এমপির বাড়ি থেকে ৪৬৬ কোটি টাকা উদ্ধারের ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের

সম্প্রতি, এমপির বাড়ি থেকে ৪৬৬ কোটি টাকা উদ্ধারের একটি সংবাদ বাংলাদেশের দাবিতে মূলধারার গণমাধ্যম কালবেলা’র ফটোকার্ড যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

এমপির বাড়ি

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এমপির বাড়ি থেকে ৪৬৬ কোটি টাকা উদ্ধারের ঘটনাটি বাংলাদেশের নয় বরং ঘটনাটি ভারতের। ভারতের ঝাড়খণ্ডের কংগ্রেস রাজ্যসভার এমপি ধীরাজ প্রসাদ সাহু’র বাড়ি থেকে এই টাকা উদ্ধার করা হয়।

অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টগুলোতে ব্যবহৃত কালবেলা’র ফটোকার্ডের সূত্র ধরে ম্যানুয়ালি অনুসন্ধানের মাধ্যমে গণমাধ্যমটির ফেসবুক পেজে এসম্পর্কিত একটি ফটোকার্ড (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot : Kalbela Facebook

কালবেলার উক্ত ফটোকার্ডটি নিয়ে প্রচারিত পোস্টটির কমেন্টে উল্লেখিত এসম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। কালবেলা’র ওয়েবসাইটে ‘এমপির বাড়ি থেকে উদ্ধার ৪৬৬ কোটি টাকা!’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এমপির বাড়ি থেকে ৪৬৬ কোটি টাকা উদ্ধারের উক্ত ঘটনাটি ভারতের। 

প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বরাতে জানানো হয়, কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য ধীরজ প্রসাদ সাহু’র বাড়িতে অভিযান চালিয়ে ৩৫৩ দশমিক ৫ কোটি রুপি উদ্ধার করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬৬ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার টাকা।

প্রতিবেদনটি’র শিরোনামে ঘটনাটির স্থান উল্লেখ করা না হলেও প্রতিবেদনের বিস্তারিত অংশে এটি ভারতের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি যথাযথ যাচাই না করে শুধুমাত্র শিরোনামটি কপি-পেস্ট করে ফেসবুকে প্রচার করছেন। ফলে ঘটনাটি ভারতের হলেও ভারত শব্দটি উল্লেখ না করে বাংলাদেশে প্রচার করায় ঘটনাটি বাংলাদেশের ভেবে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

Screenshot Collage : Rumor Scanner

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র ওয়েবসাইটে গত ১১ ডিসেম্বর ‘Rs 350 Crore, 176 Bags Full, 25 Machines: Day 5 Of Congress MP’s Cash Haul’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের ঝাড়খণ্ডের কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ প্রসাদ সাহু’র বাড়িতে অভিযান চালিয়ে ৩৫৩ দশমিক ৫ কোটি রুপি উদ্ধার করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬৬ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার টাকার সমান।

অর্থাৎ, এমপির বাড়ি থেকে ৪৬৬ কোটি টাকা উদ্ধারের ঘটনাটি বাংলাদেশের নয়। তবে এসম্পর্কিত খবরের শিরোনামে স্থানের নাম উল্লেখ না করায় ঘটনাটি বাংলাদেশের ভেবে নেটিজেনরা বিভ্রান্ত হয়েছেন।

মূলত, সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডের কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ প্রসাদ সাহু’র বাড়িতে অভিযান  চালিয়ে ৩৫৩ দশমিক ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬৬ কোটি টাকা) উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত বিষয়ে বাংলাদেশের গণমাধ্যম কালবেলায় প্রকাশিত প্রতিবেদনের শিরোনামে ঘটনাটির স্থানের নাম উল্লেখ না করে সংবাদ প্রচার করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিষয়টি বাংলাদেশের ঘটনা মনে করে ফেসবুকে প্রচার করেন।

উল্লেখ্য, পূর্বেও ভারতের একাধিক ঘটনা বাংলাদেশের দাবিতে প্রচারিত হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, ভারতে এমপির বাড়ি থেকে ৪৬৬ কোটি টাকা উদ্ধারের ঘটনাটি বাংলাদেশে স্থানের নাম উল্লেখ না করে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img