Home Blog Page 522

ভিডিওর এই নারী তানজিন তিশা নন, ডিপফেকের শিকার অভিনেত্রী 

সম্প্রতি, এক নারীর পোশাক খোলার একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। 

ভিডিওটি গত ২৫ নভেম্বর (২০২৩) কষ্টের দোকান নামে একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করে বলা হচ্ছে, “কে কে বাকি আছো যে এখনো লিংক পাওনি”। ক্যাপশনে ‘তানজিন তিশা’ লেখা এই ভিডিওটি এখন অবধি প্রায় ৮৯ হাজার বার দেখা হয়েছে।  

তানজিনা তিশা

এছাড়া, পরদিন (২৬ নভেম্বর) ভাইরাল ভিডিও নামে আরেকটি পেজ থেকেও ভিডিওটি শেয়ার করা হয় যা এখন অবধি ৭৫ হাজারের অধিক বার দেখা হয়েছে। 

ফেসবুকের এ সংক্রান্ত ভিডিওগুলো দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷ 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটিতে যে নারীকে দেখা যাচ্ছে তিনি তানজিন তিশা নয় বরং একটি পর্ণ সাইট থেকে সংগৃহীত ভিন্ন এক নারীর নগ্ন ভিডিওতে উক্ত নারীর মুখের স্থলে তানজিন তিশার মুখ ডিপফেক প্রযুক্তির সহায়তায় বসিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চসহ একাধিক সার্চ টুল ব্যবহারের পর আমরা একটি পর্ণ ওয়েবসাইটে এ সংক্রান্ত মূল ভিডিওটির সন্ধান পেয়েছি (সঙ্গত কারণে লিংক সংযুক্ত করা হয়নি)। ভিডিওতে যে নারীকে পোশাক খুলতে দেখা যাচ্ছিল তার চেহারার সাথে আলোচিত ভিডিওটির নারীর চেহারার মিল খুঁজে পাওয়া যায়নি। তবে ভিডিওটি পর্যবেক্ষণ করে উক্ত নারীর পেছনের দেয়াল, ছাদের রংসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়বস্তুর সাথে তানজিন তিশার ভিডিও দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner 

মূলত, ২০২৩ সালের অন্তত নভেম্বর থেকে ইন্টারনেটে এক নারীর পোশাক খোলার ভিডিও প্রচার করে সেটিকে তানজিন তিশার ভিডিও বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি দেখে তিশার চেহারার সাথে উক্ত ভিডিওর নারীর চেহারার দৃশ্যমান মিল পরিলক্ষিত হওয়ায় এটিকে তিশার ভিডিও বলেই ভেবে নিচ্ছেন নেটিজেনরা। তবে রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে জেনেছে, এই নারী তানজিন তিশা নয়৷ প্রকৃতপক্ষে, পর্ণ সাইট থেকে সংগৃহীত ভিন্ন এক নারীর নগ্ন ভিডিওতে উক্ত নারীর মুখের স্থলে তানজিন তিশার মুখ ডিপফেক প্রযুক্তির সহায়তায় বসিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, পর্ণ সাইট থেকে সংগৃহীত ভিন্ন এক নারীর আপত্তিকর ভিডিওতে তানজিন তিশার মুখ ডিপফেক প্রযুক্তির সহায়তায় বসিয়ে ভিডিওটি তানজিন তিশার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিকৃত।

তথ্যসূত্র

  • Main Source: Hidden (adult purpose)
  • Rumor Scanner’s own analysis 

জি এম কাদের ও জাতীয় পার্টির নেতাদের গ্রেফতারের গুজব

সম্প্রতি, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের এবং দলটির কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে দাবিতে কয়েকটি ভিন্ন ভিন্ন ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

জিএম কাদের

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

সমজাতীয় দাবিতে ইউটিউবে প্রচারিত কয়েকটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এ বিষয়ে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ লাখ ৮৪ হাজার বার। ভিডিওটিতে প্রায় ৮ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ১ হাজার ৭ শত বার। তাছাড়া ভিডিওটি’র মন্তব্যঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে তাদের মতামত জানাতে দেখা গেছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের এবং দলটি’র নেতাদের গ্রেফতার হওয়ার দাবিটি সঠিক নয় এবং দলটি’র পক্ষ থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় বা সম্মিলিতভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়নি বরং চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত ভিডিওগুলো প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওগুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওগুলোর শিরোনাম এবং থাম্বনেইলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং দলটি’র নেতাদের গ্রেফতার হওয়ার দাবি উল্লেখ করা হলেও ভিডিওগুলোর বিস্তারিত অংশে তাদের গ্রেফতার সম্পর্কিত কোনো দৃশ্য কিংবা উক্ত দাবির পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি।

কিওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ২৪’ এর ইউটিউব চ্যানেলে আজ ০৩ জানুয়ারি ‘নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত খোলাসা করলেন জিএম কাদের’ শীর্ষক শিরোনামে জিএম কাদেরের সাক্ষাতকার নিয়ে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: NEWS24

উক্ত ভিডিওটিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলটি’র কৌশলগত অবস্থানের বিষয়ে কথা বলতে দেখা যায়।

এছাড়াও, মূলধারার গণমাধ্যম যুগান্তর এর অনলাইন সংস্করণে ‘ভোটাররা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে ভুগছেন: জিএম কাদের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Jugantor 

উক্ত প্রতিবেদনে প্রকাশিত তথ্য থেকে জিএম কাদেরের আজকে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া যায়। আজ (০৩ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা রংপুর-৩ আসনের বুড়িরহাট রোডে গণসংযোগ শেষে সাংবাদিকদের জিএম কাদের বলেন, আমাদের ভোটাররা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে ভুগছেন। তাদের আশঙ্কাও উড়িয়ে দেওয়ার মতো না। অতীতে নির্বাচন ভালো হয়নি, এবার সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এখনো কিছু বলা যাচ্ছে না পরিবেশ কেমন থাকে।

