ফেব্রুয়ারিতে চার্লি পুথ বাংলাদেশে আসছেন না, ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণার ফাঁদ

মার্কিন গায়ক চার্লি পুথ বাংলাদেশে আসছেন জানিয়ে সম্প্রতি দেশের একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গত ২৫ ডিসেম্বর থেকে প্রকাশ হয়ে আসা এ সংক্রান্ত গণমাধ্যমের খবরগুলোয় দাবি করা হচ্ছিল, আগামী ফেব্রুয়ারিতে মার্কিন এই গায়ক বাংলাদেশে আসছেন বলে দেশীয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সিলভারলাইন ইভেন্ট জানিয়েছে। তারা এ সংক্রান্ত টিকেটের মূল্যও নির্ধারণ করেছে বলে জানানো হয় খবরগুলোতে৷ 

চার্লি পুথ

গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরগুলো দেখুন দ্য ডেইলি স্টার, সময় টিভি, যমুনা টিভি (ফেসবুক), ইনডিপেনডেন্ট টিভি,  প্রতিদিনের বাংলাদেশ, যায়যায়দিন, কালের কণ্ঠ, খবরের কাগজ, দৈনিক বাংলা, বাংলাদেশ জার্নাল, চ্যানেল আই, আজকের পত্রিকা, কালবেলা, বাংলা ট্রিবিউন, নিউজ২৪, এনটিভি, সাম্প্রতিক দেশকাল, ইউএনবি, বাংলানিউজ২৪, ঢাকা ট্রিবিউন, দ্য বিজনেস পোস্ট, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ পোস্ট, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ডেইলি সান, ডেইলি অবজারভার, ডেইলি মেসেঞ্জার (ফেসবুক), এবিনিউজ২৪, বাংলা ইনসাইডার, নয়া শতাব্দী, দ্য রিপোর্ট লাইভ, খবর সংযোগ।  

গণমাধ্যমের ফেসবুক পেজসহ এ সংক্রান্ত অন্যান্য ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে টিকটকের কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবের কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চার্লি পুথ বাংলাদেশে আসার খবরটি সঠিক নয় বরং আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভুয়া একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চার্লি পুথের আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে ফেসবুক পেজে টিকেট বিক্রি এবং প্রচারণা চালিয়েছে। তবে চার্লি পুথের পক্ষ থেকে তার বাংলাদেশে আসার খবরটি সঠিক নয় বলে রিউমর স্ক্যানারকে জানানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে দাবিটির সূত্রপাত খোঁজার চেষ্টা করেছে রিউমর স্ক্যানার টিম। গত ২৫ ডিসেম্বর দেশের একাধিক গণমাধ্যমের (, , ) খবরে ‘সিলভারলাইন ইভেন্টস’ নামে একটি পেজের পোস্টের বরাত দিয়ে বলা হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চার্লি পুথ বাংলাদেশে আসবেন৷ তারিখ এখনও চূড়ান্ত না হলেও টিকিট বিক্রি শীঘ্রই শুরু হবে বলে জানানো হয় খবরে। একই সাথে জানানো হয়, একই কনসার্টে বাংলাদেশের দুই শিল্পীও গান করবেন। এরা হলেন জেফার রহমান এবং তানভীর ইভান। 

আমরা এই তথ্যগুলোর সূত্র ধরে আলোচিত পেজটির সন্ধান পাই যেখানে “Get ready to be swept off your feet! Excitement is building as we proudly announce the BIGGEST concert of the year – CHARLIE PUTH LIVE IN DHAKA on February 2024!” শিরোনামে এ সংক্রান্ত ৪৫ সেকেন্ডের একটি ভিডিও (আর্কাইভ) আপলোড করে তথ্যগুলো জানানো হয়। 

Screenshot: Facebook 

রিউমর স্ক্যানার টিম পেজটি (আর্কাইভ) পর্যবেক্ষণ করে দেখেছে, এটি ২০১৫ সালের ৩০ জুন খোলা হয়। সেসময় পেজটির নাম ছিল কুইন্স কলেজ, ঢাকা। গেল ১০ ডিসেম্বর হঠাৎ করেই পেজটির নাম বদলে রাখা হয় সিলভারলাইন ইভেন্টস। 

Screenshot: Facebook 

অর্থাৎ, একটি কলেজ নাম বদলে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে রূপ নিল! 

