ডা. রাজেন্দ্র বুড়বের নামে প্রচারিত নারকেল ফুটানো গরম জল পানে ক্যান্সার নিরাময়ের দাবিটি মিথ্যা

সম্প্রতি ইন্ডিয়ার টাটা মেমোরিয়াল সেন্টার হসপিটালের ডিরেক্টর ডা. রাজেন্দ্র বুড়বের নাম ব্যবহার করে “নারকেল ফুটানো গরম জলপানে ক্যান্সার নিরাময়ের” দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,  ফুটানো গরম … পড়তে থাকুন ডা. রাজেন্দ্র বুড়বের নামে প্রচারিত নারকেল ফুটানো গরম জল পানে ক্যান্সার নিরাময়ের দাবিটি মিথ্যা