সম্প্রতি, “আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চাই: সিইসি” শীর্ষক শিরোনামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের বক্তব্য দাবিতে মূলধারার সংবাদমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চাই: সিইসি” শীর্ষক তথ্যে বা শিরোনামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের বক্তব্য দাবিতে ডিবিসি নিউজ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ডিবিসি নিউজের লোগো রয়েছে।
ডিবিসি নিউজের লোগোর সূত্র ধরে ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও ডিবিসি নিউজের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ৬ অক্টোবরে “আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চাই: সিইসি” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চাই: সিইসি’ শীর্ষক বাক্যের পূর্বে ‘আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, ডিবিসি নিউজের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, “স্বচ্ছভাবে আয়নার মত পরিস্কার নির্বাচন করতে চাই, এ জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। সোমবার (৬ই অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ায় অগ্রসর হতে চাই। আগামী নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী তা দেখুক। সেজন্য একদম স্বচ্ছভাবে আয়নার মত পরিস্কার করে নির্বাচনটা করতে চাই। সেক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। এজন্য আপনাদের পরামর্শ চাই। একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন করতে মিডিয়াকে পার্টনার হিসেবে পেতে চাই। কারণ আপনারা মিস ইনফর্মেশন ও ডিসইনফর্মেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সিইসি’র মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম দেশ টিভি ও সময় টিভির ওয়েবসাইটে গত ২৩ আগস্টে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতিবিনিময় সভায় সিইসি বলেন, ‘আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে। বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কী হয়।’
সুতরাং, “আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চাই: সিইসি” শীর্ষক দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- dbcnews.tv – Facebook Post
- DBC News – স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চাই : সিইসি
- Desh TV – নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন সিইসি
- Somoy TV – নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যে বার্তা দিলেন সিইসি
- Rumor Scanner’s analysis