হিরো আলমকে দেখতে হাসপাতালে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সম্প্রতি, হিরো আলমকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে গিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে হিরো আলমকে দেখতে যাননি বরং প্রধানমন্ত্রীর ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে যাওয়ার পুরোনো একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে সেই সাথে ইনডিপেনডেন্ট টিভির পুরোনো সংবাদের একটি ক্লিপ যুক্ত করে উক্ত ভিডিওটি তৈরী করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি (আর্কাইভ) পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটির শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিরো আলমকে হাসপাতালে দেখতে যাওয়ার কোনো দৃশ্য দাবিতে একটি ছবি দেখানো হয়েছে। এছাড়াও প্রচারিত এই ভিডিওটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিরো আলমকে হাসপাতালে দেখতে যাওয়ার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

Screenshot: Facebook 

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর এর ওয়েবসাইটে ২০১৩ সালের ২৮ এপ্রিল ‘হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটির সদৃশ একটি ছবি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: bdnews24.com

প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় রানাপ্লাজা ধসের ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে দেখা যায়, উক্ত প্রতিবেদনে ব্যবহৃত এই ছবিটি থেকে আহত মেয়েটির ছবি সরিয়ে হিরো আলমের ছবি বসিয়ে প্রচার করা হয়েছে।

Image Comparison by Rumor Scanner 

অর্থাৎ, হিরো আলম কে প্রধানমন্ত্রীর হাসপাতালে দেখতে যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়।

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে ‘ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Independent TV YouTube 

এই প্রতিবেদনের শুরুর ১৫ সেকেন্ডের সাথে আলোচিত ভিডিওটির শুরুর অংশের কথোপকথনের অডিও’র মিল খুঁজে পাওয়া যায়। এছাড়াও গত ৪ বছর আগে ইনডিপেনডেন্ট টিভিতে প্রচারিত এই ভিডিওটির সংবাদ পাঠিকার সাথেও সাম্প্রতিক দাবিতে প্রচারিত ভিডিওটির সংবাদ পাঠিকার হুবহু মিল পাওয়া যায়।

 Video Comparison by Rumor Scanner 

পাশাপাশি মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিরো আলমকে হাসপাতালে দেখতে যাওয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, সম্প্রতি ঢাকা ১৭ আসনের নির্বাচনে সদ্য পরাজিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং টিকটকার হিরো আলমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে দেখতে গিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত এই দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে যাওয়ার একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেখানে এডিট করে হিরো আলমের ছবি বসিয়ে, সেই সাথে ইনডিপেনডেন্ট টিভির সংবাদের একটি পুরোনো ক্লিপ বসিয়ে উক্ত ভিডিওটি তৈরী করা হয়েছে।

প্রসঙ্গত,গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে ভোট চলাকালে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বেলা সোয়া তিনটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সেখানে নৌকা মার্কার প্রার্থীর ব্যাজ পরিহিত একদল লোক পেছন থেকে তাঁর উদ্দেশ্যে গালাগাল করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের ফটকের দিকে নিয়ে যান। পরে নৌকার ব্যাজধারী ব্যক্তিরা ধাওয়া দিয়ে তাঁকে বাইরে আনার পর রাস্তায় তার ওপর হামলা করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হিরো আলমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে হামলায় জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, পূর্বেও একাধিকবার হিরো আলমকে জড়িয়ে ইন্টারনেটে ভুল তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, হিরো আলমকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে গিয়েছেন শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img