Home Blog Page 525

ওবায়দুল কাদেরের বিএনপি নেতা-কর্মীদের ওপর গুলি চালানোর নির্দেশ সংক্রান্ত ফোনালাপ ফাঁসের গুজব 

সম্প্রতি, “বিএনপিকে গুলি করতে পুলিশকে ফোন পুলিশ ও কাদেরের ফোন আলাপ ফাঁস” শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে(আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, পুলিশকে বিএনপি নেতা-কর্মীদের ওপর গুলির নির্দেশ সংক্রান্ত ওবায়দুল কাদেরের কোনো ফোনালাপ ফাঁস হয়নি হয়নি বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার শিরোনাম এবং থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, আলোচিত ভিডিওটি সংবাদপাঠের ভিডিওর খণ্ডাংশ এবং ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ ব্যবহার করে তৈরি করা হয়েছে।

ভিডিও যাচাই-১

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে DBC News এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর “পুলিশ দেখে লিফলেট বিতরণ করলেন না বিএনপি নেত্রী সেলিমা রহমান | DBC NEWS” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

বিএনপি
Comparison By Rumor Scanner

উক্ত ভিডিও থেকে জানা যায়, বিএনপি নেত্রী সেলিমা রহমান নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণের সময় পুলিশের উপস্থিতির কারণে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

এসময় একজন পুলিশ কর্মকর্তাকে মোবাইল ফোনে ঘটনার বর্ণনা করতে শোনা যায়। তবে, উক্ত প্রতিবেদনে ফোনের অপর পাশে থাকা ব্যক্তির আলাপ ও পরিচয় জানানো হয়নি।

অর্থাৎ, কোনো তথ্যপ্রমাণ ছাড়া উক্ত ফোনালাপে ওবায়দুল কাদেরকে জড়ানো হয়েছে।

ভিডিও যাচাই-২

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে Kalbela News এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর “খেলাফত -পুলিশ মুখোমুখি | khelafat Majlish | BD Police | Kalbela” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

Comparison By Rumor Scanner

উক্ত ভিডিও থেকে জানা যায়, নির্বাচন বাতিলের দাবিতে বায়তুল মোকাররমের সামনে খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করে। সে বিক্ষোভ মিছিলে খেলাফত মজলিসের নেতাকর্মী ও পুলিশের মুখোমুখি অবস্থানের ভিডিও এটি।

সুতরাং, উক্ত ভিডিওটি অপ্রাসঙ্গিকভাবে আলোচিত ভিডিওর সাথে জুড়ে দিয়ে প্রচার করা হয়েছে।

এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক পুলিশকে বিএনপির ওপর গুলি চালানোর নির্দেশনার দাবির সত্যতা জানা যায়নি এবং এ সংক্রান্ত কোনো ফোনালাপও খুঁজে পাওয়া যায়নি।

মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গ্রহণের দাবিতে দীর্ঘদিন ধরে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। এসব ঘটনায় প্রতিদিনই বিভিন্ন ধরনের তথ্য ইন্টারনেটে প্রচারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় “বিএনপিকে গুলি করতে পুলিশকে ফোন পুলিশ ও কাদেরের ফোন আলাপ ফাঁস” দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। অধিক ভিউ পাবার আশায় ভিন্ন ভিন্ন ভিডিওর খণ্ডাংশ যুক্ত করে করে তাতে চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবির ভিডিওটি প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশকে বিএনপির নেতা-কর্মীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন দাবিতে উক্ত ঘটনার একটি  ফোনালাপ ফাঁস হয়েছে বলে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

এটি ইব্রাহিম (আ.) এর জুব্বার ছবি নয়

0

ইব্রাহিম (আঃ) জুব্বা মোবারকের ছবি দাবি করে একটি জুব্বার ছবি দীর্ঘদিন যাবত ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। 

জুব্বা

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিতে থাকা জুব্বাটি হযরত ইব্রাহিম (আ.) নয় বরং হাদিস অনুসরণ করে বানানো হযরত আদম (আ.) এর রেপ্লিকা (নকল) জুব্বার ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিটির বিষয়ে বিস্তারিত জানতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Yayasan Restu’ নামের একটি ফেসবুক পেজে ২০১৩ সালের ২০ জুন আলোচিত জুব্বার মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

পোস্টটি থেকে জানা যায়, এটি আদম (আ.) এর রেপ্লিকা (নকল) জুব্বা যা ২০১৩ সালে অনুষ্ঠিত “WARISAN RASUL AND ANBIYA” নামের একটি উৎসবে দেখানো হয়েছিলো এবং উক্ত অনুষ্ঠানটি ২০১৩ সালের ২১ জুন থেকে ০৭ জুলাই পর্যন্ত চলেছিলো। 

মূলত, ২০১৩ সালে মালয়েশিয়ার সেলাঙ্গরে অবস্থিত ইসলামিক আর্ট সেন্টার ‘Yayasan Restu’ তে অনুষ্ঠিত হওয়া একটি প্রদর্শনীতে দেখানোর জন্য হাদিস অনুসরণ করে হযরত আদম (আ.) এর রেপ্লিকা (নকল) জুব্বা তৈরি করা হয়। প্রদর্শনীতে দেখানো উক্ত জুব্বার একটি ছবিকে ‘হযরত ইব্রাহিম (আ.) এর জুব্বা’ দাবি করে ফেসবুকে একটি তথ্য বেশ কিছুদিন যাবত ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। 

উল্লেখ্য, পূর্বেও এই জুব্বার ছবিটি হযরত আদম (আঃ) এর জুব্বা মোবারকের ছবি দাবি করা হলে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

ফেব্রুয়ারিতে চার্লি পুথ বাংলাদেশে আসছেন না, ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণার ফাঁদ

মার্কিন গায়ক চার্লি পুথ বাংলাদেশে আসছেন জানিয়ে সম্প্রতি দেশের একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গত ২৫ ডিসেম্বর থেকে প্রকাশ হয়ে আসা এ সংক্রান্ত গণমাধ্যমের খবরগুলোয় দাবি করা হচ্ছিল, আগামী ফেব্রুয়ারিতে মার্কিন এই গায়ক বাংলাদেশে আসছেন বলে দেশীয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সিলভারলাইন ইভেন্ট জানিয়েছে। তারা এ সংক্রান্ত টিকেটের মূল্যও নির্ধারণ করেছে বলে জানানো হয় খবরগুলোতে৷ 