তবে, ইতোমধ্যে জাতীয় পার্টির কয়েকজন প্রার্থী বিভিন্ন কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবর গণমাধ্যমে এলেও এখন পর্যন্ত গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে তাদের মধ্যে কাউকে গ্রেফতারের দাবির সত্যতা পাওয়া যায়নি।

মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। পরবর্তীতে বিভিন্ন কারণে দলটির কয়েকটি আসনের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে জাতীয় পার্টির বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য ইন্টারনেটে প্রচার হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জি এম কাদের এবং দলটির কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে দাবিতে কয়েকটি ভিন্ন ভিন্ন ভিডিও প্রচার করা হয়।  তবে অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে এখন পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কিংবা দলটির অন্য কোনো নেতা গ্রেফতার হননি।

উল্লেখ্য, পূর্বেও জাতীয় পার্টি এবং দলটির চেয়ারম্যান জি এম কাদেরকে নিয়ে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং দলটির কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

ওবায়দুল কাদেরের পা ধরেননি মাহিয়া মাহি, এটি সিনেমার শুটিংয়ের দৃশ্য

সম্প্রতি, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের দলীর প্রার্থী হওয়ার জন্য দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পা ধরে কান্না করেছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

পা ধরেননি মাহিয়া মাহি

ফেসবুকে প্রচার করা এই সংক্রান্ত একটি ভিডিওই এখন অবধি ২২ লক্ষাধিক মানুষ দেখেছেন, শেয়ার করেছেন প্রায় ২৮০০ মানুষ। 

এটিসহ একই ভিডিও ফেসবুকের আরো কিছু পোস্টে দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

আমরা ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখেছি, মাহি কর্তৃক পা ধরার দৃশ্যটির পর প্রবাসী ভাইরাল তারকা সেফাত উল্লাহ ওরফে সেফুদা এ বিষয়ে বিষোদগার করছেন।  

এরই সূত্র ধরে সেফুদার ইউটিউব চ্যানেলে গত ০৩ ডিসেম্বর প্রকাশিত এ সংক্রান্ত দাবির মূল ভিডিওটি পাওয়া গেছে। দেখুন এখানে (আর্কাইভ)। 

একই ভিডিও ইউটিউবের আরেক চ্যানেলে দেখুন এখানে (আর্কাইভ)। 

একই ভিডিও টিকটকের একটি অ্যাকাউন্টেও প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার টিম যেখানে এখন অবধি ১৭ লক্ষাধিক বার দেখা হয়েছে।

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)৷ 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাহিয়া মাহি ওবায়দুল কাদেরের পা ধরে কান্না করেননি এবং আলোচিত দৃশ্যে থাকা ব্যক্তিটি ওবায়দুল কাদেরও নন বরং আনন্দ অশ্রু নামে একটি সিনেমার শুটিংয়ে অভিনেতা শহীদুজ্জামান সেলিমের পা ধরে মাহির কান্নার এই দৃশ্যকে মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে।

এই ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে Quarter BD নামের একটি চ্যানেলে ২০১৯ সালের ০৯ জুলাই প্রকাশিত এ সংক্রান্ত ভিডিওটির সন্ধান মিলেছে৷ 

পূর্ণ ফ্রেমের এই ভিডিওটিতে মাহি এবং ওবায়দুল কাদের দাবিকৃত ব্যক্তিকে একই দৃশ্যে দেখা যায়। এই ভিডিওটি পূর্ণ ফ্রেমের হওয়ায় এখানে উক্ত ব্যক্তির চেহারা দেখা যাচ্ছিল। তিনি ওবায়দুল কাদের নন, ছিলেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। দৃশ্যটির ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যক্তিকে কাট শীর্ষক শব্দ উচ্চারণ করতে শোনা যায়, যা শুটিংয়ের একটি পরিচিত শব্দ। 

Screenshot comparison: Rumor Scanner 

আরো অনুসন্ধান করে সে বছরের ০৬ ডিসেম্বর নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে আনন্দ অশ্রু নামক একটি সিনেমার শুটিংয়ে বিষয়ে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। যাতে সিনেমার নায়িকা মাহিয়া মাহিকে সাক্ষাৎকার দিতে দেখা যায়। এই সাক্ষাৎকার দেওয়ার সময় মাহির পরনে থাকা পোশাকের সাথে আলোচিত ভিডিওতে মাহির পরনে থাকা পোশাকের হুবহু মিল পরিলক্ষিত হয়৷ 

Screenshot comparison: Rumor Scanner 

গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ নামক একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও শহীদুজ্জামান সেলিম। ২০১৯ সালের শুরুর দিকে এই সিনেমার শুটিং শুরু হয়ে শেষ হয় পরের বছরের জানুয়ারিতে। 

অর্থাৎ, মাহি ওবায়দুল কাদেরের পা ধরেছেন শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি সিনেমার শুটিংয়ের দৃশ্য।

তাছাড়া, ২০১৯ সালে যখন এই শুটিং হয় সেসময় মাহি রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন না। বিডিনিউজ২৪ বলছে, ২০২২ সালের অক্টোবরে রাজনীতিতে নাম লেখান মাহি। সে সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সংগঠনটির রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পান তিনি৷

