গেল ১৫ আগস্ট নয়, শেখ মুজিবের সমাধিতে সেনাপ্রধানের শ্রদ্ধা জানানোর এই ভিডিওটি ২০২৪ সালের জুন মাসের

‘বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান’ দাবিতে গত ১৫ আগস্ট ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

অর্থা, দাবি করা হচ্ছে, ভিডিওটি গেল ১৫ আগস্টের।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন লেখা অবধি টিকটকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ লক্ষ বারেরও বেশি। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৭ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ১ হাজার ৮০০ বারেরও বেশি শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ মুজিবুর রহমানের সমাধিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শ্রদ্ধা জানানোর এই ভিডিওটি গত ১৫ আগস্টের নয় বরং, এটি ২০২৪ সালের জুন মাসে সেনাপ্রধানের দায়িত্বগ্রহণের পর শেখ মুজিবের সমাধিতে ওয়াকার-উজ-জামানের শ্রদ্ধা জানানোর ভিডিও।

অনুসন্ধানে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন সংবাদ মাধ্যম ‘নবধারা’ -এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৫ জুন ‘টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের শ্রদ্ধা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন বর্ণনায় বলা হয়, ‘মঙ্গলবার (২০২৫ সালের ২৫ জুন) দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।’ 

Comparison : Rumor Scanner

একই ঘটনায় সেসময় মূলধারার গণমাধ্যমগুলোতেও (,,) একই সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।

অর্থাৎ, শেখ মুজিবুর রহমানের সমাধিতে সেনাপ্রধানের শ্রদ্ধা জানানোর এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গেল ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে সেনাপ্রধানের শ্রদ্ধা জানানোর সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে সেনাপ্রধানের শ্রদ্ধা জানানোর পুরোনো ভিডিওকে গেল ১৫ আগস্টের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img