চার্লি পুথ

গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরগুলো দেখুন দ্য ডেইলি স্টার, সময় টিভি, যমুনা টিভি (ফেসবুক), ইনডিপেনডেন্ট টিভি,  প্রতিদিনের বাংলাদেশ, যায়যায়দিন, কালের কণ্ঠ, খবরের কাগজ, দৈনিক বাংলা, বাংলাদেশ জার্নাল, চ্যানেল আই, আজকের পত্রিকা, কালবেলা, বাংলা ট্রিবিউন, নিউজ২৪, এনটিভি, সাম্প্রতিক দেশকাল, ইউএনবি, বাংলানিউজ২৪, ঢাকা ট্রিবিউন, দ্য বিজনেস পোস্ট, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ পোস্ট, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ডেইলি সান, ডেইলি অবজারভার, ডেইলি মেসেঞ্জার (ফেসবুক), এবিনিউজ২৪, বাংলা ইনসাইডার, নয়া শতাব্দী, দ্য রিপোর্ট লাইভ, খবর সংযোগ।  

গণমাধ্যমের ফেসবুক পেজসহ এ সংক্রান্ত অন্যান্য ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে টিকটকের কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবের কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চার্লি পুথ বাংলাদেশে আসার খবরটি সঠিক নয় বরং আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভুয়া একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চার্লি পুথের আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে ফেসবুক পেজে টিকেট বিক্রি এবং প্রচারণা চালিয়েছে। তবে চার্লি পুথের পক্ষ থেকে তার বাংলাদেশে আসার খবরটি সঠিক নয় বলে রিউমর স্ক্যানারকে জানানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে দাবিটির সূত্রপাত খোঁজার চেষ্টা করেছে রিউমর স্ক্যানার টিম। গত ২৫ ডিসেম্বর দেশের একাধিক গণমাধ্যমের (, , ) খবরে ‘সিলভারলাইন ইভেন্টস’ নামে একটি পেজের পোস্টের বরাত দিয়ে বলা হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চার্লি পুথ বাংলাদেশে আসবেন৷ তারিখ এখনও চূড়ান্ত না হলেও টিকিট বিক্রি শীঘ্রই শুরু হবে বলে জানানো হয় খবরে। একই সাথে জানানো হয়, একই কনসার্টে বাংলাদেশের দুই শিল্পীও গান করবেন। এরা হলেন জেফার রহমান এবং তানভীর ইভান। 

আমরা এই তথ্যগুলোর সূত্র ধরে আলোচিত পেজটির সন্ধান পাই যেখানে “Get ready to be swept off your feet! Excitement is building as we proudly announce the BIGGEST concert of the year – CHARLIE PUTH LIVE IN DHAKA on February 2024!” শিরোনামে এ সংক্রান্ত ৪৫ সেকেন্ডের একটি ভিডিও (আর্কাইভ) আপলোড করে তথ্যগুলো জানানো হয়। 

Screenshot: Facebook 

রিউমর স্ক্যানার টিম পেজটি (আর্কাইভ) পর্যবেক্ষণ করে দেখেছে, এটি ২০১৫ সালের ৩০ জুন খোলা হয়। সেসময় পেজটির নাম ছিল কুইন্স কলেজ, ঢাকা। গেল ১০ ডিসেম্বর হঠাৎ করেই পেজটির নাম বদলে রাখা হয় সিলভারলাইন ইভেন্টস। 

Screenshot: Facebook 

অর্থাৎ, একটি কলেজ নাম বদলে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে রূপ নিল! 

পেজের পোস্টগুলো বিশ্লেষণ করে আরো চমকপ্রদ তথ্য মিললো। দেখা গেল, ২০১৯ সালে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করা হয়েছে পেজ থেকে। কিন্তু সেই ছবি সম্বলিত পোস্টটি পাবলিশ করা হয়েছে গত ১০ ডিসেম্বর। অর্থাৎ, ফেসবুকের বিজনেস ম্যানেজার টুলস ব্যবহার করে ব্যাক ডেটে পোস্ট পাবলিশ করা হয়েছে পেজে। একই উপায় ব্যাকডেটে একাধিক পোস্ট করা হয়েছে। 

Screenshot collage: Rumor Scanner 

ফেসবু্কে নাফিসা নাওয়াল নামে এক ব্যক্তির পোস্ট (আর্কাইভ) থেকে জানা যাচ্ছে, পেজটি থেকে যে কয়েকটি ক্যারিয়ার মেলার ছবি পোস্ট করা হয়েছে, তার মধ্যে অন্তত দুইটি সংশ্লিষ্ট মেলার ছবিই নয়।  

Screenshot: Facebook 

সিলভারলাইন ইভেন্ট নামের তথাকথিত এই প্রতিষ্ঠানটি চার্লি পুথের কনসার্টের জন্য ২৮ ডিসেম্বর টিকেট ছাড়ার ঘোষণা দিয়ে একটি ওয়েবসাইটের ঠিকানা পোস্ট (আর্কাইভ) করে তাদের পেজে। 

Screenshot: Facebook

ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায়, ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকার আইসিসিবি এক্সপো জোনে কনসার্টটি আয়োজনের তথ্য উল্লেখ রয়েছে। কিন্তু ১০ ফেব্রুয়ারি শুক্রবার নয়, শনিবার। 

Screenshot: Silverline Events Website 

আমরা ঢাকার আইসিসিবি এক্সপো জোন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলেছি। তারা বলছেন, কথিত প্রতিষ্ঠানটি তাদের সাথে যোগাযোগ করেছিল তবে বুকিং কনফার্ম করেনি। অর্থাৎ, ভেণ্যু চূড়ান্ত না হওয়ার পরও ওয়েবসাইটে ভেণ্যু হিসেবে উক্ত স্থানের নাম উল্লেখ করা হয়েছে।