মূলত, ২০১৯ সালে চিত্রনায়িকা মাহিয়া মাহি একটি সিনেমার শুটিংয়ে দৃশ্যে অভিনেতা শহীদুজ্জামান সেলিমের পা ধরেন। উক্ত শুটিংয়ের দৃশ্যকে সম্প্রতি আংশিক ফ্রেমের মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে মাহি কর্তৃক ওবায়দুল কাদেরের পা ধরে কান্না করার দৃশ্য এটি। অথচ, মাহি ২০১৯ সালে রাজনীতিতেই যুক্ত ছিলেন না। 

সুতরাং, সিনেমার শুটিংয়ে দৃশ্যে মাহিয়া মাহি কর্তৃক অভিনেতা শহীদুজ্জামান সেলিমের পা ধরার ঘটনাকে মাহির ওবায়দুল কাদেরের পা ধরে কান্না করার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।  

তথ্যসূত্র

২০২৩ সালে ১৯১৫টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার 

0

সদ্য বিদায়ী বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত ১৯১৫টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার।

২০২৩

রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত ফ্যাক্টচেক থেকে গণনাকৃত এই সংখ্যার মধ্যে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি (৫৯৭) ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যা মোট ভুল তথ্যের ৩১ শতাংশ। ২০২২ সালে রাজনৈতিক বিষয়ে ছড়িয়ে পড়া ২৪৮টি ভুল তথ্য শনাক্ত করেছিল রিউমর স্ক্যানার। এ বছর প্রথম নয় মাসেই এ সংখ্যা ছাড়িয়ে গেছে।

রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণ বলছে, ২০২৩ সাল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী বছর হওয়ায় এই সময়ে ইন্টারনেটে রাজনৈতিক বিষয়ক ভুল তথ্য প্রচারের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে জড়িয়ে গেল বছরে ৩২০টি ভুল তথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার। নির্বাচন সামনে রেখে বিদেশি গণমাধ্যম, রাষ্ট্র, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা এবং তাদের নেতৃত্বকে উদ্ধৃত করে বা জড়িয়ে ভুয়া মন্তব্য বা তথ্য প্রচারের প্রবণতা লক্ষ্য করেছে রিউমর স্ক্যানার, যার সংখ্যা ৪৯টি। এছাড়া, যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা ও ভিসা বাতিল সংক্রান্ত ৩৫টি, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ৩০টি এবং রাজনৈতিক নেতাদের বক্তব্য বিকৃত করে ৩২টি ভুল তথ্য প্রচার করতে দেখা গেছে। 

রাজনৈতিক বিষয়ের বাইরে গেল বছরে আন্তর্জাতিক বিষয়ে ৩৫৯টি, খেলার বিষয়ে ২২৩টি, জাতীয় বিষয়ে ১৭১টি, ধর্মীয় বিষয়ে ১৪২টি, শিক্ষা বিষয়ে ১০৭টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে ৭৯টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ৬৫টি, আর্থিক প্রতারণা বিষয়ে ৫৫টি, স্বাস্থ্য বিষয়ে ২৯ টি এবং অন্যান্য বিষয়ে ৮৮টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। 

রিউমর স্ক্যানার টিমের পর্যবেক্ষণে দেখা গেছে, বিদায়ী বছরে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে সর্বোচ্চ সংখ্যক (১২১টি) ভুল তথ্য প্রচার করা হয়েছে, যা মোট রাজনৈতিক ভুল তথ্যের ২০ শতাংশ। এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে ৩১টি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে ৩০টি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিষয়ে ২৯টি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিষয়ে ২৩টি, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে নিয়ে ১৭ টি, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিষয়ে ১৬টি, বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে জড়িয়ে ১৪টি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে জড়িয়ে ছড়ানো ০৩টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।

এর বাইরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে জড়িয়ে ১৯টি এবং কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিষয়ে ২০টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। তাছাড়া, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে ১২টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। 

গুজবের রোষানল থেকে রক্ষা পায়নি রাষ্ট্রীয় বাহিনীগুলোও। গেল বছর বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ৬৪টি এবং বাংলাদেশ পুলিশের বিষয়ে ছড়ানো ৩৮টি গুজব শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।

বিদায়ী বছরের ২৮ অক্টোবর ঢাকায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সমাবেশকে ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ৪০ টি ভুল তথ্য (লিঙ্ক) শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এর মধ্যে ২৮ অক্টোবর একদিনেই ১২টি ভুল তথ্য শনাক্ত করে রিউমর স্ক্যানার। গেল বছরে কোনো ঘটনায় একদিনে এটিই ছিল সর্বোচ্চ ভুল তথ্য ছড়ানোর সংখ্যা।

প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশের নতুন জাতীয় শিক্ষাক্রমকে ঘিরে ২০২৩ সালে দেশের শিক্ষাক্রম ছিল আলোচনার অন্যতম বিষয়বস্তু। গেল বছর নতুন শিক্ষাক্রম নিয়ে ইন্টারনেটে ছড়ানো ০৭টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এর স্বীকৃতিস্বরূপ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান লিডসউইন লিমিটেডের পক্ষ থেকে পজেটিভ ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেয়েছে (লিঙ্ক) রিউমর স্ক্যানার।

গেল বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা করলে দেশ দুইটির মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত নতুন মাত্রা পায়, শুরু হয় হামলা পাল্টা হামলা৷ এ সময় উক্ত ঘটনার বিষয়ে ছড়িয়ে পড়া ৫৯টি ভুল তথ্য (লিঙ্ক) শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। ২০২৩ সালে একক কোনো ঘটনায় এটিই সর্বোচ্চ ভুল তথ্য শনাক্তের সংখ্যা। 

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হয় ছেলেদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এই ক্রিকেট মহাযজ্ঞকে কেন্দ্র করে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ৫২টি ভুল তথ্য (লিঙ্ক) শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। গত বছরে একক কোনো ঘটনায় এটি দ্বিতীয় সর্বোচ্চ ভুল তথ্য শনাক্তের সংখ্যা। 

