সাম্প্রতিক নয়, সদরঘাটে লঞ্চে আগুন লাগার এই ভিডিওটি ২০২৩ সালের

সম্প্রতি, ‘এই মুহুর্তে ঢাকা সদরঘাটে লঞ্চে ভয়াবহ আগুন বহু হতাহতের আশংকা। চলছে উদ্ধার কাজ। সবাই বলছে পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে…’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লঞ্চে আগুন লাগার এই ভিডিওটি সাম্প্রতিক বা অন্তর্বর্তীকালীন সরকারের আমলের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের ৩০ জুন রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামক লঞ্চে আগুন লাগার ভিডিও। 

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে রাজধানীর সদরঘাটে লঞ্চে সম্প্রতি আগুন লাগার কোনো তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘সংবাদ সবসময়’ নামক একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ৩০ জুন ‘রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে থাকা ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য রয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণ করে এর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও স্থান, পারিপার্শ্বিক অবস্থা ও লঞ্চের ছবির মিল পাওয়া যায়।

Comparison & Indicated by Rumor Scanner

ভিডিওটির সংবাদ বর্ণনা থেকে জানা যায়, ২০২৩ সালের ৩০ জুন রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামক লঞ্চে আগুন লাগার ঘটনা এটি।

উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে একই ঘটনার বিষয়ে মূলধারার গণমাধ্যমগুলোর ওয়েবসাইট (,,) ও ইউটিউব চ্যানেলে (,,) প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলো থেকেও আলোচিত ভিডিওর বিষয়ে একই তথ্য জানা যায়।

অর্থাৎ, সদরঘাটে লঞ্চে আগুন লাগার এই ভিডিওটি ২০২৩ সালের। 

সুতরাং, ২০২৩ সালের ৩০ জুন রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামক লঞ্চে লাগা আগুনের ঘটনাকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img