ওয়েবসাইটের একই পাতায় প্রতিষ্ঠানটির ঠিকানা লেখা রয়েছে, 73/74 Karim’s Icon, Asian Highway, Chattogram 4100। কিন্তু আমরা যাচাই করে দেখেছি, এই ঠিকানায় সিলভারলাইন ইভেন্ট নামে কোনো প্রতিষ্ঠানের অফিস নেই বরং ‘ডিএইচএল এক্সপ্রেস সার্ভিস পয়েন্ট’ নামে একটি কুরিয়ার ডেলিভারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

Screenshot collage: Rumor Scanner

কনসার্টে অংশ নেওয়ার জন্য মোট তিন ধরণের টিকেট বিক্রি করা হচ্ছে। সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকায় টিকেট ক্রয়ের সুযোগ রাখা হয়েছে। 

Screenshot: Silverline Events Website 

এই ওয়েবসাইটটির ডোমেইন রেজিষ্ট্রেশন করা হয়েছে গত ১২ ডিসেম্বর। 

অর্থাৎ, পেজটির নাম বদলের পরই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। 

আমাদের এ বিষয়ে অনুসন্ধান চলার মধ্যেই ২৮ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে সিলভারলাইন ইভেন্টের পেজ এবং টিকেট বিক্রির ওয়েবসাইটটিতে আর প্রবেশ করা যাচ্ছে না। 

তবে এর পূর্বেই অনেকেই টিকেট ক্রয় করে ফেলেছেন ওয়েবসাইট থেকে। 

Screenshot: Silverline Events Website 

চার্লি পুথের আসন্ন কনসার্টগুলোর বিষয়ে খোঁজ নিতে রিউমর স্ক্যানার টিম তার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখেছে, সেখানে এই মুহূর্তে আসন্ন কোনো কনসার্টের তারিখের বিষয়ে কোনো তথ্য নেই৷ 

চার্লি পুথ কনসার্টটির বিষয়ে অবগত কিনা এ বিষয়ে জানতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে আমরা চার্লি পুথের এজেন্ট ম্যাট এলামের সাথে কথা বলেছি। তিনি বলছিলেন, আমি নিশ্চিত নই কীভাবে এই সংবাদটির উৎপত্তি হলো। কিন্তু এটি সঠিক সংবাদ নয়। চার্লির বাংলাদেশে আসার কোনো সূচী নেই। 

চার্লি পুথের আরেক এজেন্ট ব্রেন্ট স্মিথ রিউমর স্ক্যানারকে বলছিলেন, চার্লি কিংবা তার মুখপাত্র কারো সাথেই কেউ এ বিষয়ে যোগাযোগ করেনি। তাদের এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার কোনো পরিকল্পনাও নেই। 

জনাব স্মিথ রিউমর স্ক্যানার টিমকে বলেছেন, তারা আলোচিত এই বিষয়টির বিস্তারিত জানতে আগ্রহী। তারা চান এই ভুল বোঝাবুঝির অবসান হোক। 

আলোচিত এই ঘটনার পেছনে কারা আছে সে বিষয়টিও যাচাই করার চেষ্টা করেছে রিউমর স্ক্যানার টিম। ফেসবুকে কিওয়ার্ড সার্চ করে আমরা অন্তত তিনটি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছি, যারা তাদের অ্যাকাউন্টের পরিচিতিতে সিলভারলাইন ইভেন্টে কাজ করেন বলে উল্লেখ করেছেন। তিনটি অ্যাকাউন্টের মধ্যে প্রথমটি এখন ডিএক্টিভ। পরের দুইটি লক অবস্থায় রয়েছে।  

Screenshot: Facebook

প্রথমজনের নাম রাফাত খান (Rafat Khan)। প্রোফাইল ছবিতে স্যুট টাই পরিহিত কথিত এই ব্যক্তি ঢাকায় থাকেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে আমরা যাচাই করে দেখেছি, প্রোফাইলের ছবিটি বিভিন্ন মাধ্যমের একাধিক অ্যাকাউন্টে (, ) রয়েছে। অর্থাৎ, ভুয়া ছবি ব্যবহার করে অ্যাকাউন্টটি চালু ছিল। 

Screenshot collage: Rumor Scanner

দ্বিতীয় ব্যক্তির (আর্কাইভ) নাম বৃষ্টি সূত্রধর পূজা। নিজেকে তিনি সিলভারলাইন ইভেন্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলে উল্লেখ করেছেন। এই অ্যাকাউন্টের বিষয়ে অনুসন্ধান করে কোনো তথ্য মেলেনি। সিলভারলাইনের কথিত এই কাস্টমার সার্ভিস প্রতিনিধি দেশের একাধিক সংবাদমাধ্যমের সাথে (, ) গত কয়েকদিনে কথা বললেও বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যে তার নাম্বারটি বর্তমানে বন্ধ পেয়েছে রিউমর স্ক্যানার টিম। 

তৃতীয় ব্যক্তি (আর্কাইভ) মাশা আহমেদ (Masha Ahmed)। ইনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বলে উল্লেখ করেছেন৷ তার প্রোফাইল লক থাকলেও লাইফ ইভেন্টের আপডেট বলছে, গত ১৪ ডিসেম্বর তিনি একটি তথ্য আপডেট করেন যাতে দেখা যাচ্ছে, তিনি ২০২২ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। মজার বিষয় হচ্ছে, এই ব্যক্তির প্রোফাইল পিকচার হিসেবে থাকা ছবিটিও কথিত রাফাত খানের মতো ইন্টারনেট থেকে সংগ্রহ করা। ইন্টারনেটের একাধিক মাধ্যমে থাকা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে (, ) এই ছবিটির অস্তিত্ব মিলেছে। 

Screenshot collage: Rumor Scanner 

অর্থাৎ, ভুয়া ছবি ব্যবহার করে এই অ্যাকাউন্টটিও চালু রয়েছে। 

জেফার রহমান এবং তানভীর ইভান এ বিষয়ে অবগত কিনা সেটিও জানার চেষ্টা করেছিলাম আমরা। জেফার দেশের একটি গণমাধ্যমকে বলেছেন, “এ রকম একটি প্রস্তাব আমি পেয়েছিলাম। তবে আমার প্রতিটা কনসার্টে কিছু বিষয় থাকে, সে বিষয়গুলোর ব্যাপারে আমি প্রতিষ্ঠানটি থেকে চেয়েছি। তবে তাঁদের সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি।” তানভীর ইভানের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম আমরা। তবে তার পক্ষ থেকে সাড়া মেলেনি।

