গত ২৯ ডিসেম্বর Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘বরিশালে পুলিশকে পিটালো বিএনপি, প্রধানমন্ত্রীর সমাবেশ বাতিল’ শীর্ষক শিরোনাম ও ‘পুলিশকে পিটিয়ে সমাবেশ ছাড়া করলো বিএনপির লাখো নেতাকর্মী’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৩১ হাজার বার। ভিডিওটিতে প্রায় ১ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
পরবর্তীতে এই ভিডিওটি আরও একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়। সেটি দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত ভিডিওটি নিয়ে ফেসবুকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বরিশালের সমাবেশকে কেন্দ্র করে বরিশালে বিএনপি কর্তৃক পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি এবং প্রধানমন্ত্রী’র উক্ত সমাবেশ বাতিল হওয়ার দাবিটিও সঠিক নয় বরং ভিন্ন ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ক্লিপ যুক্ত করে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি পর্যবেক্ষণ করে এর বিস্তারিত অংশের কোথাও বিএনপি বা অন্যকোনো সংগঠন কর্তৃক পুলিশের ওপর হামলার কোনো দৃশ্য দেখানো হয়নি কিংবা এ সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্রেরও উল্লেখ পাওয়া যায়নি।
ভিডিওটি’র সংবাদপাঠ অংশে বলা হয়, ‘বরিশাল প্রধানমন্ত্রীর আমন্ত্রণ উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সাথে তুমুল সংঘর্ষ ঘটে। এতে পুলিশের শতাধিক নেতাকর্মী আহত হয়। এদিকে বিএনপির নেতাকর্মীরা কঠিন হুশিয়ারি দিয়ে বলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়।”
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি।
তাছাড়া আলোচিত ভিডিওটিতে বরিশালে প্রধানমন্ত্রী’র সমাবেশ বাতিল হওয়ার কথা বলা হলেও উক্ত দাবিটি যে সঠিক নয় তার প্রমাণ পাওয়া যায় বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৯ ডিসেম্বর প্রকাশিত এক ভিডিওতে। সরাসরি সম্প্রচারিত উক্ত ভিডিওটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরিশালের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করতে দেখা যায়।

এছাড়াও দেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদন (১, ২, ৩) থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সমাবেশে উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
তাছাড়া, আলোচিত ভিডিওটি’র থাম্বনেইলে ওইদিন বিএনপি কর্তৃক পুলিশের ওপর হামলার কথা বলা হলেও উক্ত জনসভায় এমন কোনো ঘটনা ঘটেনি। তবে মূলধারার গণমাধ্যম প্রথম আলো’র অনলাইন সংস্করণে গত ২৯ ডিসেম্বর ‘বরিশালে জনসভা মাঠে মারামারি, একজনের মৃত্যু’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভার মাঠে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। বরিশাল-৪ আসনের (মেহেন্দীগঞ্জ-হিজলা) সংসদ সদস্য পংকজ নাথ ও শাম্মী আহম্মেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলার সময় সিরাজ সিকদার (৫৮) নামের এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, বরিশালে পুলিশের ওপর বিএনপির হামলা কিংবা প্রধানমন্ত্রী’র সমাবেশ বাতিল হওয়ার দাবিগুলো সঠিক নয়।
মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বরিশালের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। উক্ত সমাবেশকে কেন্দ্র করে গত একইদিন Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘বরিশালে পুলিশকে পিটালো বিএনপি, প্রধানমন্ত্রীর সমাবেশ বাতিল’ শীর্ষক শিরোনাম ও ‘পুলিশকে পিটিয়ে সমাবেশ ছাড়া করলো বিএনপির লাখো নেতাকর্মী’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, উক্ত সমাবেশকে কেন্দ্র করে বরিশালে বিএনপি কর্তৃক পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি এবং প্রধানমন্ত্রী’র উক্ত সমাবেশ বাতিল হওয়ার দাবিটিও সঠিক নয় বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উক্ত সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করতে দেখা যায়।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষিতে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আগামী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৮ দিন মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।
সুতরাং, বরিশালে পুলিশের ওপর বিএনপির হামলা এবং প্রধানমন্ত্রীর সমাবেশ বাতিল দাবিতে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Awami League: Post
- The Daily Star: বরিশালে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- Prothom Alo: বরিশালে জনসভা মাঠে মারামারি, একজনের মৃত্যু
- Rumor Scanner’s Own Analysis