এছাড়া, বিদায়ী বছরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত তুরস্ক ও সিরিয়ায় একাধিক ভূমিকম্পের ঘটনায় ইন্টারনেটে ছড়িয়ে পড়া ৩৬টি ভুল তথ্য (লিঙ্ক) শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। 

২০২৩ সালে গণমাধ্যমের নাম, লোগো, শিরোনাম এবং নকল ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ১৪৫টি ভুল তথ্য (নকল ও ভুয়া ফটোকার্ড ১০৫টি, গণমাধ্যমের নাম ও লোগো ব্যবহারে ২০টি, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের শিরোনাম এডিট করে ভিন্ন শিরোনাম যুক্ত করে প্রচার ২০টি) প্রচার করা হয়েছে। এই পদ্ধতিগুলো ব্যবহার করে ভুল তথ্য প্রচারে জাতীয় গণমাধ্যম ‘প্রথম আলো’র নাম সবচেয়ে বেশি (৪০) ব্যবহার করা হয়েছে, যা শতকরা হিসেবে প্রায় ২৮ শতাংশ। ‘প্রথম আলো’র পরই আরেক জাতীয় গণমাধ্যম কালবেলা’র নাম বেশি (২৭) ব্যবহার করা হয়েছে, যা শতকরা হিসেবে প্রায় ১৯ শতাংশ।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন বিষয়ক সকল ভুল তথ্যের যাচাই প্রতিবেদনসহ ডায়নামিক ইনফোগ্রাফিকের সাহায্যে এ সংক্রান্ত আনুষঙ্গিক নানান তথ্য নিয়ে আগামী ৫ জানুয়ারি বিশেষ একটি ওয়েবসাইট প্রকাশ করতে যাচ্ছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার একটি ফ্যাক্ট-চেকিং বা তথ্য-যাচাইয়ের উদ্যোগ যার প্রধান লক্ষ্য দেশের চলমান গুজব ও ভুয়া খবর নির্মূল করা এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। ২০২০ সালের ১৭ মার্চ যাত্রা শুরুর পর পরের বছরের (২০২১) ২৮ জুলাই আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) এর সদস্যপদ লাভ করে রিউমর স্ক্যানার।

বার্তা প্রেরক
মোঃ ছাকিউজ্জামান
সহ-প্রতিষ্ঠাতা 
[email protected]

তিন মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা এবং জাতীয় পার্টির নির্বাচন বর্জন ও জিএম কাদেরের বিএনপিতে যোগদান করার গুজব

সম্প্রতি, ‘লাস্ট মুহূর্তে নির্বাচন বর্জন করলো জাতীয় পার্টি, ৩ মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করলো সিইসি, বিএনপিতে যোগ দিলেন জিএম কাদের’ শীর্ষক থাম্বনেইল যুক্ত একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।

নির্বাচন স্থগিত

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জাতীয় পার্টি নির্বাচন বর্জন করেনি এবং জিএম কাদেরও বিএনপিতে যোগদান করেননি। এছাড়াও তিন মাসের জন্যে সিইসির নির্বাচন স্থগিত ঘোষণা করার মতো কোনো ঘটনা ঘটেনি। বরং, অধিক ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায় ভিডিওটির ‍উপস্থাপক, ‘নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে আবারও পল্টি নিল জাতীয় পার্টি। অবশেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টির অনেক প্রার্থীরা এখন নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন। যদি এভাবেই তারা সরে যেতে থাকে তাহলে তো আর নির্বাচনে যাওয়া সম্ভব নয়। তাই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিলেন জিএম কাদের। তিনি কি বলেছেন আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখাবো। সেই সঙ্গে তিন মাসের জন্যে স্থগিত করা হচ্ছে নির্বাচন। যা বললেন নির্বাচন কমিশনার।’ শীর্ষক মন্তব্য করে দর্শকদের উদ্দেশ্যে দুটি ভিডিও দেখান। যার সাথে আলোচিত দাবির কোনো মিল নেই। 

ভিডিও যাচাই ১

আলোচিত ভিডিওটির শুরুতে দেখানো ভিডিওটি অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে DESH TV News এর ইউটিউব চ্যানেলে গত ১ জানুয়ারি শেষ পর্যন্ত নির্বাচনে থাকব কি না সময়ই বলে দেবে: জিএম কাদের | GM Quader | Election 2024 | Desh TV শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির প্রথম ভিডিওর সাথে উক্ত ভিডিওর মিল রয়েছে। তবে আলোচিত ভিডিওটি মিরর করে প্রচার  করা হয়েছে।

Video Comparison by Rumor Scannar

তবে, আলোচিত ভিডিওর উপস্থাপকের ‘অবশেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টির অনেক প্রার্থীরা এখন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। যদি এভাবেই তারা সরে যেতে থাকে তাহলে তো আর নির্বাচনে যাওয়া সম্ভব নয়।’ শীর্ষক দাবির একদম ভিন্ন বক্তব্য দিতে দেখা যায় জিএম কাদেরকে। তিনি বলেন, অনেকেই নানা সময় শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকেন না। তবে এবছর এটা বেশি হাইলাইট করা হয়েছে।’ এছাড়াও তিনি জানান, যারা নির্বাচন করতে চান না, তাদের তিনি জোর করে করাবেন না। কিন্তু এভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানো তাদের রাজনৈতিক জীবনে কলংক হয়ে থাকবে। জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘সেটা নির্বাচন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা এখন বলতে পারছি না।’

ভিডিওটির কোথাও জাতীয় পার্টির নির্বাচন বর্জন কর কিংবা জিএম কাদের-এর বিএনপিতে যোগদান করার বিষয়ে তাকে কোনো কথা বলতে শোনা যায়নি।

