সম্প্রতি, ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত ইমরান খান মহানগর দক্ষিণ যুবদলের সদস্য শীর্ষক দাবিতে একটি ডিজিটাল ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় আটককৃত ইমরান খান মহানগর দক্ষিণ যুবদলের সদস্য শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ডিজিটাল ব্যানারে থাকা ইমরান খান দাবীকৃত ব্যক্তির সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য ইমরান খান ইমনের চেহারার কোনো মিল নেই ।
হিরো আলমের ওপর হামলাকারী কথিত ইমরান খান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য ইমরান খান ইমন নয়
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ডিজিটাল ব্যানারটির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভেরিফায়েড ফেসবুক পেইজে ‘আওয়ামী লীগের গুজব সেল হিরো আলমের ওপর হামলাকারী ইমরানকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য বলে প্রচার করছে। প্রকৃত সত্য হল তাদের প্রচার করা ইমরান এবং যুবদলের ইমরান এক নয়!’ শীর্ষক শিরোনামে প্রকাশিত দুইটি আলাদা আলাদা পোস্ট খুঁজে পাওয়া যায়।
পোস্টগুলোতে প্রদত্ত তথ্যানুযায়ী, হিরো আলমের ওপর হামলাকারী ইমরান দাবিতে যে ছবিটি প্রচার করা হচ্ছে, তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য ইমরান খান নয়। ভিন্ন ব্যক্তিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য ইমরান দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের এই পর্যায়ে রিউমর স্ক্যানার টিমও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ডিজিটাল ব্যানারটিতে দাবিকৃত ইমরানের সঙ্গে পোস্ট দুইটি সূত্রে পাওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য ইমরান খানের ছবি বিশ্লেষণ করে দেখে।
এক্ষেত্রে ডিজিটাল ব্যানারের ছবিটি ছাড়াও গণমাধ্যম সূত্রে পাওয়া একই ব্যক্তির ভিন্ন ছবির সঙ্গেও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য ইমরান খানের ছবি মিলিয়ে দেখা হয়। তবে উভয়ক্ষেত্রেই দাবিকৃত ছবিটির সঙ্গে যুবদলের সদস্য ইমরান খানের ছবির মিল খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি রিউমর স্ক্যানার টিম ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক কমিটির (আর্কাইভ) পূর্ণাঙ্গ তালিকা যাচাই করেও সেখানে দ্বিতীয় কোনো ইমরান খান খুঁজে পায়নি।
তবে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ‘গ্রেফতারকৃত’ কথিত ইমরান খানের পরিচয় সম্পর্কে নির্ভরযোগ্যসূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ ঢাকা-১৭ আসনের নির্বাচনে প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অজ্ঞাত এক ব্যক্তিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য ইমরান খান দাবিতে প্রচার করা হচ্ছে।
হিরো আলমের ওপর হামলাকারীদের সম্পর্কে যা জানা যাচ্ছে
রাজধানীর বনানী এলাকায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নির্বাচনের দিন অর্থাৎ ১৭ জুলাই চারজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি বেশ কয়েকজনকে হেফাজতেও নেয়। এর মধ্যে আটক দুজন শেখ শহীদুল্লাহ বিল্পব ও সানোয়ার গাজী আটককালে নিজেদের বনানী থানা শ্রমিক লীগের নেতা বলে পরিচয় দেন।
পাশাপাশি জাতীয় দৈনিক মানবজমিনে নির্বাচনের পরের দিন (১৮ জুলাই) ভোটের মহড়া! শীর্ষক একটি প্রতিবেদন থেকেও জানা যায়, হিরো আলমের ওপর হামলার ঘটনায় আটককৃত চারজনের মধ্যে শেখ শহীদুল্লাহ বিল্পব ও সানোয়ার গাজী আটককালে নিজেদের বনানী থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন।
তবে একইদিনে জাতীয় দৈনিক আজকের পত্রিকায় ‘হিরো আলমকে মারধর: দুজন ৩ দিনের রিমান্ডে, পাঁচজন কারাগারে‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুই আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন সানোয়ার কাজী (২৮) ও বিপ্লব হোসেন (৩১)। কারাগারে পাঠানো আসামিরা হলেন মাহমুদ হাসান মেহেদী (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৭), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)
অর্থাৎ আলোচিত ঘটনায় গ্রেফতারকৃতদের মধ্যেও ইমরান খান নামে কোনো ব্যক্তি নেই।
মূলত, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোটের শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। পাশাপাশি এই ঘটনায় পুলিশ প্রথমে চারজনকে ও পরে তিনজন সহ মোট সাতজনকে আটকও করে। এর প্রেক্ষিতে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হিরো আলমের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত ইমরান খান মহানগর দক্ষিণ যুবদলের সদস্য’ শীর্ষক একটি দাবি ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায়, এই ঘটনায় পুলিশ কর্তৃক আটককৃত ব্যক্তিদের মধ্যে ইমরান খান নামে কেউ নেই এবং জনৈক যে ব্যক্তিকে ইমরান খান ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য হিসেবে উল্লেখ করা হচ্ছে, তার সঙ্গে যুবদলের প্রকৃত সদস্য ইমরান খানের চেহারার কোনো সাদৃশ্য নেই।
সুতরাং, হিরো আলমের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত ইমরান খান মহানগর দক্ষিণ যুবদলের সদস্য শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল: আওয়ামী লীগের গুজব সেল হিরো আলমের উপর হামলাকারী ইমরানকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য বলে প্রচার করছে।
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি: আওয়ামী লীগের গুজব সেল হিরো আলমের উপর হামলাকারী ইমরানকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য বলে প্রচার করছে।
- ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ তালিকা: ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা (আর্কাইভ)
- দৈনিক মানব জমিন: ভোটের মহড়া!
- দৈনিক যুগান্তর: হিরো আলমকে মারধরের ঘটনায় আটক ৪
- আজকের পত্রিকা: হিরো আলমকে মারধর: দুজন ৩ দিনের রিমান্ডে, পাঁচজন কারাগারে
- রিউমর স্ক্যানার টিমের নিজস্ব বিশ্লেষণ ও অনুসন্ধান