সম্প্রতি ‘পিনাকী ভট্টাচার্য সাহেব আমার কাছে টাকা চেয়েছিলেন, টাকা দিতে পারিনি বলেই এখন আমার বিরুদ্ধে বিষেদগার করছেন। আসলে এটাই উনার চরিত্র।’ শীর্ষক একটি তথ্য দৈনিক প্রথম আলোর আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পিনাকী ভট্টাচার্য সাহেব আমার কাছে টাকা চেয়েছিলেন, টাকা দিতে পারিনি বলেই এখন আমার বিরুদ্ধে বিষেদগার করছেন। আসলে এটাই উনার চরিত্র’ শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচারিত এই মন্তব্যটি গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের নয় এবং প্রথম আলোও এধরণের কোনো সংবাদ প্রচার করেনি বরং ভিত্তিহীনভাবে প্রথম আলোর আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা একটি ফটোকার্ডের মাধ্যমে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে প্রথম আলোর আদলে তৈরি আলোচিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার। সেখানে এই সংবাদটি প্রচারের তারিখ ২৬ জুনে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে প্রথম আলোর ওয়েবসাইট, প্রথম আলোর ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেলে উক্ত দাবিতে প্রচারিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
প্রথম আলোর ছাড়াও অন্যকোনো গণমাধ্যমেও প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সম্প্রতি অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে গণঅধিকার পরিষদ এবং নুরুল হক নুরকে নিয়ে একাধিক ভিডিও (১,২) প্রকাশ করেন। তবে সেসব ভিডিওতে নুরুল হক নুরের কাছে টাকা চাওয়ার ব্যাপারে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
গত ২৬ জুন ‘1A News’ নামক ফেসবুক পেজে “ভিপি নূরের বিরুদ্ধে একের পর এক ভিডিও – কি চায় পিনাকী ভট্টাচার্য ?” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও নুরুল হক নুর তার ফেসবুক পেজে শেয়ার দিয়ে লিখেন “দুঃখিত আমি চাইলেই ইউটিউব,ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরদের মতো অনেক কিছু বলতে পারি না। আলোচনা-সমালোচনা অনেক হয়েছে। আমার বক্তব্যেও আমি বিষয়গুলো পরিস্কার করেছি। তারপরও যারা সহজ বিষয়কে জটিল করে তুলছেন কিছু বলার নাই। আমরা রাজপথের সৈনিক,রাজপথই আমাদের পরিচয় দিবে আমরা কারা”। তবে তিনি সেখানে পিনাকী ভট্টাচার্য তার কাছে টাকা চেয়েছিলেন এবং টাকা দিতে পারিনি বলেই তার সমালোচনা করছেন এমন কোনো কথা বলেননি।
এছাড়া, প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে প্রচারিত এই ফটোকার্ডটিকে নকল এবং তাদের তৈরি নয় বলে জানানো হয়।
অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, ‘পিনাকী ভট্টাচার্য সাহেব আমার কাছে টাকা চেয়েছিলেন, টাকা দিতে পারিনি বলেই এখন আমার বিরুদ্ধে বিষেদগার করছেন। আসলে এটাই উনার চরিত্র’ শীর্ষক মন্তব্যটি নুরুল হক নুরের নয় এবং এই দাবিতে দৈনিক প্রথম আলো কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
মূলত, সম্প্রতি ‘পিনাকী ভট্টাচার্য সাহেব আমার কাছে টাকা চেয়েছিলেন, টাকা দিতে পারিনি বলেই এখন আমার বিরুদ্ধে বিষেদগার করছেন। আসলে এটাই উনার চরিত্র’ শীর্ষক একটি তথ্য দৈনিক প্রথম আলোর আদলে তৈরি একটি ফটোকার্ডে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে, প্রথম আলো’র ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলোতে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও উক্ত ফটোকার্ডটি তাদের নয় বলে জানানো হয়।
উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন সময় প্রথম আলোর ফটোকার্ড নকল করে মিথ্যা তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, ‘পিনাকী ভট্টাচার্য সাহেব আমার কাছে টাকা চেয়েছিলেন, টাকা দিতে পারিনি বলেই এখন আমার বিরুদ্ধে বিষেদগার করছেন। আসলে এটাই উনার চরিত্র’ শীর্ষক একটি তথ্যকে নুরুল হক নুরের মন্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo: Facebook Page
- Prothom Alo: Website
- Prothom Alo: YouTube Channel
- Prothom Alo: Facebook Post
- Pinaki Bhattacharya – Facebook
- Pinaki Bhatyacharya – Youtube
- Nurul Haque Nur – Facebook