রাজনৈতিক বিষয়ক পরীক্ষায় জাইমা রহমানের বিশ্বে প্রথম হওয়ার তথ্যটি ভিত্তিহীন

সম্প্রতি, “আলহামদুলিল্লাহ, জাইমা রহমান লন্ডনের বিশ্ববিদ্যালয়ে থেকে রাজনৈতিক বিষয়ক এক্সাম দিয়ে বিশ্বের এক নম্বর স্থানে উত্তীর্ণ হয়েছে” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে, সাম্প্রতিক সময়ে জাইমা রহমানের রাজনৈতিক বিষয়ক কোনো পরীক্ষায় বিশ্বে প্রথম হওয়ার তথ্য পাওয়া যায় নি বরং জাইমা রহমান নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে এই তথ্যটি ছড়ানো হয়েছে।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে গত ১২ নভেম্বরে Zaima Rahman নামের একটি ফেসবুক পেজে প্রথম প্রকাশিত পোস্টটি খুঁজে পাওয়া যায়।

পেজটির কাস্টম Url এবং পেজ ট্রান্সপারেন্সি সেকশন হতে দেখা যায় Zaima Rahman নামে ৩৬ হাজার লাইক সম্বলিত এই পেজটি ২০২১ সালের ৯ মার্চ ‘Kamil Ahmed – কামিল আহমেদ’ নামে প্রথম তৈরি করা হয়েছিলো এবং একই বছরের ২ মে পেজটির নাম পরিবর্তন করে ‘নীল চিরুকুট’ রাখা হয়। পরবর্তীতে গত ২২শে জুন শেষবারের মত পেজটির নাম পরিবর্তন করে ‘Zaima Rahman’ করা হয়। এরপর থেকেই পেজটিকে জাইমা রহমানের নিজস্ব পেজ দাবি করে পরিচালনা করা হচ্ছে এবং সেসকল পোস্টগুলোর কারণে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে।

পাশাপাশি, পেজটির কাস্টম URL এ এখনো ‘kamilahmed21’ উল্লেখ রয়েছে এবং পেজের About সেকশনে NilL ChirokuT নামের একটি ইউটিউব চ্যানেলের লিংক সংযুক্ত করা রয়েছে।

এছাড়াও, লন্ডনের কোন বিশ্ববিদ্যালয় থেকে জাইমা রহমান রাজনৈতিক বিষয়ক কোন পরীক্ষা দিয়ে বিশ্বে প্রথম হওয়া সংক্রান্ত তথ্যের কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি এবং দেশীয় ও আন্তর্জাতিক কোন সংবাদমাধ্যমেও এধরণের কোন খবর প্রচারিত হয়নি।

আরো পড়ুনঃ বুয়েটে পড়তে তিন নারী শিক্ষার্থীকে মামলা করতে হয়েছিলো শীর্ষক দাবিটি মিথ্যা

উল্লেখ্য, জাইমা রহমান লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ২০১৯ সালে ইনার টেম্পল থেকে বার-অ্যাট-ল সনদ অর্জন করেন। আরটিভি অনলাইন, নয়াদিগন্ত, সমকাল সহ একাধিক সংবাদমাধ্যম তখম বিষয়টি প্রতিবেদন প্রকাশ করে।

জাইমা রহমান
Screenshot from RTV

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া একাউন্ট নিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান একটি সংবাদমাধ্যমকে জানান, ‘আমি দায়িত্ব নিয়েই বলছি— সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের কোনো অ্যাকাউন্ট নেই। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও ফেসবুক অ্যাকাউন্ট নেই। তবে টুইটারে অ্যাকাউন্ট আছে।’

অর্থাৎ, জাইমা রহমান নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ থেকে কোন তথ্যসূত্র ছাড়া ‘জাইমা রহমান রাজনৈতিক বিষয়ক পরীক্ষা দিয়ে বিশ্বে প্রথম হয়েছে’ শীর্ষক তথ্য প্রচার করা হচ্ছে যা ভিত্তিহীন এবং মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: জাইমা রহমান লন্ডনের বিশ্ববিদ্যালয়ে থেকে রাজনৈতিক বিষয়ক এক্সাম দিয়ে বিশ্বের এক নম্বর স্থানে উত্তীর্ণ হয়েছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Zaima Rahman Facebook Page Transpaerncy
  2. RTV Online: https://www.rtvonline.com/politics/80520/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE
  3. Daily Naya Diganta: https://www.dailynayadiganta.com/politics/461556/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95-%E0%A6%95%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE
  4. Samakal: https://www.samakal.com/todays-print-edition/tp-khobor/article/191212419/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE
  5. Sarabangla.net: https://sarabangla.net/post/sb-545604/

আরও পড়ুন

spot_img