মূলত, গত ২৫ ডিসেম্বর দেশের একাধিক গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সিলভারলাইন ইভেন্ট নামে কথিত একটি দেশীয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মার্কিন গায়ক চার্লি পুথকে ঢাকায় নিয়ে আসার ঘোষণা দিয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকার আইসিসিবি এক্সপো জোনে চার্লি পুথের কনসার্টটি আয়োজনের কথা জানানো হয় খবরে। তবে রিউমর স্ক্যানার টিম দীর্ঘ অনুসন্ধানে দেখেছে, সিলভারলাইন ইভেন্ট নামক প্রতিষ্ঠানটি একটি ভুয়া প্রতিষ্ঠান যারা ভিন্ন নামে থাকা একটি পেজের নাম বদলে সম্প্রতি এ সংক্রান্ত প্রচারণা এবং টিকেট বিক্রি শুরু করে। এ নিয়ে সমালোচনার মধ্যে পেজ এবং ওয়েবসাইটটি সরিয়ে নিয়েছে তারা৷ তাছাড়া, চার্লি পুথের পক্ষ থেকেও রিউমর স্ক্যানারকে জানানো হয়েছে, তার আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার কোনো পরিকল্পনা নেই৷ 

সুতরাং, মার্কিন গায়ক চার্লি পুথ বাংলাদেশ আসছে দাবি করে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে চার্লি পুথের তথাকথিত কনসার্টের টিকেট বিক্রি করেছে সিলভারলাইন নামে একটি ভুয়া প্রতিষ্ঠান; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

  • Statement from Brent Smith
  • Statement from ICCB Expo Zone Authority 
  • Statement from Matt Elam
  • Silverline Events: Website Analysis 
  • Rumor Scanner’s own investigation 

বিএনপি পুলিশকে পিটিয়েছে দাবিতে গুজব প্রচার 

সম্প্রতি, এইমাত্র পুলিশ বিএনপি ব্যাপক সংঘর্ষ, পুলিশকে কঠিন পিটালো বিএনপি– শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটিতে দাবি করা হচ্ছে, বিএনপি’র নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি’র নেতাকর্মীরা পুলিশকে পিটিয়েছে।

বিএনপি পুলিশকে পিটিয়েছে

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের কোনো সংঘর্ষে ঘটনা ঘটেনি। অধিক ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে গতবছরের ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে পুলিশ ও বিএনপি সংঘর্ষের একটি ভিডিও ফুটেজের সাথে ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। 

আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ছবি ও গতবছরের ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে হওয়া সংঘর্ষের ভিডিও এবং এটিএন বাংলা’র একটি ভিডিও প্রতিবেদন দেখানো হয়েছে। 

ভিডিও যাচাই- ১

আলোচিত ভিডিওটির এই অংশে পুলিশের সাথে জনগণের সংঘর্ষের একটি ভিডিও দেখানো হয়। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের লোগো রয়েছে এবং একজন সাংবাদিক লাইভ করছেন। 

লোগো এবং সাংবাদিকের লাইভে বলা কথার সূত্র ধরে অনুসন্ধানে বাংলা ভিশনের ফেসবুক পেজে গত বছরের ২১ সেপ্টেম্বর “মুন্সিগঞ্জে ৪ ঘন্টারও বেশি সময় ধরে পুলিশ-বিএনপি সং ঘর্ষ; আ হ ত দুই শতাধিক” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। (আর্কাইভ)

আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

Video Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, ২১ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টার পর মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ ২৫-৩০ জন ও বিএনপির ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

অর্থাৎ, সাম্প্রতিক সময়ে নয় বরং গতবছরের ২১ সেপ্টেম্বরের ঘটনার ভিডিও এটি। 

ভিডিও যাচাই- ২

আলোচিত ভিডিওটির এই অংশে একজন সংবাদ উপস্থাপককে সংবাদ উপস্থাপন করতে দেখা যায়। এছাড়া, বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা’র লোগোও দেখা যায়। 

লোগো এবং উপস্থাপিত সংবাদের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এটিএন বাংলা’র ইউটিউব চ্যানেলে গত ২৬ ডিসেম্বর “ভোট ঠেকাতে ৭ দিনের পরিকল্পনায় বিএনপির সঙ্গী জামায়াত” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। (আর্কাইভ)

আলোচিত ভিডিওটির সাথে উক্ত সংবাদ প্রতিবেদনটির হুবহু মিল রয়েছে। 

Video Comparison: Rumor Scanner 

ভিডিও প্রতিবেদনটি থেকে জানা যায়, বিএনপি এবং জামায়াত মিলে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত কী কী কর্মসূচী গ্রহণ করেছে তা নিয়ে করা সংবাদ প্রতিবেদন এটি। 

অর্থাৎ, এখানেও বিএনপি’র নেতাকর্মীদের সাথে সংঘর্ষের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। 

এছাড়াও প্রাসঙ্গিক নানা কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশ্বস্ত কোনো সূত্রে সম্প্রতি পুলিশ-বিএনপি সংঘর্ষের দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

মূলত, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে বিএনপি- পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনা নিয়ে প্রায় সবদেশীয় গণমাধ্যমই সংবাদ প্রকাশ করে। এরই প্রেক্ষিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন একটি লাইভ করে। পরবর্তীতে এই লাইভের সাথে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা’র ভিন্ন ঘটনার একটি সংবাদ ও ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে “এইমাত্র পুলিশ বিএনপি ব্যাপক সংঘর্ষ, পুলিশকে কঠিন পিটালো বিএনপি” শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

সুতরাং, পুলিশ-বিএনপি সংঘর্ষ এবং পুলিশকে বিএনপি পেটানোর দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, নোয়াখালীতে ১৪৪ ধারা জারি শীর্ষক শিরোনাম এবং থাম্বনেইলে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।

ঝাড়ু

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৭১ হাজার বার। ভিডিওটিতে প্রায় ৩ হাজার একশত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওগুলো ভিন্ন ঘটনার এবং নোয়াখালীতে ১৪৪ ধারা জারি হওয়ার দাবিটিও মিথ্যা। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিও যাচাই ০১