ভিডিও যাচাই ২

দ্বিতীয় ভিডিওটি অনুসন্ধানে ভিডিওতে থাকা বাংলাভিশনের লোগোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এর ইউটিউব চ্যানেল BVNEWS24 এ গত ১ জানুয়ারি আস্থার সংকটের কারণ চৌদ্দ-আঠারোর নির্বাচন: সিইসি শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির দ্বিতীয় ভিডিওর সাথে উক্ত ভিডিওর মিল রয়েছে। তবে আলোচিত ভিডিওটি মিরর করে প্রচার  করা হয়েছে।

Video Comparison by Rumor Scannar

প্রতিবেদনটির এক পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে বলতে শোনা যায়, ‘অনেকেই বলেন নির্বাচনটা যদি আরও তিন মাস পিছিয়ে দিতেন তাহলে ভালো হত। কিন্তু নির্বাচন তিন মাস পিছিয়ে দেওয়ার কোনো রকম এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।’

অর্থাৎ, সিইসির তিন মাসের জন্যে নির্বাচন স্থগিত ঘোষণা করার আলোচিত দাবিটি সঠিক নয়। 

মূলত, গত ১ জানুয়ারি রাজধানীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আইন-বিধিবিধান সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজিত হয়। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অনেকেই নির্বাচন অন্তত তিন মাস পেছানোর কথা বলেন। তারা মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য গড়ে ওঠেনি। কিন্তু কমিশনের নির্বাচন তিন মাস পেছানোর কোনো রকম এখতিয়ার নেই।’ এর প্রেক্ষিতে সম্প্রতি ‘লাস্ট মুহূর্তে নির্বাচন বর্জন করলো জাতীয় পার্টি ৩ মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করলো সিইসি বিএনপিতে যোগ দিলেন জিএম কাদের’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, শেষ পর্যন্ত নির্বাচনে জাতীয় পার্টি থাকছে কিনা এ বিষয়ে সাংবাদিকদের দেওয়া জিএম কাদেরের একটি বক্তব্যের ভিডিওর সাথে সিইসির উক্ত প্রশিক্ষণে দেওয়া বক্তব্যের ভিডিও যুক্ত করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, তিন মাসের জন্যে সিইসির নির্বাচন স্থগিত ঘোষণা করা ও জাতীয় পার্টির নির্বাচন বর্জন কিংবা জিএম কাদেরের বিএনপিতে যোগদান করার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার গুজব  

সম্প্রতি এনএসআই, ডিজিএফআই, এসবি-ডিবি প্রধানসহ দু’ডজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উক্ত দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি বরং অনির্ভর ও ভুঁইফোড় সূত্র ব্যবহার করে ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

গুজবের সূত্রপাত 

আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে ফেসবুকের নিজস্ব মনিটরিং টুলস এর সহায়তায়, ‘Abdur Rab Bhuttow’ নামের একটি ফেসবুক পেজে গত ০১ জানুয়ারি দিবাগত রাত ১০ টা ২৫ মিনিটে “এনএসআই ডিজিএফআই এসবি-ডিবি প্রধানসহ দু’ডজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা” শীর্ষক তথ্য সম্বলিত সম্ভাব্য প্রথম পোস্ট খুঁজে পাওয়া যায়। 

Screenshot from : CrowdTangle 

উক্ত পোস্টে তিনি সূত্র হিসেবে কমেন্টবক্সে দৈনিক আমার দিন নামের একটি পোর্টালের প্রতিবেদনের লিংক শেয়ার করেন।

Screenshot from : Facebook 

প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে কোনো নির্দিষ্ট সূত্রের কথা উল্লেখ না করে উচ্চ পর্যায়ের অজ্ঞাত কূটনৈতিক সূত্রের কথা বলা হয়েছে। এই প্রতিবেদনে তাদের কূটনৈতিক সূত্রের বরাতে আরো একাধিক ভিত্তিহীন তথ্য তুলে ধরা হয়।

তাছাড়া দৈনিক আমার দিন তাদের প্রতিবেদনে লিখেছে, পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার একাধিকবার বলেছেন যে, মার্কিন আইন অনুযায়ী ভিসা রেকর্ড অত্যন্ত গোপনীয় বিষয়। এই নীতির আওতায় যাদের ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়, তাদের নাম প্রকাশ করা হয় না। এ কারণে প্রায় দু’মাসেরও বেশী আগে এই নিষেধাজ্ঞারোপ করা হলেও এতদিন কারো পক্ষেই তা জানা সম্ভব হয়নি।

অর্থাৎ, মার্কিন আইন অনুযায়ী ভিসা নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে প্রকাশ না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তারাই আবার দাবি করছে এতদিন ভিসা রেকর্ডের তথ্য পাওয়া না গেলেও এখন তারা পেয়েছে।

তবে যুক্তরাষ্ট্র কোনো দেশ বা দেশের নির্দিষ্ট কোনো সংস্থার উপরে নিষেধাজ্ঞা আরোপ করলে তা তাদের নিজস্ব ট্রেজারি বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে থাকে। কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট এবং বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করে উল্লেখ্য ব্যক্তিদের নামে এ ধরণের নিষেধাজ্ঞা বা তথ্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে আলোচিত অনলাইন পোর্টালটি তাদের ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে নেয়। তবে দৈনিক আমার দিন এর প্রতিবেদনের সূত্র ধরেই এই তথ্যটি ফেসবুকে বিভিন্ন আইডি, গ্রুপ এবং পেজে ছড়িয়ে পড়ে।

