৭ জানুয়ারি নির্বাচন না হওয়ার কোনো ঘোষণা দেয়নি ইইউ 

সম্প্রতি, “ জানুয়ারি নির্বাচন হবে না বলল ইইউ হাসিনাকে মারার পরিকল্পনা ফাঁস” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

ভিডিওটিতে দাবি করা হচ্ছে, আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না শীর্ষক ঘোষণা দিয়েছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার পরিকল্পনা ফাঁস হয়েছে। 

নির্বাচন

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না শীর্ষক কোনো ঘোষণা ইইউ দেয়নি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার কোনো পরিকল্পনাও ফাঁস হয়নি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও  এবং ছবি যুক্ত করে সম্পাদনার মাধ্যমে তৈরি একটি ভিডিও প্রতিবেদন যেখানে ভিডিওটির শুরুতেই একটি সংবাদ প্রতিবেদনের খণ্ডাংশ এবং কয়েকটি পুরনো ঘটনার ভিডিও ক্লিপ দেখানো হয়। পরবর্তীতে ভিডিওটিতে আলোচিত দাবিটি প্রসঙ্গে কয়েকটি ভিডিও দেখানো হয়। 

ভিডিওটি’র সংবাদপাঠ অংশে বলা হয়, “ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে শেখ হাসিনা কারন তাকে হত্যার জন্য গণভবনে বোমা হামলা করে হত্যার পরিকল্পনা করা হয়েছে এবং সেই পরিকল্পনা ফাঁস হয়েছে অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে দেখেছে এরকম একজন রাজ সাক্ষী সেও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত শেখ হাসিনার পরিনতিও এরকম হবে। সেও হত্যার শিকার হতে যাচ্ছে…।”

সংবাদপাঠ অংশে থাকা বিষয়গুলো নিয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটি’র সত্যতা পাওয়া যায়নি।

পরবর্তীতে উক্ত ভিডিওটিতে দেখানো ভিন্ন ভিন্ন ভিডিও ক্লিপের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।

ভিডিও যাচাই – ০১

আলোচিত ভিডিওতে থাকা প্রথম ভিডিওটির লোগোর সূত্র ধরে অনুসন্ধানে ‘My24bd’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৫ সেপ্টেম্বর “কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি’র বিক্ষোভে পুলিশের বাধা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশ আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison : Rumor Scanner 

ভিডিওটির বিস্তারিত বর্ণনা থেকে জানা যায়, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও নারায়ণগঞ্জে যুবদল কর্মী নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হলে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। পরে রহমান মেনসন থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি বাধার মুখে পড়ে নেতাকর্মীরা।

ভিডিও যাচাই – ০২

দ্বিতীয় ভিডিওটির অনুসন্ধানে ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে কিওয়ার্ড সার্চের মাধ্যমে Peaceful tv নামক ফেসবুক পেজে গত ১৭ নভেম্বর “শেখ মুজিব কিসের বঙ্গবন্ধু_কিসের জাতির পিতা_সে একটা গাদ্দার ছিলো” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশ আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison : Rumor Scanner

ভিডিওটিতে পেজটির উপস্থাপক মোঃ মোস্তফা কামাল নামক এক ব্যক্তির সাক্ষাৎকার নেয়। উক্ত সাক্ষাৎকারে উল্লেখিত ব্যক্তি নিজের মত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করেন। 

ভিডিও যাচাই – ০৩ 

আলোচিত ভিডিওটিতে সর্বশেষ এটিএন নিউজের একটি সংবাদ প্রতিবেদন দেখানো হয়। উক্ত প্রতিবেদনের অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে গত ২৮ ডিসেম্বর “হঠাৎ বিএনপি-আওয়ামী লীগের সঙ্গে ইইউ’র বৈঠক। EU Meeting। BNP। Awami league । BD Politics । Election” শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটি প্রতিবেদনের শুরুর কয়েক সেকেন্ড অংশটুকু বাদ দিয়ে পরবর্তী একটি অংশ আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison : Rumor Scanner

উক্ত প্রতিবেদনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে বলা হয়৷ 

এছাড়া, একটি দেশের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পরবর্তীতে যদি তা না হওয়ার কোনো ঘোষণা দেওয়া হয় এবং একটি দেশের সরকার প্রধানকে মারার কোন পরিকল্পনা ফাঁস হয় তাহলে সে বিষয়গুলো নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ হবে। তবে, রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান করে আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে না শীর্ষক কোন ঘোষণা ইইউ দিয়েছেন কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার পরিকল্পনা ফাঁস সংক্রান্ত কোনো সংবাদ পায়নি। এতে প্রতীয়মান হয় যে প্রচারিত দাবিগুলো মিথ্যা। 

মূলত, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দফায় দফায় কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করার ঘোষণা দেয় দলটি। এরই মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির সাথে আলাদা আলাদা বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন – বিশেষজ্ঞ প্রতিনিধি দল। উক্ত বৈঠকে আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দলগুলো। এরই প্রেক্ষিতে “জানুয়ারি নির্বাচন হবে না বলল ইইউ হাসিনাকে মারার পরিকল্পনা ফাঁস” শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাবার আশায় ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি পুরোনো ভিডিও ক্লিপ ও ছবি যুক্ত করে তাতে চটকদার শিরোনাম ও একাধিক ছবি ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে। এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে বিষয়টির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য,আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষনে এই ঘোষণা দেন তিনি।

সুতরাং, ইইউ আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে না শীর্ষক ঘোষণা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার পরিকল্পনা ফাঁস শীর্ষক তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে ; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img