গতকাল (১৮ অক্টোবর) থেকে ‘কিছুক্ষণ আগে ঢাকার মিরপুরের শপিংমলে ভ’য়াবহ আ’গুন লেগেছে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে মিরপুরের কোনো শপিংমলে আগুন লাগার দৃশ্য নয়। এমনকি ভিডিওটি মিরপুরেরই নয়। প্রকৃতপক্ষে, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের স’ মিলে আগুন লাগে। সেই ঘটনার দৃশ্য এটি।
অনুসন্ধানে ‘Muhammad Muzzammill’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২১ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

পোস্টটিতে দাবি করা হয়েছে, খিলগাঁওয়ে তলতলা মার্কেটের পাশে আগুন লেগেছে। সেই দৃশ্য এটি।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশের একটি স’ মিলে আগুন লাগার ঘটনা ঘটে। এতে দুইটি স’ মিল ও অন্তত ২০টি দোকান পুড়ে গিয়েছিল।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর মিরপুরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জন নিহতের তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, মিরপুর-১০ এর গোল চত্বর থেকে খিলগাঁও তালতলা মার্কেটের দূরত্ব অন্তত ১০ কিলোমিটার।
সুতরাং, গত ফেব্রুয়ারিতে খিলগাঁওয়ে আগুন লাগার দৃশ্যকে সম্প্রতি মিরপুরের শপিংমলে আগুন লাগার দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Muhammad Muzzammill- Facebook Post
- Bdnews24- খিলগাঁওয়ে আগুনে পুড়ল ২০ দোকান, ২ স মিল
- BBC News- ঢাকার মিরপুরে গার্মেন্টসে আগুনে ১৬ জন নিহত, শ্রমিকদের অনেকে নিখোঁজ
- Google Location