক্স অ্যাকাউন্টে উক্ত ম্যাচের নানা মূহুর্তের দৃশ্য প্রচার হতে দেখা যায়। কিন্তু কোথাও কাউকে বোরকা পরিহিত অবস্থায় দেখা যায়নি।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে উপরোল্লিখিত ম্যাচে বাংলাদেশ দলের কাউকে বোরকা পরিহিতি অবস্থায় খেলার দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে, এর নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপও লক্ষ্য করা যায়।

এ বিষয়ে অনুসন্ধানে জানা গেছে, গুগল ডিপমাইন্ড ‘ন্যানো বানানা’ নামে একটি উন্নত ইমেজ এডিটিং মডেল উন্মোচন করেছে, যা বর্তমানে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির মাধ্যমে ব্যবহার করা যায়। এই মডেল ব্যবহারকারীদের উন্নত ও সৃজনশীলভাবে ছবি সম্পাদনার সুযোগ প্রদান করে।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিটি আসল নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
সুতরাং, এআই প্রযুক্তির সাহায্যে সম্পাদিত ছবিকে বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের বোরকা পরে খেলার আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।
তথ্যসূত্র
- ICC-Cricket – New Zealand off the mark with big win | Match Highlights | CWC25
- ICC Cricket World Cup – X Post
- Bangladesh Cricket – X Post
- Rumor Scanner’s analysis