মূলত, দৈনিক আমার দিন নামের একটি পোর্টালের প্রতিবেদনের বরাতে, ‘এনএসআই ডিজিএফআই এসবি-ডিবি প্রধানসহ দু’ডজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা’ শীর্ষক দাবিটি ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে উক্ত প্রতিবেদনটিতে গ্রহণযোগ্য কোনো সূত্র উল্লেখ করা হয়নি। তাছাড়া প্রতিবেদনটি প্রকাশের পর তা সরিয়েও নেওয়া হয়। প্রকৃতপক্ষে, কোনো দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তাদের নামে স্যাংশন অথবা কোনো বিধিনিষেধ জারি হলে সে বিষয়ে আন্তর্জাতিক ও দেশীয় মূলধারার সংবাদমাধ্যম গুলোতে ঢালাওভাবে সংবাদ প্রকাশিত হতো। তবে গণমাধ্যমগুলোতে এ বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

উল্লেখ্য, পূর্বেও বাংলাদেশের বিভিন্ন বাহিনীর ৯২ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, সরকারী ৪ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার মার্কিন ভিসা বাতিল শীর্ষক ভিত্তিহীন দাবিসমূহ নিয়ে বিস্তারিত অনুসন্ধানী ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। 

অর্থাৎ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা প্রধানদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। 

তথ্যসূত্র

ড. ইউনূসকে গ্রেফতার এবং নির্বাচন বন্ধের গুজব 

সম্প্রতি, দোষ না করেই শাস্তি পেলাম ড. ইউনুস, গ্রেফতার ড. ইউনুস, নির্বাচন বন্ধ ঘোষণা– শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দাবি করা হচ্ছে, ড. ইউনূস গ্রেফতার হয়েছেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছে। 

গ্রেফতার

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস মুহাম্মদ গ্রেফতার হননি এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধের কোনো ঘোষণা করা হয়নি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রথম অংশে ড. ইউনূসকে বক্তব্য দিতে দেখা যায় এবং পরবর্তী অংশে ড. ইউনূসের পাশে দাঁড়ানো একজন আইনজীবীকে বক্তব্য দিতে দেখা যায়।

ভিডিও যাচাই- ১

আলোচিত ভিডিওটির এই অংশে ড. ইউনূসকে বক্তব্য দিতে দেখা যায় এবং ফুটেজটিতে বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের লোগো দেখা যায়। লোগো এবং ড. ইউনূসের বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে গত ১ জানুয়ারি “যে দেষ করি নাই, সে দোষের শাস্তি পেলাম: ড. ইউনূস” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওটিতে থাকা ২ মিনিটের পর ড. ইউনূসের দেওয়া বক্তব্যের সাথে আলোচিত ভিডিওটিতে থাকা বক্তব্যের হুবহু মিল রয়েছে। 

Video Comparison: Rumor Scanner 

৩ মিনিট ১ সেকেন্ডের উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই রায়ের পর সাংবাদিকদের সামনে কথা বলেন ড. ইউনূস। 

ভিডিওটির ২ মিনিটের পর ড. ইউনূস বলেন, যে দোষ করিনি, সেই দোষে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিলো, জাতির কপালে ছিলো আমরা সেটা গ্রহণ করলাম।

যা আলোচিত ভিডিওটির সাথে হুবহু মিল রয়েছে। 

ভিডিও যাচাই- ২

আলোচিত ভিডিওটির এই অংশে ড. ইউনূসের পাশে দাঁড়িয়ে একজন আইনজীবীকে বক্তব্য দিতে দেখা যায়। পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চ করে দেশীয় গণমাধ্যম মানবজমিনের ফেসবুক পেজে গত ১ জানুয়ারি “নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কা রা দন্ড ঘোষণা আদালতের, যা জানাচ্ছেন তার আইনজীবী…. সরাসরি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি লাইভ ভিডিও পাওয়া যায়। 

উক্ত লাইভ ভিডিওতে আইনজীবীর দেওয়া বক্তব্যের সাথে আলোচিত ভিডিওটিতে থাকা আইনজীবীর বক্তব্যের হুবহু মিল রয়েছে। 

Video Comparison: Rumor Scanner 

১৮ মিনিট ৬ সেকেন্ডের লাইভ ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই রায়ের পর সাংবাদিকদের সামনে কথা বলেন ড. ইউনূসের আইনজীবী। তখনকার দেওয়া বক্তব্যের কিছু অংশ কেটে আলোচিত ভিডিওতে যুক্ত করে ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে। 

পরবর্তীতে ড. ইউনূসকে গ্রেফতার করেছে কি না সেই বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

তবে, ডয়েচে ভেলের ওয়েবসাইটে গত ১ জানুয়ারি “ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড, আপিলের শর্তে জামিন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তাকে শ্রম আইন লঙ্ঘন মামলায় ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত৷ এছাড়া তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়৷ পরবর্তীতে এক মাসের মধ্যে আপিলের শর্তে জামিন মঞ্জুর করা হয়েছে৷

বিবিসি বাংলায় একই তারিখে “শ্রম আইন লঙ্ঘনে মুহাম্মদ ইউনূসের ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, বাংলাদেশে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার(তারিখ) ঢাকার তিন নম্বর শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন।

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, তবে কারাদণ্ড হলেও এখনি কারাগারে যেতে হবে না ড. ইউনূসকে।

আদালতে তাদের আইনজীবীরা ৩০ দিনের মধ্যে আপিল করার শর্তে জামিন চাইলে পাঁচ হাজার টাকার বন্ডে আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ আগামী একমাসের মধ্যে তাদের শ্রম আপিলেট ট্রাইবুনালে আপিল করতে হবে।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যমও। প্রতিবেদনগুলো দেখুন- ডেইলি স্টার, কালের কণ্ঠ, আমাদের সময় এবং ইত্তেফাক। 