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ৮ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটির শুরুতে দেশিয় বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি এর একটি সংবাদ প্রতিবেদন লক্ষ্য করা যায়।

Screenshot: Youtube

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি ইলেকট্রনিক মিডিয়া DBC News এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১২ অক্টোবর “নারীদের ঝাড়ু মিছিল” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

ভিডিও থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার অভিযোগে সুনামগঞ্জের শান্তিগর উপজেলার সাধারণ সম্পাদক আতাউর রহমানের বিরুদ্ধে স্থানীয় নারীরা ঝাড়ু মিছিল করে।

ভিডিও যাচাই ০২

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ অনুসন্ধান করে, মো: জাহাঙ্গীর আলম নামক এক ফেসবুক অ্যাকাউন্টে গত ১৫ জানুয়ারি প্রকাশিত পোস্ট খুঁজে পাওয়া যায়।

প্রকাশিত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

ভিডিওটির আসল প্রেক্ষাপট সম্পর্কে জানা না গেলেও এটা নিশ্চিত যে এটি ২০২৩ সালের জানুয়ারি মাসেও ইন্টারনেটে প্রচারিত হয়েছে এবং এর সাথে সাম্প্রতিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই।

নোয়াখালীতে ১৪৪ ধারা জারি হওয়ার বিষয়ে অনুসন্ধানে পূর্বে একাধিক সংবাদ (,,,) দেশের বিভিন্ন গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়।

এছাড়া সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হওয়া এবং নোয়াখালীতে ১৪৪ ধারা জারি হওয়ার প্রেক্ষিতে দেশিয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো গ্রহণযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবিতে বিএনপি- জামায়াতসহ আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে। এই আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্যের প্রচার হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হওয়া এবং নোয়াখালীতে ১৪৪ ধারা জারি হয়েছে দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়নি এবং সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে ১৪৪ ধারাও জারি হয়নি। প্রকৃতপক্ষে, ২০২২ সালে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার অভিযোগে সুনামগঞ্জের শান্তিগর উপজেলার সাধারণ সম্পাদক আতাউর রহমানের বিরুদ্ধে স্থানীয় নারীরা ঝাড়ু মিছিল করে এবং ওবায়দুল কাদেরের সমালোচনা করে দেওয়া এক নারীর বক্তব্য একত্রে যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে এবং নোয়াখালীতে ১৪৪ ধারা জারি হওয়ার দাবিটিও দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

৭ জানুয়ারি নির্বাচন না হওয়ার কোনো ঘোষণা দেয়নি ইইউ 

সম্প্রতি, “ জানুয়ারি নির্বাচন হবে না বলল ইইউ হাসিনাকে মারার পরিকল্পনা ফাঁস” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

ভিডিওটিতে দাবি করা হচ্ছে, আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না শীর্ষক ঘোষণা দিয়েছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার পরিকল্পনা ফাঁস হয়েছে। 

নির্বাচন

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না শীর্ষক কোনো ঘোষণা ইইউ দেয়নি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার কোনো পরিকল্পনাও ফাঁস হয়নি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও  এবং ছবি যুক্ত করে সম্পাদনার মাধ্যমে তৈরি একটি ভিডিও প্রতিবেদন যেখানে ভিডিওটির শুরুতেই একটি সংবাদ প্রতিবেদনের খণ্ডাংশ এবং কয়েকটি পুরনো ঘটনার ভিডিও ক্লিপ দেখানো হয়। পরবর্তীতে ভিডিওটিতে আলোচিত দাবিটি প্রসঙ্গে কয়েকটি ভিডিও দেখানো হয়। 

ভিডিওটি’র সংবাদপাঠ অংশে বলা হয়, “ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে শেখ হাসিনা কারন তাকে হত্যার জন্য গণভবনে বোমা হামলা করে হত্যার পরিকল্পনা করা হয়েছে এবং সেই পরিকল্পনা ফাঁস হয়েছে অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে দেখেছে এরকম একজন রাজ সাক্ষী সেও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত শেখ হাসিনার পরিনতিও এরকম হবে। সেও হত্যার শিকার হতে যাচ্ছে…।”

সংবাদপাঠ অংশে থাকা বিষয়গুলো নিয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটি’র সত্যতা পাওয়া যায়নি।

পরবর্তীতে উক্ত ভিডিওটিতে দেখানো ভিন্ন ভিন্ন ভিডিও ক্লিপের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।

ভিডিও যাচাই – ০১

আলোচিত ভিডিওতে থাকা প্রথম ভিডিওটির লোগোর সূত্র ধরে অনুসন্ধানে ‘My24bd’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৫ সেপ্টেম্বর “কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি’র বিক্ষোভে পুলিশের বাধা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশ আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison : Rumor Scanner 

ভিডিওটির বিস্তারিত বর্ণনা থেকে জানা যায়, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও নারায়ণগঞ্জে যুবদল কর্মী নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হলে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। পরে রহমান মেনসন থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি বাধার মুখে পড়ে নেতাকর্মীরা।

ভিডিও যাচাই – ০২

দ্বিতীয় ভিডিওটির অনুসন্ধানে ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে কিওয়ার্ড সার্চের মাধ্যমে Peaceful tv নামক ফেসবুক পেজে গত ১৭ নভেম্বর “শেখ মুজিব কিসের বঙ্গবন্ধু_কিসের জাতির পিতা_সে একটা গাদ্দার ছিলো” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশ আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison : Rumor Scanner

ভিডিওটিতে পেজটির উপস্থাপক মোঃ মোস্তফা কামাল নামক এক ব্যক্তির সাক্ষাৎকার নেয়। উক্ত সাক্ষাৎকারে উল্লেখিত ব্যক্তি নিজের মত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করেন। 

ভিডিও যাচাই – ০৩ 

আলোচিত ভিডিওটিতে সর্বশেষ এটিএন নিউজের একটি সংবাদ প্রতিবেদন দেখানো হয়। উক্ত প্রতিবেদনের অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে গত ২৮ ডিসেম্বর “হঠাৎ বিএনপি-আওয়ামী লীগের সঙ্গে ইইউ’র বৈঠক। EU Meeting। BNP। Awami league । BD Politics । Election” শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটি প্রতিবেদনের শুরুর কয়েক সেকেন্ড অংশটুকু বাদ দিয়ে পরবর্তী একটি অংশ আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison : Rumor Scanner