পেজের পোস্টগুলো বিশ্লেষণ করে আরো চমকপ্রদ তথ্য মিললো। দেখা গেল, ২০১৯ সালে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করা হয়েছে পেজ থেকে। কিন্তু সেই ছবি সম্বলিত পোস্টটি পাবলিশ করা হয়েছে গত ১০ ডিসেম্বর। অর্থাৎ, ফেসবুকের বিজনেস ম্যানেজার টুলস ব্যবহার করে ব্যাক ডেটে পোস্ট পাবলিশ করা হয়েছে পেজে। একই উপায় ব্যাকডেটে একাধিক পোস্ট করা হয়েছে। 

Screenshot collage: Rumor Scanner 

ফেসবু্কে নাফিসা নাওয়াল নামে এক ব্যক্তির পোস্ট (আর্কাইভ) থেকে জানা যাচ্ছে, পেজটি থেকে যে কয়েকটি ক্যারিয়ার মেলার ছবি পোস্ট করা হয়েছে, তার মধ্যে অন্তত দুইটি সংশ্লিষ্ট মেলার ছবিই নয়।  

Screenshot: Facebook 

সিলভারলাইন ইভেন্ট নামের তথাকথিত এই প্রতিষ্ঠানটি চার্লি পুথের কনসার্টের জন্য ২৮ ডিসেম্বর টিকেট ছাড়ার ঘোষণা দিয়ে একটি ওয়েবসাইটের ঠিকানা পোস্ট (আর্কাইভ) করে তাদের পেজে। 

Screenshot: Facebook

ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায়, ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকার আইসিসিবি এক্সপো জোনে কনসার্টটি আয়োজনের তথ্য উল্লেখ রয়েছে। কিন্তু ১০ ফেব্রুয়ারি শুক্রবার নয়, শনিবার। 

Screenshot: Silverline Events Website 

আমরা ঢাকার আইসিসিবি এক্সপো জোন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলেছি। তারা বলছেন, কথিত প্রতিষ্ঠানটি তাদের সাথে যোগাযোগ করেছিল তবে বুকিং কনফার্ম করেনি। অর্থাৎ, ভেণ্যু চূড়ান্ত না হওয়ার পরও ওয়েবসাইটে ভেণ্যু হিসেবে উক্ত স্থানের নাম উল্লেখ করা হয়েছে।

ওয়েবসাইটের একই পাতায় প্রতিষ্ঠানটির ঠিকানা লেখা রয়েছে, 73/74 Karim’s Icon, Asian Highway, Chattogram 4100। কিন্তু আমরা যাচাই করে দেখেছি, এই ঠিকানায় সিলভারলাইন ইভেন্ট নামে কোনো প্রতিষ্ঠানের অফিস নেই বরং ‘ডিএইচএল এক্সপ্রেস সার্ভিস পয়েন্ট’ নামে একটি কুরিয়ার ডেলিভারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

Screenshot collage: Rumor Scanner

কনসার্টে অংশ নেওয়ার জন্য মোট তিন ধরণের টিকেট বিক্রি করা হচ্ছে। সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকায় টিকেট ক্রয়ের সুযোগ রাখা হয়েছে। 

Screenshot: Silverline Events Website 

এই ওয়েবসাইটটির ডোমেইন রেজিষ্ট্রেশন করা হয়েছে গত ১২ ডিসেম্বর। 

অর্থাৎ, পেজটির নাম বদলের পরই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। 

আমাদের এ বিষয়ে অনুসন্ধান চলার মধ্যেই ২৮ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে সিলভারলাইন ইভেন্টের পেজ এবং টিকেট বিক্রির ওয়েবসাইটটিতে আর প্রবেশ করা যাচ্ছে না। 

তবে এর পূর্বেই অনেকেই টিকেট ক্রয় করে ফেলেছেন ওয়েবসাইট থেকে। 

Screenshot: Silverline Events Website 

চার্লি পুথের আসন্ন কনসার্টগুলোর বিষয়ে খোঁজ নিতে রিউমর স্ক্যানার টিম তার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখেছে, সেখানে এই মুহূর্তে আসন্ন কোনো কনসার্টের তারিখের বিষয়ে কোনো তথ্য নেই৷ 

চার্লি পুথ কনসার্টটির বিষয়ে অবগত কিনা এ বিষয়ে জানতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে আমরা চার্লি পুথের এজেন্ট ম্যাট এলামের সাথে কথা বলেছি। তিনি বলছিলেন, আমি নিশ্চিত নই কীভাবে এই সংবাদটির উৎপত্তি হলো। কিন্তু এটি সঠিক সংবাদ নয়। চার্লির বাংলাদেশে আসার কোনো সূচী নেই। 

চার্লি পুথের আরেক এজেন্ট ব্রেন্ট স্মিথ রিউমর স্ক্যানারকে বলছিলেন, চার্লি কিংবা তার মুখপাত্র কারো সাথেই কেউ এ বিষয়ে যোগাযোগ করেনি। তাদের এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার কোনো পরিকল্পনাও নেই। 

জনাব স্মিথ রিউমর স্ক্যানার টিমকে বলেছেন, তারা আলোচিত এই বিষয়টির বিস্তারিত জানতে আগ্রহী। তারা চান এই ভুল বোঝাবুঝির অবসান হোক। 

আলোচিত এই ঘটনার পেছনে কারা আছে সে বিষয়টিও যাচাই করার চেষ্টা করেছে রিউমর স্ক্যানার টিম। ফেসবুকে কিওয়ার্ড সার্চ করে আমরা অন্তত তিনটি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছি, যারা তাদের অ্যাকাউন্টের পরিচিতিতে সিলভারলাইন ইভেন্টে কাজ করেন বলে উল্লেখ করেছেন। তিনটি অ্যাকাউন্টের মধ্যে প্রথমটি এখন ডিএক্টিভ। পরের দুইটি লক অবস্থায় রয়েছে।  