অর্থাৎ, ড. ইউনূসকে গ্রেফতার করা হয়নি বরং ছয়মাসের কারাদণ্ড হলেও পরবর্তীতে এক মাসের মধ্যে আপিলের শর্তে জামিন মঞ্জুর করা হয়েছে তাকে। 

পাশাপাশি, নির্বাচন বন্ধের ঘোষণার বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

মূলত, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে একটি মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান। গত ১ জানুয়ারি সেই মামলার রায়ে ড. ইউনূসসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এক মাসের মধ্যে আপিলের শর্তে জামিন মঞ্জুর করা হয়েছে৷ এরই মধ্যে ইন্টারনেটে “ড. ইউনূসকে গ্রেফতার করা হয়েছে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছে” শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে অধিক পাবার আশায় রায়ের পর সাংবাদিকদের সামনে ড. ইউনূসের দেওয়া বক্তব্যের একটি ভিডিওর এবং ড. ইউনূসের আইনজীবীর দেওয়া বক্তব্যের কিছু অংশ কেটে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সুতরাং, ড. ইউনূসকে গ্রেফতার এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ ঘোষণা দাবিতে প্রচারিত তথ্যগুলো মিথ্যা। 

তথ্যসূত্র

জাতীয় পার্টির নির্বাচন বর্জন ও নির্বাচন কমিশনের নির্বাচন বাতিল ঘোষণার ভুয়া তথ্য প্রচার

গত পহেলা জানুয়ারি HN tech 75 নামের একটি ইউটিউব চ্যানেলে ‘নির্বাচন বর্জন করলো জাতীয় পার্টি, নির্বাচন বাতিল ঘোষণা দিলেন ইসি’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

নির্বাচন বর্জন

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি প্রায় সাড়ে ৮ হাজার বার দেখা হয়েছে। এছাড়া ভিডিওটিতে প্রায় ২ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় বা সম্মিলিতভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়নি এবং নির্বাচন কমিশনও (ইসি) নির্বাচন বাতিল ঘোষণা দেয়নি বরং অধিক ভিউ পাওয়ার আশায় ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ভিডিও ক্লিপ যুক্ত করে তাতে চটকদার থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ভিডিও ক্লিপ নিয়ে তৈরি একটি বিস্তারিত ভিডিও। তবে উক্ত ভিডিওটিতে কোথাও জাতীয় পার্টির পক্ষ থেকে সম্মিলিতভাবে নির্বাচন বর্জন এবং নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক নির্বাচন ঘোষণা করার দাবির স্বপক্ষে কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়নি।

আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ এর ইউটিউব চ্যানেলে গত ৩১ ডিসেম্বর (২০২৩) ‘নির্বাচন বর্জন করেছেন জাতীয় পার্টির বরিশাল-২, ৫ ও বরগুনা-১ আসনের প্রার্থীরা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

এই ভিডিওটি’র সাথে আলোচিত ভিডিওটিতে দেখানো প্রথম ভিডিও ক্লিপটি’র মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

অর্থাৎ, এই ভিডিওটি জাতীয় পার্টির সম্মিলিত নির্বাচন বর্জনের নয় বরং সেখানে দলটি’র বরিশাল-২, ৫ ও বরগুনা-১ আসনের প্রার্থীদের নির্বাচন বর্জনের ঘোষণার উল্লেখ পাওয়া যায়।

তাছাড়া, মূলধারার গণমাধ্যম যুগান্তর এর অনলাইন সংস্করণে গত পহেলা জানুয়ারি ‘নির্বাচনে শেষ পর্যন্ত থাকব কিনা সময়ই বলে দেবে: জিএম কাদের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন জাতীয় পার্টির পাঁচটি আসনের প্রার্থীদের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানা যায়। প্রার্থিতা প্রত্যাহারের কারণ হিসেবে দলটির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী (লাঙ্গল) জিএম কাদের বলেন, প্রার্থিতা প্রত্যাহার হুমকির কারণেও হতে পারে, অর্থের অভাবেও হতে পারে। অনেক প্রার্থী অর্থশালী হয়ে থাকেন না, অর্থের কারণেও অনেকে নির্বাচন থেকে সরে যান।

উক্ত প্রতিবেদনে জাতীয় পার্টির নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে কিনা সে বিষয়ে দলটির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী (লাঙ্গল) জিএম কাদেরের বক্তব্য খুঁজে পাওয়া যায়।

তিনি বলেন, নির্বাচন না আসা পর্যন্ত সঠিক করে বলা যাচ্ছে না। নির্বাচনে শেষ পর্যন্ত থাকব কিনা সেটা সময়ই বলে দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করেন।

পরবর্তীতে মূলধারার গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন’র অনলাইন সংস্করণে আজ (০২ জানুয়ারি) ‘যারা না জানিয়ে নির্বাচন থেকে সরে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা : জিএম কাদের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে দলটি’র মনোনীত কয়েকজন প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জিএম কাদেরের বক্তব্য খুঁজে পাওয়া যায়। তিনি বলেন, যারা দলকে না জানিয়ে নির্বাচন থেকে সরে গেছে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।

অর্থাৎ, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এখন পর্যন্ত দলটি’র পক্ষ থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের কোনো ঘোষণা দেননি বরং দলটি থেকে মনোনীত যেসব প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

তাছাড়া, মূলধারার গণমাধ্যম যুগান্তর এর অনলাইন সংস্করণে আজ (০২ জানুয়ারি) ‘সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থ হবে: ইসি আনিছুর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের বক্তব্য খুঁজে পাওয়া যায়। নির্বাচন উপলক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যদি কোনো কারণে সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হবে। নির্বাচন সুষ্ঠু না হলে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছন্ন হয়ে যাবে বাংলাদেশ। তাই কোনোভাবেই নির্বাচনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যা করার আপনাদের তাই করতে হবে। 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের একটিই নির্দেশনা সেটি হলো অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং দলমতের ঊর্দ্ধে উঠে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।

