ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, নোয়াখালীতে ১৪৪ ধারা জারি শীর্ষক শিরোনাম এবং থাম্বনেইলে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।

ঝাড়ু

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৭১ হাজার বার। ভিডিওটিতে প্রায় ৩ হাজার একশত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওগুলো ভিন্ন ঘটনার এবং নোয়াখালীতে ১৪৪ ধারা জারি হওয়ার দাবিটিও মিথ্যা। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিও যাচাই ০১

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ৮ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটির শুরুতে দেশিয় বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি এর একটি সংবাদ প্রতিবেদন লক্ষ্য করা যায়।

Screenshot: Youtube

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি ইলেকট্রনিক মিডিয়া DBC News এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১২ অক্টোবর “নারীদের ঝাড়ু মিছিল” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

ভিডিও থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার অভিযোগে সুনামগঞ্জের শান্তিগর উপজেলার সাধারণ সম্পাদক আতাউর রহমানের বিরুদ্ধে স্থানীয় নারীরা ঝাড়ু মিছিল করে।

ভিডিও যাচাই ০২

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ অনুসন্ধান করে, মো: জাহাঙ্গীর আলম নামক এক ফেসবুক অ্যাকাউন্টে গত ১৫ জানুয়ারি প্রকাশিত পোস্ট খুঁজে পাওয়া যায়।

প্রকাশিত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

ভিডিওটির আসল প্রেক্ষাপট সম্পর্কে জানা না গেলেও এটা নিশ্চিত যে এটি ২০২৩ সালের জানুয়ারি মাসেও ইন্টারনেটে প্রচারিত হয়েছে এবং এর সাথে সাম্প্রতিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই।

নোয়াখালীতে ১৪৪ ধারা জারি হওয়ার বিষয়ে অনুসন্ধানে পূর্বে একাধিক সংবাদ (,,,) দেশের বিভিন্ন গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়।

এছাড়া সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হওয়া এবং নোয়াখালীতে ১৪৪ ধারা জারি হওয়ার প্রেক্ষিতে দেশিয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো গ্রহণযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবিতে বিএনপি- জামায়াতসহ আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে। এই আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্যের প্রচার হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হওয়া এবং নোয়াখালীতে ১৪৪ ধারা জারি হয়েছে দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়নি এবং সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে ১৪৪ ধারাও জারি হয়নি। প্রকৃতপক্ষে, ২০২২ সালে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার অভিযোগে সুনামগঞ্জের শান্তিগর উপজেলার সাধারণ সম্পাদক আতাউর রহমানের বিরুদ্ধে স্থানীয় নারীরা ঝাড়ু মিছিল করে এবং ওবায়দুল কাদেরের সমালোচনা করে দেওয়া এক নারীর বক্তব্য একত্রে যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে এবং নোয়াখালীতে ১৪৪ ধারা জারি হওয়ার দাবিটিও দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img