উক্ত প্রতিবেদনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে বলা হয়৷ 

এছাড়া, একটি দেশের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পরবর্তীতে যদি তা না হওয়ার কোনো ঘোষণা দেওয়া হয় এবং একটি দেশের সরকার প্রধানকে মারার কোন পরিকল্পনা ফাঁস হয় তাহলে সে বিষয়গুলো নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ হবে। তবে, রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান করে আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে না শীর্ষক কোন ঘোষণা ইইউ দিয়েছেন কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার পরিকল্পনা ফাঁস সংক্রান্ত কোনো সংবাদ পায়নি। এতে প্রতীয়মান হয় যে প্রচারিত দাবিগুলো মিথ্যা। 

মূলত, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দফায় দফায় কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করার ঘোষণা দেয় দলটি। এরই মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির সাথে আলাদা আলাদা বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন – বিশেষজ্ঞ প্রতিনিধি দল। উক্ত বৈঠকে আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দলগুলো। এরই প্রেক্ষিতে “জানুয়ারি নির্বাচন হবে না বলল ইইউ হাসিনাকে মারার পরিকল্পনা ফাঁস” শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাবার আশায় ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি পুরোনো ভিডিও ক্লিপ ও ছবি যুক্ত করে তাতে চটকদার শিরোনাম ও একাধিক ছবি ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে। এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে বিষয়টির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য,আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষনে এই ঘোষণা দেন তিনি।

সুতরাং, ইইউ আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে না শীর্ষক ঘোষণা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার পরিকল্পনা ফাঁস শীর্ষক তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে ; যা মিথ্যা। 

তথ্যসূত্র

বাংলাদেশের পোশাক শিল্পের ওপর  ইইউ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার গুজব 

সম্প্রতি, ‘একযোগে পোশাক শিল্পে নিষেধাঞ্জা দিলো ইইউ যুক্তরাষ্ট্র আবার হবে ওয়ান-ইলেভেন’ শীর্ষক থাম্বনেইল সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

পোশাক শিল্পের

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। বরং, কয়েকটি ভিন্ন ভিন্ন ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের স্ক্রিনশট নিয়ে তার সাথে উপস্থাপকের ভয়েস যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রাচরিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায়, ভিডিওটির ইন্ট্রো এবং মূল অংশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের স্ক্রিনশট দেখানো হয়। এছাড়াও ভিডিওটির উপস্থাপক উক্ত সংবাদগুলো থেকে কিছু অংশ পাঠ করে শোনান। তবে ভিডিওটির কোথাও উপস্থাপককে আলোচিত দাবির প্রেক্ষিতে কোনো তথ্য উপস্থাপন করতে দেখা যায়না।

প্রতিবেদন যাচাই ১

আলোচিত ভিডিওর শুরুতে দেখানো প্রতিবেদনটির সূত্র অনুসন্ধানে প্রতিবেদনটির ‘তিন কারণে নতুন করে আশা দেখছে বিএনপি’ শীর্ষক শিরোনামের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে BANGLA INSIDER এর ওয়েবসাইটে একই শিরোনামে গত ২৮ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

Screenshot Comparison by Rumor Scanner

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায় এর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। প্রতিবেদনে আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থান নিয়ে আলোচনা করা হলেও পোশাক শিল্পে নিষেধাজ্ঞার দাবি সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ নেই।

প্রতিবেদন যাচাই ২

পরবর্তী প্রতিবেদনের সূত্র অনুসন্ধানেও ভিডিওতে দেখানো প্রতিবেদনের ‘একতরফা নির্বাচনকে বর্জন করুন’ শীর্ষক শিরোনামের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক যুগান্তর-এর ওয়েবসাইটে গত ২৮ ডিসেম্বর একই শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

Screenshot Comparison by Rumor Scanner

উক্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, প্রতিবেদনটি মূলত গত ২৮ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি’র এক দলীয় কর্মসূচিতে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে দেওয়া বক্তব্য নিয়ে করা হয়েছে। যাতে ইইউ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশী পোশাক শিল্পের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি।

প্রতিবেদন যাচাই ৩

তৃতীয় প্রতিবেদনটি অনুসন্ধানে একই প্রক্রিয়ায় ভিডিওতে দেখানো শিরোনামের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক যুগান্তর-এর ওয়েবসাইটে গত ২৮ ডিসেম্বর কাশিমপুর কারাগারে অসুস্থ শ্রমিক দল নেতার মৃত্যু শীর্ষক শিরোনাম প্রকাশিত মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot Comparison by Rumor Scanner

উক্ত প্রতিবেদনটি থেকেজানা যায়, রাজধানী মুগদা থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. ফজলুর রহমান কাজল কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পরবর্তীতে চিকিৎধানী অবস্থায় মারা যান। এই প্রতিবেদন ঐ ঘটনা নিয়েই প্রকাশিত হয়েছে। এর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।  

প্রতিবেদন যাচাই ৪ 

পরবর্তী প্রতিবেদনটি অনুসন্ধানে ভিডিওতে দেখানো শিরোনাম ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম লেখাটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে BANGLA NEWS 24 এর ওয়েবসাইটে গত ২৮ ডিসেম্বর শুক্রবার মাঠে নামছে সব বাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

Screenshot Comparison by Rumor Scanner

প্রতিবেদনটি পর্যালোচনা করে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের গত ২১ ডিসেম্বর জারি করা এক পরিপত্রের নির্দেশনার প্রেক্ষিতে ২৮ ডিসেম্বর মাঠে নামছে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ সকল সশস্ত্র বাহিনী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে বাহিনীগুলো মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন দায়িত্ব পালন করবে। যদিও পরবর্তীতে সশস্ত্র বাহিনী মোতায়েনের তারিখ ২৮ ডিসেম্বর থেকে পিছিয়ে ৩ জানুয়ারি করা হয়েছে।

