সম্প্রতি, “ এই মাএ লক্ষীপুরে NCP সমাবেশে। আওয়ামী লীগ ও এলাকাবাসী হামলা করেছে।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের হামলার কোনো ঘটনা ঘটেনি বরং, এটি ২০২৪ সালে লক্ষীপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটিতে থাকা লোগোর সূত্র ধরে অনলাইন নিউজ পোর্টাল ‘Meghna News’ এর ফেসবুক পেজে ২০২৪ সালের ২ আগস্ট “লক্ষ্মীপুরে ‘শিক্ষার্থীদের’ বি-ক্ষো-ভ, ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া” ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১ মিনিট ২৪ সেকেন্ড অংশ থেকে ২ মিনিট ২৩ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে, কি ওয়ার্ড সার্চ করে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২ আগস্ট ‘লক্ষ্মীপুরে চেয়ারম্যানের উসকানিতে শিক্ষার্থীদের ধাওয়া করে পিটুনি | Lakshmipur | Quota | Dhaka Post’ শিরোনামে প্রচারিত ভিডিওর কিছু অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
একই ক্যাপশনে থাকা ঢাকা পোস্টের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২ আগস্ট (২০২৪) দুপুর ২টার দিকে তমিজ মার্কেট এলাকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর বাসার সামনে লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করে লাঠিসোঁটা দিয়ে কয়েকজন শিক্ষার্থীকে পিটিয়েছেন।
সেসময় অন্যান্য গণমাধ্যমও এবিষয়ে সংবাদ (১,২) প্রচার করে।
সুতরাং, ২০২৪ সালে লক্ষীপুরে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের ভিডিওকে সাম্প্রতিক সময়ে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের হামলার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Meghna News – Facebook Post
- Dhakapost – লক্ষ্মীপুরে চেয়ারম্যানের উসকানিতে শিক্ষার্থীদের ধাওয়া করে পিটুনি