গত ১৮ অক্টোবর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই প্রেক্ষিতে, ‘ঢাকা কাঁপিয়ে দিয়েছে এই ভিডিও! হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন — এখন চলছে উদ্ধার অভিযান! দেখুন সেই বাস্তব দৃশ্য “যেখানে হাজার মানুষের জীবন ঝুঁকিতে — সেখানে নিরাপত্তা কই?” হজরত শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুনের সেই দৃশ্য!’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে আগুন লাগলেও কোনো বিমানে আগুন লাগার ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার পর যাত্রী উদ্ধারের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম ‘Associated Press’ এর ইউটিউব চ্যানেলে গত ২৮ জুলাই ‘Passengers flee smoking jet on emergency slide at Denver airport’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর প্রথম অংশের মিল রয়েছে।

উক্ত ভিডিওর বিবরণী থেকে জানা যায়, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২৩-এর টায়ারে সমস্যা দেখা দিলে ধোঁয়া ওঠা শুরু হয়। সম্ভাব্য ল্যান্ডিং গিয়ার ত্রুটির আশঙ্কায় যাত্রীদের জরুরি স্লাইড দিয়ে নামানো হয়।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে ভারতীয় গণমাধ্যম ‘THE TIMES OF INDIA’ এর ওয়েবসাইটে গত ২৮ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় অবতরণ গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়ন বাতিল করতে বাধ্য হয়। এ ঘটনায় একজন যাত্রী আহত হয়েছেন। মিয়ামিগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২৩ উড্ডয়নের সময় প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন করে জানিয়েছে।
সেসময় এ বিষয়ে অন্যান্য অন্তর্জাতিক গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
সুতরাং, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার পর যাত্রী উদ্ধারের দৃশ্যকে শাহজালাল বিমানবন্দরের আগুন লাগার ঘটনার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।