বিড়াল কাঁধে নামাজে ইমামতি করে ভাইরাল ইমামের ছবি ব্যবহার করে ভিন্ন ব্যক্তির মৃত্যুর খবর প্রচার

সম্প্রতি, বিড়াল কাঁধে নামাজরত একজন ইমামের ছবি এবং ভিডিও ব্যবহার করে দাবি করা হচ্ছে, মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াতের জন্য সমাদৃত জনপ্রিয় ইমাম শায়খ আবদুল্লাহ আহমদ কামেল মারা গেছেন।

উক্ত দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোষ্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

Screenshot source: Facebook

একই ছবি ব্যবহার করে ইউটিউবের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওগুলো ইমাম শায়খ আবদুল্লাহ আহমদ কামেলের নয় বরং এগুলো আলজেরিয়ার ইমাম শেখ ওয়ালিদ মেহসাসের বিড়াল কাঁধে নামাজে ইমামতি করার দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Reuters এর ওয়েবসাইটে গত ০৫ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিও ও ছবিগুলোর মিল রয়েছে। 

ভিডিও প্রতিবেদনে বলা হয়, গত ০৩ এপ্রিল আলজেরিয়ায় তারাবির নামাজ পড়ানোর সময় ইমাম শেখ ওয়ালিদ মেহসাসের কাঁধে বিড়াল উঠে যায়। 

এই ঘটনার ভিডিও পরবর্তীতে ব্যাপকভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। 

Screenshot source:, Reuters 

আরো কিছু গণমাধ্যমে প্রকাশিত একই ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। 

অর্থাৎ, প্রচারিত ছবি ও ভিডিওগুলো আলজেরিয়ার ইমাম শেখ ওয়ালিদ মেহসাসের। 

ছড়িয়ে পড়া পোস্টগুলোর দাবি অনুযায়ী, মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াতের জন্য সমাদৃত জনপ্রিয় ইমাম শায়খ আবদুল্লাহ আহমদ কামেলের মৃত্যুর বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম Al Jazeera এর আরবি সংস্করণের ওয়েবসাইটে গত ২৭ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, শেখ আব্দুল্লাহ কামেল নামে মিশরের একজন কোরআন তেলাওয়াতকারী ও ইমাম গত ২৭ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছেন। তিনি জন্মগতভাবেই দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন।

আল জাজিরার প্রতিবেদনে উক্ত ব্যক্তির একাধিক ছবি ও ভিডিও যুক্ত রয়েছে যার সাথে আলোচিত ছবির ব্যক্তির মিল পাওয়া যায়নি। 

Screenshot comparison: Rumor Scanner 

একই বিষয়ে অন্য গণমাধ্যমের খবর দেখুন এখানে এবং এখানে। 

অর্থাৎ, ইমাম শেখ আব্দুল্লাহ কামেল মৃত্যু বিষয়ক পোস্টে ভিন্ন একজন ইমামের ছবি ও ভিডিও ব্যবহার করা হয়েছে। 

মূলত, গত ২৭ এপ্রিল শেখ আব্দুল্লাহ কামেল নামে মিশরের একজন কোরআন তেলাওয়াতকারী ও ইমাম মারা যান। তার মৃত্যুর বিষয়ে ফেসবুকে প্রচারিত পোস্টে গত ০৩ এপ্রিল আলজেরিয়ার বিড়াল কাঁধে নামাজে ইমামতি করে ভাইরাল হওয়া ইমাম শেখ ওয়ালিদ মেহসাসের ছবি ও ভিডিও ব্যবহার করে মেহসাসকে কামেল হিসেবে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, আলজেরিয়ার ইমাম শেখ ওয়ালিদ মেহসাসকে সদ্য প্রয়াত ইমাম শায়খ আবদুল্লাহ আহমদ কামেল দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img