সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর এর সদস্য সচিব মাহাবুব খালেদেকে টেকনাফ থেকে দূর্বৃত্তরা অপ’হরণ করে আটকিয়ে রেখেছে’। উল্লেখ্য, প্রচারিত ভিডিওতে একজন পুরুষকে বাঁধা অবস্থাতে তার গলায় গলায় ছুরি রাখতে দেখা যায়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত অপহৃত মাহবুব খালেদ নামের এই ব্যক্তি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতা নন বরং, তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব।
এ বিষয়ে অনুসন্ধানে কক্সবাজার ভিত্তিক সংবাদমাধ্যম ‘Coxs Bazar News-CBN’ এর ফেসবুক পেজে গত ৬ সেপ্টেম্বরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের তুলনা করলে ব্যক্তি ও দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘রো’হিঙ্গাদের হাতে অপ’হৃত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মাহাবুব খালেদ’।

এছাড়াও, অনুসন্ধানে জাতীয়তাবাদী ছাত্রদল, বেসরকারী বিশ্ববিদ্যালয়, কেন্দ্রিয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক পরিচয় দাবিতে ‘মোঃ এম আর রেজবা’ নামে পরিচালিত একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও আলোচিত ঘটনার ভিডিও গত ৬ সেপ্টেম্বরে প্রচার হতে দেখা যায়। ভিডিওটি সম্পর্কে ক্যাপশনে বলা হয়, ‘ভিডিও’র ব্যক্তি চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দল নেতা ও অনলাইন এক্টিভিষ্ট মাহবুব খালেদ ভাই। যার সাথে ব্যক্তিগতভাবেই আমার বা আমরা যারা সোশ্যাল এক্টিভিষ্ট তাদের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। মাহবুব ভাইকে টেকনাফ থেকে অপহরন করেছে রোহিঙ্গাদের বিচ্ছিন্নতাবাদী একটি গ্রুপ।
প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করছি।’ এছাড়াও, পোস্টটিতে আপডেট হিসেবে বলা হয়, ‘(Update: আলহামদুলিল্লাহ খালেদ ভাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছেন।)
পোস্টটির মন্তব্য সেকশনে রেজবাকে একটি স্ক্রিনশটের ছবি সংযুক্ত করতে দেখা যায়। স্ক্রিনশটে দেখা যায়, ফারজানা মাহবুব নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেজ দিয়ে বলা হয়েছে, ‘আমি মাহবুব খালেদের সহধর্মিণী। বৃহস্পতিবার রাত ৯’ টায় টেকনাফ শাপলা চত্বর থেকে রোহিঙ্গাদের কাছে জিম্মি আছে। আশা করি উদ্ধার হয়ে যাবে। দয়া করে আপনার আইডি থেকে তার ভিডিও ও ছবি দিয়ে পোস্ট দিন। আমাকে আপনার কথা বলেছে আপনার আইডি থেকে পোস্ট দিতে। দয়া করে আপনার বোন হিসেবে আমার উপকার করেন plz’
এছাড়াও, পরবর্তীতে পোস্টের মন্তব্য সেকশনে মাহবুব খালেদের একটি ভিডিও সংযুক্ত করে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ খালেদ ভাই উদ্ধার হয়ে বাসায় পৌঁছেছেন।’ ভিডিওতে মাহবুব খালেদকে বলতে শোনা যায়, আলহামদুলিল্লাহ আমি সহীহ সালামতে বাসায় পৌঁছেছি। আমি পরবর্তীতে আমার আইডির লাইভ থেকে এসে বিস্তারিত বলবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।
পাশাপাশি, বিএনপির সাথে সংশ্লিষ্ট আরো একাধিক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাহবুব খালেদের বিষয়ে গত ৬ সেপ্টেম্বরে পোস্ট হতে দেখা যায় যেখানে তাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বলে উল্লেখ করা হয়েছে। এরূপ কিছু পোস্টে মাহবুব খালেদের ফেসবুক অ্যাকাউন্ট দাবিতে একটি ফেসবুক অ্যাকাউন্টও মেনশন করতে দেখা যায়। মাহবুব খালেদের নামে পরিচালিত সেই ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে তার ‘About’ সেকশনে তাকে সহ-সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর, সদস্য সচিব- জিয়া সাইবার ফোর্স – চট্টগ্রাম মহানগর ও সদস্য – জিয়া সৃতি পাঠাগার – কেন্দ্রীয় সংসদ উল্লেখ করতে দেখা যায়। এছাড়াও, নানা সময়ে বিএনপির পক্ষে নানা পোস্টও পাওয়া যায়। তবে, অ্যাকাউন্টটিতে তার অপহৃত হওয়ার বিষয়ে এই প্রতিবেদনটি প্রকাশ হওয়াকালীন সময়ে (১৯ অক্টোবর) কোনো পাবলিক পোস্ট পাওয়া যায়নি। সর্বশেষ পাবলিক পোস্টটি ২০২২ সালের ৫ জুলাইয়ে হতে দেখা যায়।
এছাড়াও, এ বিষয়ে টেকনাফ ভিত্তিক সংবাদমাধ্যম টেকনাফ টুডে এর ফেসবুক পেজে উপরোল্লিখিত মাহবুব খালেদের ভিডিও বার্তা গত ৬ সেপ্টেম্বরে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘টেকনাফে অ/প/হৃ/ত চট্টগ্রাম মহানগর সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব খালেদকে উদ্ধার করেছে র্যাব।’ একই ভিডিও বার্তাটি ‘Coxs Bazar News-CBN’ এর ফেসবুক পেজেও গত ৬ সেপ্টেম্বরে ‘উদ্ধার হলেন রো’হিঙ্গাদের হাতে অপ’হৃত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মাহাবুব খালেদ’ ক্যাপশনে প্রচার করা হয়েছে।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত মাহবুব খালেদ প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতির সাথে যুক্ত।
সুতরাং, স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব খালেদের অপহৃত হওয়ার ঘটনাকে স্বেচ্ছাসেবক লীগ নেতার ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Coxs Bazar News-CBN – Facebook Post
- Md. M R Mezba – Facebook Post
- Mahbub Khaled – Facebook Account
- টেকনাফ টুডে – Facebook Post
- Rumor Scanner’s analysis