ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে মোহাম্মদ এ. আরাফাতের বক্তব্য বিকৃত করে প্রচার

সম্প্রতি, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ. আরাফাতের “চারিদিকে নৌকার ভোট। নৌকা তো এমনি জিতে যাবে। আমি ভোট না দিলেও জিতে যাবে” শীর্ষক বক্তব্যের একটি ভিডিও ‘আপনি ভোট না দিলেও নৌকা জিতে যাবে’ ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আপনি ভোট না দিলেও জিতে যাবে’ শীর্ষক বক্তব্যটি মোহাম্মদ এ. আরাফাতের দেওয়া বক্তব্যের সম্পূর্ণ বক্তব্যের একটি খণ্ডিত অংশ। মূল বক্তব্যের একটি অংশ কর্তন করে তৈরী করা এই ভিডিও ক্লিপটি বিভ্রান্তির উদ্দেশ্যে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। 

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ অনুসন্ধানের মাধ্যমে, বায়ান্ন টিভির ফেসবুক পেজে গত ১০ জুলাই “ভোট না দিলেও নৌকা জিতে যাবে, এ চিন্তা করে বসে থাকা যাবে না, ভোটকেন্দ্রে যেতে হবে : মোহাম্মদ এ আরাফাত” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from Facebook

ভিডিওটিতে দেখা যায়, জনাব মোহাম্মদ এ. আরাফাতের দেওয়া বক্তব্যের ভিডিওর ১ মিনিট ২৯ সেকেন্ড থেকে ১ মিনিট ৪৪ সেকেন্ড পর্যন্ত উক্ত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। সেদিন বক্তব্যে তিনি বলেন, “আমরা যদি ভাবি আমার ডানে নৌকার ভোট, বামে নৌকার ভোট, সামনে নৌকার ভোট, পিছে নৌকার ভোট, চারদিকে নৌকার ভোট। নৌকাতো এমনি জিতে যাবে, আমি ভোট না দিলেও জিতে যাবে। এই চিন্তা আমরা করতে পারবো না। এই চিন্তা করা যাবে না।”

যার মানে উক্ত বক্তব্যের শেষের “এই চিন্তা আমরা করতে পারবো না। এই চিন্তা করা যাবে না” এই অংশ বাদ দিয়ে প্রচার করা হচ্ছে।

এছাড়া আলোচিত ভিডিও ক্লিপটিকে বিকৃত দাবি করে মোহাম্মদ এ. আরাফাত গত ১৫ জুন তার নিজ ফেসবুক পেজ থেকে একটি পোস্টে বক্তব্যের সম্পূর্ণ ভিডিও প্রকাশ করেন।

Screenshot from Facebook

ভিডিওর ক্যাপশনে তিনি জানান, “আমার বক্তব্য এডিট করে স্বাধীনতা বিরোধী রাজাকার শাবকগোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। আমি নাকি বলেছি, ‘আপনি ভোট না দিলেও নৌকা জিতে যাবে।’ অথচ আমি যা বলেছি তা একেবারেই এর উল্টো। অর্থাৎ, আমি বলেছি আপনি ভোট না দিলে যদি ভাবেন নৌকা জিতে যাবে, তা ঠিক নয়, আপনাকে ভোট দিতে যেতে হবে, তাহলেই নৌকা জিতবে।’ দেখুন আমার পুরো বক্তব্য।”

মূলত, গত ১০ জুলাই নির্বাচনী প্রচারণায় এক পথসভায় বক্তব্য প্রদানকালে ঢাকা-১৭ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার মার্কা প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেন, “যত মানুষ ভোট দিতে আসবে নৌকা তত বেশি ভোট পাবে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কিন্তু আমরা যদি ভাবি, আমার ডানে নৌকার ভোট, বামে নৌকার ভোট, পিছে নৌকার ভোট, সামনে নৌকার ভোট, চারদিকে নৌকার ভোট, নৌকাতো এমনিতেই জিতে যাবে, আমি ভোট না দিলেও জিতে যাবে। এই চিন্তা আমরা করতে পারবো না, এই চিন্তা করা যাবে না। আমাকে যেতে হবে, আমার ঘরের লোককে নিয়ে যেতে হবে, আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যাদেরকে চিনি, সবাইকে নিয়ে একাট্টা হয়ে উদ্বুদ্ধ করে আগ্রহী করে ভোট দিতে যেতে হবে। তবেই এই যে সমাজের মধ্যে জননেত্রী শেখ হাসিনার যে জনপ্রিয়তা, যে গ্রহণযোগ্যতা, নৌকার যে গ্রহণযোগ্যতা তার প্রতিফলন আমরা ব্যালটের মাধ্যমে দিব, ভোট প্রদানের মধ্যে দিব।” তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাফাতের সেই বক্তব্যের” নৌকাতো এমনিতেই জিতে যাবে, আমি ভোট না দিলেও জিতে যাবে।” শীর্ষক খণ্ডিত অংশটুকু প্রচার করা হচ্ছে, যেখানে উক্ত মন্তব্যের পর আরাফাতের করা “এই চিন্তা আমরা করতে পারবো না। এই চিন্তা করা যাবে না” শীর্ষক এই অংশটি বাদ দেওয়া হয়েছে। যার ফলে আলোচিত বক্তব্যটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা ১৭ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। উক্ত আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, পূর্বেও রাজনৈতিক ব্যক্তিদের নামে ভুল তথ্য প্রচার করার প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে এক পথসভায় মোহাম্মদ এ. আরাফাতের দেওয়া এক দীর্ঘ বক্তব্যের একটি খণ্ডিত অংশ বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img