প্রতিবেদন যাচাই ৫

পঞ্চম প্রতিবেদনটি অনুসন্ধানে ভিডিওতে দেখানো প্রতিবেদনটির ‘ভোট বর্জনে নেত্রকোনায় বিএনপির লিফলেট বিতরণ’ শীর্ষক শিরোনামটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক ইনকিলাব-এর ওয়েবসাইটে গত ২৯ ডিসেম্বর একই শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

Screenshot Comparison by Rumor Scanner

উক্ত প্রতিবেদনটি পর্যালোচনা করেও আলোচিত দাবির সাথে এর কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি।

প্রতিবেদন যাচাই ৬

সর্বশেষে ভিডিওটির উপস্থাপক ‘ভোট না দিলে ভাতার কার্ড বন্ধের হুমকি, সংঘর্ষ’ শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন দর্শকদের উদ্দেশ্যে দেখান। উক্ত প্রতিবেদনটির শিরোনামের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে DESH TV এর ওয়েবসাইটে গত ২৯ ডিসেম্বর একই শিরোনাম প্রকাশিত মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।  

Screenshot Comparison by Rumor Scanner

উক্ত প্রতিবেদন করে জানা যায়, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপির সমর্থকদের মধ্যকার সংঘর্ষের ঘটনা নিয়ে উক্ত সংবাদটি প্রকাশ করা হয়। যারা সাথে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কিংবা ইইউ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। 

এছাড়াও পরবর্তীতে আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় কিংবা বিদেশী গণমাধ্যমে ইইউ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশী তৈরি পোশাক শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মূলত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান বিরোধী দল বিএনপি নানা সময় নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। অপরদিকে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতেও বেশ সরব রয়েছেন। যাতে বেশকিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমন সংঘর্ষের ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত সংবাদগুলোর স্ক্রিনশট নিয়ে তার সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একজন উপস্থাপকের ভয়েস যুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে, ইইউ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কেউই বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি।

সুতরাং, বাংলাদেশের পোশাক শিল্পের ওপর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র একযোগে নিষেধাজ্ঞা দিয়েছে দাবিতে ইন্টারনেট প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

বরিশালে প্রধানমন্ত্রী’র সমাবেশ বাতিলের ভুয়া তথ্য প্রচার

গত ২৯ ডিসেম্বর Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘বরিশালে পুলিশকে পিটালো বিএনপি, প্রধানমন্ত্রীর সমাবেশ বাতিল’ শীর্ষক শিরোনাম ও ‘পুলিশকে পিটিয়ে সমাবেশ ছাড়া করলো বিএনপির লাখো নেতাকর্মী’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

সমাবেশ

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৩১ হাজার বার। ভিডিওটিতে প্রায় ১ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

পরবর্তীতে এই ভিডিওটি আরও একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়। সেটি দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত ভিডিওটি নিয়ে ফেসবুকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বরিশালের সমাবেশকে কেন্দ্র করে বরিশালে বিএনপি কর্তৃক পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি এবং প্রধানমন্ত্রী’র উক্ত সমাবেশ বাতিল হওয়ার দাবিটিও সঠিক নয় বরং ভিন্ন ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ক্লিপ যুক্ত করে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি পর্যবেক্ষণ করে এর বিস্তারিত অংশের কোথাও বিএনপি বা অন্যকোনো সংগঠন কর্তৃক পুলিশের ওপর হামলার কোনো দৃশ্য দেখানো হয়নি কিংবা এ সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্রেরও উল্লেখ পাওয়া যায়নি।

ভিডিওটি’র সংবাদপাঠ অংশে বলা হয়, ‘বরিশাল প্রধানমন্ত্রীর আমন্ত্রণ উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সাথে তুমুল সংঘর্ষ ঘটে। এতে পুলিশের শতাধিক নেতাকর্মী আহত হয়। এদিকে বিএনপির নেতাকর্মীরা কঠিন হুশিয়ারি দিয়ে বলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়।”

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি।

তাছাড়া আলোচিত ভিডিওটিতে বরিশালে প্রধানমন্ত্রী’র সমাবেশ বাতিল হওয়ার কথা বলা হলেও উক্ত দাবিটি যে সঠিক নয় তার প্রমাণ পাওয়া যায় বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৯ ডিসেম্বর প্রকাশিত এক ভিডিওতে। সরাসরি সম্প্রচারিত উক্ত ভিডিওটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরিশালের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করতে দেখা যায়।

Screenshot: Bangladesh Awami League Facebook

এছাড়াও দেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদন (, , ) থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সমাবেশে উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

তাছাড়া, আলোচিত ভিডিওটি’র থাম্বনেইলে ওইদিন বিএনপি কর্তৃক পুলিশের ওপর হামলার কথা বলা হলেও উক্ত জনসভায় এমন কোনো ঘটনা ঘটেনি। তবে মূলধারার গণমাধ্যম প্রথম আলো’র অনলাইন সংস্করণে গত ২৯ ডিসেম্বর ‘বরিশালে জনসভা মাঠে মারামারি, একজনের মৃত্যু’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভার মাঠে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। বরিশাল-৪ আসনের (মেহেন্দীগঞ্জ-হিজলা) সংসদ সদস্য পংকজ নাথ ও শাম্মী আহম্মেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলার সময় সিরাজ সিকদার (৫৮) নামের এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, বরিশালে পুলিশের ওপর বিএনপির হামলা কিংবা প্রধানমন্ত্রী’র সমাবেশ বাতিল হওয়ার দাবিগুলো সঠিক নয়।

মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বরিশালের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। উক্ত সমাবেশকে কেন্দ্র করে গত একইদিন Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘বরিশালে পুলিশকে পিটালো বিএনপি, প্রধানমন্ত্রীর সমাবেশ বাতিল’ শীর্ষক শিরোনাম ও ‘পুলিশকে পিটিয়ে সমাবেশ ছাড়া করলো বিএনপির লাখো নেতাকর্মী’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, উক্ত সমাবেশকে কেন্দ্র করে বরিশালে বিএনপি কর্তৃক পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি এবং প্রধানমন্ত্রী’র উক্ত সমাবেশ বাতিল হওয়ার দাবিটিও সঠিক নয় বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  উক্ত সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করতে দেখা যায়।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষিতে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আগামী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৮ দিন মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।

সুতরাং, বরিশালে পুলিশের ওপর বিএনপির হামলা এবং প্রধানমন্ত্রীর সমাবেশ বাতিল দাবিতে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

