সম্প্রতি “ঘূর্ণিঝড় এডকো এখন বাংলাদেশের অতি কাছে। ১৩০ কি. মি. বেগে ছুটে আসছে।” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে টিকটকে ছড়িয়ে পড়া কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এডকো নামে কোনো ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে আসার দাবিটি সঠিক নয় বরং আসন্ন ঘূর্ণিঝড়গুলোর নামের তালিকায় ‘এডকো’ নাম নেই এবং অতি সম্প্রতি বাংলাদেশে কোনো ঘূর্ণিঝড় আঘাত হানার পূর্বাভাসও নেই।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কিওয়ার্ড এবং ম্যানুয়াল সার্চ পদ্ধতি ব্যবহার করে গণমাধ্যমের সাম্প্রতিক খবর বিশ্লেষণ করে ‘বাংলাদেশে ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে’ শীর্ষক কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটেও আসন্ন কোনো ঘূর্ণিঝড়ের বিষয়ে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
পৃথিবীতে ঘূর্ণিঝড়ের নামকরণের চর্চা কয়েকশো বছর আগেই শুরু হয়। ভারতীয় উপমহাদেশ ও এর আশপাশের অঞ্চলগুলোয় সাধারণত ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় বঙ্গোপসাগর থেকে। এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের প্রচলন শুরু হয় ২০০৪ সালে। আরব সাগর ও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর নামকরণ আটটি সদস্য দেশের (বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড) প্যানেলের মাধ্যমে করা হয়ে থাকে। নামকরণের বিষয়টি সমন্বয় করে ভারতের দিল্লির ‘রিজিওনাল স্পেশালাইজড মেটেরিওলজিক্যাল সেন্টার’ (আরএসএমসি)। আটটি দেশের দেওয়া নামের তালিকা ধরে প্রতিটি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়ে থাকে। ঘূর্ণিঝড়ের নামের সর্বশেষ তালিকায় এডকো নামে কোনো ঘূর্ণিঝড়ের অস্তিত্ব উল্লেখ পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত আটটি দেশে সর্বশেষ গত বছরের (২০২২) ডিসেম্বরে যে ঘূর্ণিঝড় আঘাত হানে তার নাম ছিল মানদাউস (Mandous)।
ঘূর্ণিঝড়ের নামকরণে তালিকায় মানদাউসের নাম খুঁজে পেয়েছে রিউমর স্ক্যানার টিম। তালিকা অনুযায়ী, পরবর্তীতে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে তার নাম হবে মোচা (Mocha)।
অর্থাৎ, এডকো নয়, পরবর্তী যে ঘূর্ণিঝড় সৃষ্টি বা আঘাত হানবে তার নাম হবে মোচা।
মূলত, সম্প্রতি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় এডকো শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনুসন্ধানে দেখা যায়, এই নামে ঘূর্ণিঝড়ের নামের তালিকায় কোনো নাম নেই। বঙ্গোপসাগরেও অতি সম্প্রতি কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর।
উল্লেখ্য, আগামী মে মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে খবর এসেছে ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে। এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে মোচা।
সুতরাং, এডকো নামে একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে;যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Meteorological Department – Weather Bulletin
- Rumor Scannner’s own analysis
- WMO: Tropical Cyclone Naming