সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিষয়ক পরীক্ষার প্রথম হয়েছেন দাবিতে কিছু পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ) এবং এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জাইমা রহমান লন্ডনের বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিষয়ক পরীক্ষার প্রথম হননি বরং ২০২১ সালে Zaima Rahman নামের একটি ভুয়া ফেসবুক পেজের পোস্ট থেকে কোনো তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি ছড়িয়ে পড়েছে।
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, সর্বপ্রথম ২০২১ সালের ১৩ই ডিসেম্বর Zaima Rahman নামের ফেসবুক পেজ থেকে আলোচ্য দাবিতে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই জাইমা রহমানের রাজনৈতিক পরীক্ষায় প্রথম হওয়ার দাবিটি ছড়ানো হয়।

পাশাপাশি, জাইমা রহমানের রাজনৈতিক বিষয়ে পরীক্ষা দিয়ে প্রথম হওয়ার ব্যাপারে ইন্টারনেটে কোনো নির্ভরযোগ্য তথ্য খুজে পায়নি রিউমর স্ক্যানার।
এছাড়াও, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের কোনো ফেসবুক একাউন্ট বা পেজ নেই বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন বিএনপির দায়িত্বশীল সূত্র।
মূলত, ২০২১ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানের নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজের পোস্টকে কেন্দ্র করে উক্ত ভিত্তিহীন দাবিটি ছড়িয়ে পড়ে। তবে, জাইমা এ ধরনের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেননি।
উল্লেখ্য, তিনি লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এবং ইনার টেম্পল থেকে বার-অ্যাট-ল সনদ অর্জন করেছেন।
২০২১ সালে উক্ত বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।