Screenshot: Facebook

প্রথমজনের নাম রাফাত খান (Rafat Khan)। প্রোফাইল ছবিতে স্যুট টাই পরিহিত কথিত এই ব্যক্তি ঢাকায় থাকেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে আমরা যাচাই করে দেখেছি, প্রোফাইলের ছবিটি বিভিন্ন মাধ্যমের একাধিক অ্যাকাউন্টে (, ) রয়েছে। অর্থাৎ, ভুয়া ছবি ব্যবহার করে অ্যাকাউন্টটি চালু ছিল। 

Screenshot collage: Rumor Scanner

দ্বিতীয় ব্যক্তির (আর্কাইভ) নাম বৃষ্টি সূত্রধর পূজা। নিজেকে তিনি সিলভারলাইন ইভেন্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলে উল্লেখ করেছেন। এই অ্যাকাউন্টের বিষয়ে অনুসন্ধান করে কোনো তথ্য মেলেনি। সিলভারলাইনের কথিত এই কাস্টমার সার্ভিস প্রতিনিধি দেশের একাধিক সংবাদমাধ্যমের সাথে (, ) গত কয়েকদিনে কথা বললেও বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যে তার নাম্বারটি বর্তমানে বন্ধ পেয়েছে রিউমর স্ক্যানার টিম। 

তৃতীয় ব্যক্তি (আর্কাইভ) মাশা আহমেদ (Masha Ahmed)। ইনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বলে উল্লেখ করেছেন৷ তার প্রোফাইল লক থাকলেও লাইফ ইভেন্টের আপডেট বলছে, গত ১৪ ডিসেম্বর তিনি একটি তথ্য আপডেট করেন যাতে দেখা যাচ্ছে, তিনি ২০২২ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। মজার বিষয় হচ্ছে, এই ব্যক্তির প্রোফাইল পিকচার হিসেবে থাকা ছবিটিও কথিত রাফাত খানের মতো ইন্টারনেট থেকে সংগ্রহ করা। ইন্টারনেটের একাধিক মাধ্যমে থাকা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে (, ) এই ছবিটির অস্তিত্ব মিলেছে। 

Screenshot collage: Rumor Scanner 

অর্থাৎ, ভুয়া ছবি ব্যবহার করে এই অ্যাকাউন্টটিও চালু রয়েছে। 

জেফার রহমান এবং তানভীর ইভান এ বিষয়ে অবগত কিনা সেটিও জানার চেষ্টা করেছিলাম আমরা। জেফার দেশের একটি গণমাধ্যমকে বলেছেন, “এ রকম একটি প্রস্তাব আমি পেয়েছিলাম। তবে আমার প্রতিটা কনসার্টে কিছু বিষয় থাকে, সে বিষয়গুলোর ব্যাপারে আমি প্রতিষ্ঠানটি থেকে চেয়েছি। তবে তাঁদের সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি।” তানভীর ইভানের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম আমরা। তবে তার পক্ষ থেকে সাড়া মেলেনি।

মূলত, গত ২৫ ডিসেম্বর দেশের একাধিক গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সিলভারলাইন ইভেন্ট নামে কথিত একটি দেশীয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মার্কিন গায়ক চার্লি পুথকে ঢাকায় নিয়ে আসার ঘোষণা দিয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকার আইসিসিবি এক্সপো জোনে চার্লি পুথের কনসার্টটি আয়োজনের কথা জানানো হয় খবরে। তবে রিউমর স্ক্যানার টিম দীর্ঘ অনুসন্ধানে দেখেছে, সিলভারলাইন ইভেন্ট নামক প্রতিষ্ঠানটি একটি ভুয়া প্রতিষ্ঠান যারা ভিন্ন নামে থাকা একটি পেজের নাম বদলে সম্প্রতি এ সংক্রান্ত প্রচারণা এবং টিকেট বিক্রি শুরু করে। এ নিয়ে সমালোচনার মধ্যে পেজ এবং ওয়েবসাইটটি সরিয়ে নিয়েছে তারা৷ তাছাড়া, চার্লি পুথের পক্ষ থেকেও রিউমর স্ক্যানারকে জানানো হয়েছে, তার আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার কোনো পরিকল্পনা নেই৷ 

সুতরাং, মার্কিন গায়ক চার্লি পুথ বাংলাদেশ আসছে দাবি করে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে চার্লি পুথের তথাকথিত কনসার্টের টিকেট বিক্রি করেছে সিলভারলাইন নামে একটি ভুয়া প্রতিষ্ঠান; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

  • Statement from Brent Smith
  • Statement from ICCB Expo Zone Authority 
  • Statement from Matt Elam
  • Silverline Events: Website Analysis 
  • Rumor Scanner’s own investigation 

আরও পড়ুন

spot_img