শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

নারায়নগঞ্জে সংঘর্ষে ১০০ জন নিহতের দাবিতে বিভ্রান্তিকর সংবাদ প্রচার

সম্প্রতি ‘দেখুন কি ভয়াবহ অবস্থা, নারায়ণগঞ্জে সংঘর্ষ-১০০ জনের মৃত্যু’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

Screenshot: Facebook

ফেসবুকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের নারায়নগঞ্জে সংঘর্ষে ১০০ জন নিহতের কোনো ঘটনা ঘটেনি বরং মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় ১০০ জন নিহত হয়েছে এবং প্রতিবেদনের শিরোনাম ও থাম্বনেইলে দেশটির নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। 

গত ১২ এপ্রিল News Plus  নামের একটি ফেসবুক পেজ থেকে ”দেখুন কি ভয়াবহ অবস্থা, নারায়ণগঞ্জে সংঘর্ষ-১০০ জনের মৃত্যু’ শীর্ষক শিরোনাম এবং থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি প্রকাশ করা হয়।

Screenshot: Facebook 

ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি কয়েকটি প্রতিবেদন নিয়ে তৈরি একটি নিউজ বুলেটিন ভিডিও। ৮ মিনিট ১ সেকেন্ডের এই ভিডিওটিতে ৫ মিনিট ১০ সেকেন্ডের সময় মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় ১০০ জন নিহতের বিষয়ে বলা হয়। এবিষয়ে সংবাদ পাঠ ৫ মিনিট ১০ সেকেন্ড থেকে শুরু হয়ে ৫ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত চলে। এবিষয়ে বিস্তারিত সংবাদে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। সেনা শাসনের বিরোধীদের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়া এসব মানুষের ওপর মঙ্গলবার (১১ এপ্রিল) বোমা হামলা চালায় সামরিক বাহিনী। এর আগে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানা গিয়েছিল। প্রত্যক্ষদর্শী, স্থানীয় গণতন্ত্রপন্থি গোষ্ঠীর সদস্য এবং মিয়ানমারের স্বাধীন মিডিয়ার বরাত দিয়ে আজ বুধবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।

উক্ত প্রতিবেদনের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যম এবি নিউজে ‘মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত বেড়ে ১০০’ শীর্ষক শিরোনামে গত ১২ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন(আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

Screenshot: abnews24.com

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। সেনা শাসনের বিরোধীদের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়া এসব মানুষের ওপর মঙ্গলবার (১১ এপ্রিল) বোমা হামলা চালায় সামরিক বাহিনী। এর আগে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানা গিয়েছিল। প্রত্যক্ষদর্শী, স্থানীয় গণতন্ত্রপন্থি গোষ্ঠীর সদস্য এবং মিয়ানমারের স্বাধীন মিডিয়ার বরাত দিয়ে আজ বুধবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, এবি নিউজে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি দাবিকৃত ভিডিওতে প্রতিবেদনের শেষ পর্যন্ত হুবহু পাঠ করা হয়েছে। 

অন্যদিকে ভিডিওটি’র ৪ মিনিট ১৩ সেকেন্ডের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে পথচারী গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে বলা হয়। এবিষয়ে সংবাদ পাঠ ৪ মিনিট ১৩ সেকেন্ডে শুরু হয়ে ৪ মিনিট ২৬ সেকেন্ড পর্যন্ত চলে। সেখানে বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। তবে আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উক্ত প্রতিবেদনের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূল ধারার গণমাধ্যম আরটিভির অনলাইন সংস্করণে গত ১২ এপ্রিল ‘নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ৩ পথচারী গুলিবিদ্ধ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন(আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot: RTV Online

প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। তবে আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, আরটিভি অনলাইনে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি দাবিকৃত ভিডিওতে প্রতিবেদনের শেষ পর্যন্ত হুবহু পাঠ করা হয়েছে।

এছাড়াও, আরটিভি অনলাইনের উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গুলিবিদ্ধ ব্যক্তিরা সকলে বর্তমানে শঙ্কামুক্ত। অর্থাৎ নারায়ণগঞ্জের উক্ত সংঘর্ষে কেউ মারা যাননি।

পাশাপাশি, দেশীয় গণমাধ্যম কিংবা অন্যকোনো সূত্রে নারায়ণগঞ্জে সংঘর্ষে ১০০ জনের মৃত্যু সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, প্রচারিত ভিডিও’র বিস্তারিত প্রতিবেদন এবং এবিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, নারায়ণগঞ্জে সংঘর্ষে ১০০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেনি। 

মূলত, সম্প্রতি মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় দেশটিতে ১০০ জন নিহতের ঘটনা ঘটে। তবে বাংলাদেশে একটি নিউজ বুলেটিন ভিডিওতে উক্ত ঘটনার সাথে নারায়নগঞ্জে সংঘর্ষের অন্য একটি সংবাদ যুক্ত করে ‘দেখুন কি ভয়াবহ অবস্থা, নারায়ণগঞ্জে সংঘর্ষ-১০০ জনের মৃত্যু’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে প্রচার করা হয়। প্রকৃতপক্ষে চটকদার ক্যাপশন ও থাম্বনেইল ব্যবহার করে অধিক ভিউ পাবার আশায় উক্ত দাবিতে ভিডিওটি প্রচার করা হয়েছে। 

উল্লেখ্য, ক্যাপশন এবং থাম্বনেইলে চটকদার শিরোনাম ব্যবহার করে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব ঘটনা নিয়ে পূর্বেও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় ১০০ জন নিহত এবং নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের বিষয়টিকে উক্ত নিউজ বুলেটিন ভিডিও’র ক্যাপশন ও থাম্বনেইলে শুধুমাত্র নারায়ণগঞ্জে সংঘর্ষে ১০০ জনের মৃত্যু লিখে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img