সম্প্রতি, একদল উত্তেজিত জনতা প্রকাশ্যে একজন নারীকে নির্যাতন ও তার শ্লীলতাহানি করছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি কোনো নারীকে নির্যাতন বা তার শ্লীলতাহানির ঘটনার নয়। প্রকৃতপক্ষে, রংপুর বিভাগের গাইবান্ধার ধাপেরহাটে ঢাকাগামী একটি বাসে হিজড়া সম্প্রদায়ের ব্যক্তি টাকা চাইতে গিয়ে এক যাত্রীকে হেনস্তা করলে উত্তেজিত জনতা তাকে মারধর ও শ্লীলতাহানি করে। সেই ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সাংবাদিক শিরিন আক্তার সাংবাদিক নামের একটি ফেসবুক আইডিতে গত ১২ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত নির্যাতনের ভিডিওটির সাথে উক্ত ভিডিওর মিল রয়েছে। উভয় ভিডিওতেই একই স্থানে নারীদের পোশাক পরিহিত একই মানুষকে মারধর করতে দেখা যায়। তবে উক্ত ভিডিওর শিরোনামে দাবি করা হয়, ভিডিওতে যাকে মারধর ও শ্লীলতাহানির শিকার হতে দেখা যাচ্ছে তিনি নারী নন, বরং একজন হিজড়া। এছাড়াও দাবি করা হয়, ঘটনাটি রংপুর জেলার পীরগঞ্জের ধাপেরহাট নামক বাসস্ট্যান্ডে ঘটে। রংপুর থেকে ঢাকাগামী একটি বাসে টাকা তুলতে গেলে উত্তেজিত জনতা দুইজন হিজড়াকে গণধোলাই দেয় বলেও শিরোনামে উল্লেখ করা হয়। পাশাপাশি ভিডিওতে একজনকে পুরো ঘটনার বর্ণনা করতেও শোনা যায়। তিনি জানান, ঢাকাগামী ওই বাসে একজন যাত্রীর কাছে হিজড়ারা টাকা দাবি করে। এসময় তিনি টাকা না দিলে হিজড়ারা গাড়িতে উলঙ্গ হয়ে তাকে হেনস্তা করতে থাকে। পরবর্তীতে গাড়িটি ধাপেরহাট আসলে উত্তেজিত জনতা হিজড়াদের টেনে বাড়ি থেকে বের করে গণধোলাই দেয় বলে তিনি জানান।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ট্যাবলয়েড পত্রিকা দৈনিক মানবজমিন-এর ওয়েবসাইটে গত ১৫ আগস্ট হিজড়ার অ্যাকশন, জনতার রিঅ্যাকশন শীর্ষক শিরোনামে উক্ত ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে হিজড়ারা রংপুরের পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী ওই বাসটিতে ওঠেন। তবে মারধরের ঘটনাটি গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট এলাকায় ঘটে।
পরবর্তীতে গুগলম্যাপের সহায়তায় ভিডিওটির জিওলোকেশন বিশ্লেষণ করে দেখা যায়, আলোচিত ভিডিওটির স্থানের সাথে গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট এলাকার মিল রয়েছে।

সুতরাং, গাইবান্ধার ধাপেরহাট বাসস্ট্যান্ডে হিজড়াকে মারধর ও শ্লীলতাহানির ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে এক নারীকে প্রকাশ্যে নির্যাতন ও শ্লীলতাহানির দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- সাংবাদিক শিরিন আক্তার সাংবাদিক Facebook Post
- Manabzamin Website: হিজড়ার অ্যাকশন, জনতার রিঅ্যাকশন
- Google Map
- Rumor Scanner’s Analysis