“আল্লাহর রহমত নাকি ডাক্তারের ভুল? মৃ”ত ঘোষণার ২ঘন্টা পর বেঁচে উঠলো শিশুটি” শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচ্য ছবিটি ঢাকা মেডিকেল থেকে মৃত ঘোষণা করা নবজাতকের নয় বরং এটি সুস্থ ও স্বাভাবিক একটি নবজাতকের ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, Ashish Biswas নামের একটি ফেসবুক আইডিতে ২১ এপ্রিল ২০১৯ সালে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির কমেন্ট সেকশনে একজন ব্যক্তি ছবিটি কার জানতে চেয়ে মন্তব্য করলে এটি তার ভাতিজির সন্তান লিখে মন্তব্য করেন তিনি।
এছাড়া, গত বছরের অক্টোবর মাসে একই গুজব ছড়িয়ে পড়লে রিউমর স্ক্যানার সে সময়ে উক্ত বিষয়ে ফ্যাক্টচেকিং প্রতিবেদন প্রকাশ করে এবং রিউমর স্ক্যানার টিমের একজন প্রতিনিধি সেসময়ে আলোচিত ছবির শিশুর পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানান, ‘তাদের শিশুর ছবি ব্যবহার করে ভুল তথ্য প্রচারিত হওয়ায় তারা বিব্রত।’
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ২০২০ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণা করা এক নবজাতক দাফনের সময় কেঁদে ওঠে। পরবর্তীতে খবরটিকে কেন্দ্র করে অন্য একটি শিশুর ছবিসহ বিভিন্ন পোস্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত ঘোষণার পর কবরস্থানে দাফন করতে গিয়ে নড়েচড়ে ওঠা শিশুটি ২০২০ সালের ২১ অক্টোবরে ঢামেকে মৃত্যুবরণ করে।
অর্থাৎ, গতবছরে ঢামেকে মৃত ঘোষণার পর দাফনের সময় কেঁদে ওঠা শিশুর ঘটনায় ভিন্ন একটি শিশুর ছবি যুক্ত করে নতুনকরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: আল্লাহর রহমত নাকি ডাক্তারের ভুল? মৃ”ত ঘোষণার ২ঘন্টা পর বেঁচে উঠলো শিশুটি
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Facebook Post:https://www.facebook.com/dheman.dheman.9210/posts/414001629424827
- BBC News: https://www.bbc.com/bengali/news-54568535
- Prothom Alo: https://www.prothomalo.com/bangladesh/capital/%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%86%E0%A6%97-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B9%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A7%87%E0%A6%81%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%89%E0%A6%A0%E0%A6%B2-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF
- Jugantor: https://www.jugantor.com/capital/357464/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%93%E0%A6%A0%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87