শিক্ষা সফরে গিয়ে ছাত্র-শিক্ষিকার অন্তরঙ্গ ফটোশুটের ঘটনাটি ভারতের

0

সম্প্রতি, শিক্ষা সফরে গিয়ে ছাত্রের সঙ্গে শিক্ষিকার অন্তরঙ্গ ফটোশুটের একটি তথ্য বাংলাদেশের দাবিতে বিভিন্ন গণমাধ্যমের নাম এবং ফটোকার্ড যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

শিক্ষিকার অন্তরঙ্গ

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষা সফরে গিয়ে ছাত্র-শিক্ষিকার অন্তরঙ্গ ফটোশুটের উক্ত ঘটনাটি বাংলাদেশের নয় বরং ঘটনাটি ভারতের কর্ণাটকের।

অনুসন্ধানের শুরুতে ফেসবুকে প্রচারিত পোস্টগুলোর সূত্রধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় একাধিক গণমাধ্যমে (দেশ রূপান্তর, কালবেলা, সময়ের কণ্ঠস্বর, ঢাকা পোস্ট) এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Desh Rupantor

প্রচারিত প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, সংবাদ গুলোর শিরোনামে ঘটনাটির স্থান উল্লেখ করা না হলেও প্রতিবেদনগুলোর বিস্তারিত অংশে এটি ভারতের কর্ণাটকের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

তাছাড়া একাধিক গণমাধ্যম তাদের ফেসবুক পেজে (, , ) বিষয়টির বিস্তারিত উল্লেখ না করে শুধুমাত্র শিরোনাম এবং ফটোকার্ড পোস্ট করার ফলে ঘটনাটি ভারতের হলেও স্থানের নাম উল্লেখ না করে বাংলাদেশে প্রচার করায় বিষয়টি বাংলাদেশের ভেবে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের নেটিজেনরা বিষয়টি সঠিকভাবে না জেনেই ঘটনাটি বাংলাদেশের মনে করেছেন।

Screenshot: Kalbela Facebook

উক্ত পোস্টগুলোর কমেন্টবক্স বিশ্লেষণ করে নেটিজেনদের ঘটনাটি বাংলাদেশের ভেবে বিভ্রান্তিকর মন্তব্য করতে দেখা যায়।

Comment Collage by Rumor Scanner 

পরবর্তীতে বিষয়টি নিয়ে কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র ওয়েবসাইটে গত ২৯ ডিসেম্বর ‘Photoshoot Of Karnataka Teacher And Student Goes Viral, Internet Shocked’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা এবং তার এক ছাত্রের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের বরাতে বলা হয়, শিক্ষা সফরের সময় ছাত্রের সঙ্গে ওই অন্তরঙ্গ ‘ফটোশুট’ করেন শিক্ষিকা।

অর্থাৎ, শিক্ষা সফরে গিয়ে ছাত্র-শিক্ষিকার অন্তরঙ্গ ফটোশুটের উক্ত ঘটনাটি বাংলাদেশের নয়। তবে এসম্পর্কিত খবরের শিরোনামে স্থানের নাম না উল্লেখ করায় ঘটনাটি বাংলাদেশের ভেবে নেটিজেনরা বিভ্রান্ত হয়েছেন।

পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে শিক্ষা সফরে গিয়ে বাংলাদেশের কোনো ছাত্র-শিক্ষিকার অন্তরঙ্গ ফটোশুটের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, ভারতের কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা এবং তার এক ছাত্রের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। উক্ত বিষয়ে ভারতীয় গণমাধ্যমের বরাতে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামে ঘটনাটির স্থানের নাম উল্লেখ না করে সংবাদ প্রচার করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিষয়টি বাংলাদেশের ঘটনা মনে করে ফেসবুকে প্রচার করেন।

উল্লেখ্য, পূর্বেও ভারতের ঘটনা বাংলাদেশের দাবিতে প্রচারিত হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

সুতরাং, শিক্ষা সফরে গিয়ে কর্ণাটকের ছাত্র-শিক্ষিকার অন্তরঙ্গ ফটোশুটের ঘটনাটি বাংলাদেশে স্থানের নাম উল্লেখ না করে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

ভারতীয় শিশু সায়ন্তিকাকে বাংলাদেশী রোগাক্রান্ত শিশু অণু মহন্ত দাবিতে আর্থিক প্রতারণা 

0

সম্প্রতি “অনু মহন্ত অনেকদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বাবা রুদ্র মহন্ত অনেকদিন ধরেই চিকিৎসা চালিয়ে আসছেন। সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগে চিকিৎসাধীন আছে” শীর্ষক শিরোনামে এক শিশুর কিছু ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ভারতীয় শিশু

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অণু মহন্তের চিকিৎসা সহায়তার দাবিতে প্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশী শিশুর নয়। প্রকৃতপক্ষে সায়ন্তিকা নামে অসুস্থ এক ভারতীয় শিশুর ছবিকে সম্প্রতি বাংলাদেশি রোগাক্রান্ত শিশু অণু মহন্ত দাবিতে আর্থিক সহায়তা চেয়ে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘ketto’ এর ওয়েবসাইটে “Battling End-Stage Kidney Disease, My Daughter Needs Rs 6 Lakh To Survive” শীর্ষক শিরোনামে একটি পোস্টে শিশুটির মূল ছবি খুঁজে পাওয়া যায়। 

মূলত, ২০১৮ সাল থেকে কিডনী বিকল রোগে আক্রান্ত সায়ন্তিকা নামে ভারতীয় এক শিশুর চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ রুপি প্রয়োজন ছিল। পর্যাপ্ত পরিমাণ টাকার যোগাড় হওয়ায় ২০২১ সালে ভারতের ব্যাঙ্গালোরের সেইন্ট জন’স মেডিকেল হাসপাতাল থেকে তার কিডনী প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলে ২০২১ সালে তার চিকিৎসার জন্য শুরু হওয়া ফান্ড রাইজিং কার্যক্রমও বন্ধ হয়ে গেলেও সাম্প্রতিক সময়ে অণু মহন্ত নামে বাংলাদেশি এক শিশুর ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে একটি মানবিক সাহায্যের আবেদন ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।