অন্তত গত ২০ আগস্ট থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “মির্জা ফখরুলের আসনসহ ৩০০ আসনেই জয়ী হবে জামায়াত”।

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন আজকের পত্রিকা, চ্যানেল আই।
এরূপ দাবিতে গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এছাড়াও, আলোচিত দাবিতে সংবাদ প্রচার করে পরবর্তীতে তা সংশোধন করে নেওয়া গণমাধ্যম : ক্যাম্পাস টাইমস।

এছাড়া, গণমাধ্যম সূত্রে ফেসবুকের নানা অ্যাকাউন্ট ও পেজ থেকেও আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “মির্জা ফখরুলের আসনসহ ৩০০ আসনেই জয়ী হবে জামায়াত” শীর্ষক মন্তব্য করেননি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। প্রকৃতপক্ষে গত ২০ আগস্ট ঠাকুরগাঁওয়ে এক দলীয় সম্মেলনে মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতে ইসলামী সারাদেশের ৩০০ আসনেই প্রার্থী দিয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে আশা করি। এবং তিনি আরো বলেন, “ঠাকুরগাঁওয়ের ৩ টা আসনেই আমরা (জামায়াত) জিতবো।” উক্ত বক্তব্যকে বিকৃত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য দেলাওয়ার হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২০ আগস্টে ৪৪ মিনিট ১৭ সেকেন্ডের একটি লাইভ ভিডিও সম্প্রচার হতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “ঠাকুরগাঁওয়ে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম”। উক্ত পুরো ভিডিওটিতেই মাওলানা আবদুল হালিমকে বক্তব্য দিতে শোনা যায়। বক্তব্যের ৯:৪০ সেকেন্ডের পর আবদুল হালিমকে বলতে শোনা যায়, “জামায়াতে ইসলামী সারাদেশের ৩০০ আসনেই আমরা প্রার্থী দিয়েছি।” এরপর ২৫:২০ সেকেন্ড পরবর্তী সময়ে আবারও বলতে শোনা যায়, “৩০০ আসনে আমরা (বাংলাদেশ জামায়াতে ইসলামী) প্রার্থী দিয়েছি।” এছাড়াও, ২৬:১৬ সেকেন্ডের পর আবদুল হালিমকে বলতে শোনা যায়, “..এজন্য আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী এইদেশের মানুষের দোয়া, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে আশা করি। আপনারা মনে করেন না শুধু আমরা ঠাকুরগাঁওয়ে ১ আসন পাবো? ঠাকুরগাঁওয়ে ৩ টা আসনেই আমরা জিতবো।”
এছাড়াও বক্তব্যে তাকে জামায়াতের নেতাদের ওপর হওয়া নিপীড়ন, পিআর পদ্ধতি, ডাকসু নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলতে শোনা যায়। কিন্তু, কোথাও তাকে “মির্জা ফখরুলের আসনসহ ৩০০ আসনেই জয়ী হবে জামায়াত” এমন কথা বলতে শোনা যায়নি।
উক্ত ভিডিওটিতে মাওলানা আবদুল হালিমের পেছনে থাকা ব্যানারে থাকা লেখা থেকে জানা যায়, অনুষ্ঠানটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার কর্তৃক আয়োজিত “ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন ২০২৫”। উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে গত ২০ আগস্ট সকালে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির হিসেবে আবদুল হালিম উপস্থিত থাকার বিষয়ে জানা যায়।
উল্লেখ্য, নানা কোণ থেকে ধারণকৃত উক্ত অনুষ্ঠানে মাওলানা আব্দুল হালিমের উপরোল্লিখিত দীর্ঘ বক্তব্যের নানা খন্ডাংশ বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকেও পোস্ট হতে দেখা যায়। তবে কোথাও তাকে আলোচিত কথাগুলো বলতে শোনা যায়নি।
এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও সম্প্রতি তার এরূপ কোনো বক্তব্য দেওয়ার সপক্ষে কোনো ভিডিও প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, মূলধারার গণমাধ্যম ‘চ্যানেল আই’ উক্ত অনুষ্ঠানে মাওলানা আবদুল হালিমের একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে দাবি করে, “৩০০ আসনেই জামায়াত ইসলামী জয় লাভ করবে: মাওলানা আব্দুল হালিম”। কিন্তু চ্যানেল আইয়ের উক্ত ভিডিওটিতেও মাওলানা আবদুল হালিমকে এরূপ কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
উল্লিখিত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে, “মির্জা ফখরুলের আসনসহ ৩০০ আসনেই জয়ী হবে জামায়াত” শীর্ষক উক্ত মন্তব্যটি করেননি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
সুতরাং, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “মির্জা ফখরুলের আসনসহ ৩০০ আসনেই জয়ী হবে জামায়াত” শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Delawar Hosen – Facebook Post
- MD Islam – Facebook Post
- Rumor Scanner’s analysis