নির্বাচন কমিশনার আনিছুর রহমানের উক্ত বক্তব্য থেকে স্পষ্ট যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে, অর্থাৎ নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাতিল ঘোষণার দাবিটিও সঠিক নয়।

মূলত, নানা নাটকীয়তার পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। পরবর্তীতে বিভিন্ন কারণে দলটি’র কয়েকটি আসনের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে গত পহেলা জানুয়ারি HN tech 75 নামের একটি ইউটিউব চ্যানেলে ‘নির্বাচন বর্জন করলো জাতীয় পার্টি, নির্বাচন বাতিল ঘোষণা দিলেন ইসি’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে এখন পর্যন্ত জাতীয় পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়নি। তাছাড়া নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ঘোষণার দাবিরও সত্যতা পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সুতরাং, জাতীয় পার্টি কর্তৃক নির্বাচন বর্জন ও নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক নির্বাচন বাতিল ঘোষণা দাবিতে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

জাতীয় পার্টি বিএনপিতে যোগ দেয়নি, ভুয়া তথ্য ইউটিউবে 

সম্প্রতি, “নির্বাচন বর্জন করে বিএনপিতে যোগ দিলো জাতীয় পার্টি নির্বাচন বন্ধ করলো রাষ্ট্রপতি ও সিইসি” শীর্ষক থাম্বনেইলে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

জাতীয় পার্টি

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি প্রায় ১ লক্ষ ৫৫ হাজার  ৮৬২ বার দেখা হয়েছে। এছাড়া ভিডিওটিতে প্রায় ৮ হাজার ১ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় পার্টি নির্বাচন বর্জন করে বিএনপিতে যোগ দেয়নি এবং রাষ্ট্রপতি এবং সিইসি নির্বাচন বন্ধও ঘোষণা করেনি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় ৮ মিনিটের এই ভিডিওটি ভিন্ন দুইটি ঘটনার ভিডিও ক্লিপ এবং ছবি নিয়ে তৈরি করা হয়েছে।   

আলোচিত ভিডিওটির শুরুতেই একটি ভিডিওর ক্লিপ দেখানো হয়েছে। পরবর্তীতে আলোচিত দাবিটি প্রসঙ্গে চ্যানেলটির উপস্থাপক বলেন, “সারা দেশ থেকে প্রার্থী প্রত্যাহার করে বিএনপিতে যোগ দিচ্ছে জাতীয় পার্টি। শুধু তাই নয় জাতিসংঘে বিএনপির ভয়ঙ্কর চিঠি। দিশা না পেয়ে সব হারিয়ে নির্বাচন বাতিল করছে সিইসি…।” পরবর্তীতে চ্যানেলটির উপস্থাপক আলোচিত দাবিটি প্রসঙ্গে দুইটি ভিডিও দেখান, যেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানকে দেখা যায়।

সংবাদপাঠ অংশে থাকা বিষয়গুলো নিয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

পরবর্তীতে উক্ত ভিডিওটিতে দেখানো ভিডিও ক্লিপের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।

ভিডিও যাচাই ০১

আলোচিত ভিডিওটিতে দেখানো জিএম কাদেরের ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে দেশ টিভির ইউটিউব চ্যানেলে গত ০১ জানুয়ারি “শেষ পর্যন্ত নির্বাচনে থাকব কি না সময়ই বলে দেবে: জিএম কাদের” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনের একটি অংশ আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison : Rumor Scanner

উক্ত ভিডিও প্রতিবেদনে গত ১ জানুয়ারি রংপুর নগরীর কাচারি বাজার কোর্ট এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় অবস্থান সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে আলোচিত দাবির বিষয়ে তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। 

ভিডিও যাচাই ০২

পরবর্তী ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে বায়ান্ন টিভির  ইউটিউব চ্যানেলে গত ০১ জানুয়ারি “জাতিসংঘ, ইইউ, মার্কিনিরা চিঠি ইস্যু করেছে: বিএনপি নেতা মঈন খান” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির একটি অংশ আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison : Rumor Scanner

উক্ত ভিডিওতে ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথোপকথনকালে তিনি আগামী ৭ জানুয়ারি নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। এই ভিডিওতেও আলোচিত দাবি কেন্দ্রিক কোনো তথ্য মেলেনি।

এছাড়া, গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো গ্রহণযোগ্য সূত্রে আলোচিত দাবিগুলোর বিষয়ে কেনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

তবে মূলধারার গণমাধ্যম যুগান্তরের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৮ ডিসেম্বর “ভোটে থাকার সিদ্ধান্ত জাতীয় পার্টির” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি। উক্ত প্রতিবেদনে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে উদ্ধৃত করে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের বিষয় নিশ্চিত করা হয়। অর্থাৎ জাতীয় পার্টি নির্বাচন বর্জন করছে না। 

মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। এই নির্বাচনের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অনেক আগে থেকেই বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিতব্য এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আসলেও এই নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ছিল নানা কৌতূহল। দলটির বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা তা সময়ই বলে দিবে বলে মন্তব্য করেন দলটির চেয়ারম্যান। এরই প্রেক্ষিতে ‘নির্বাচন বর্জন করে বিএনপিতে যোগ দিলো জাতীয় পার্টি নির্বাচন বন্ধ করলো রাষ্ট্রপতি ও সিইসি’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিগুলো সঠিক নয়। ২০২৩ সালের ১৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু দলটির নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। এছাড়া রাষ্ট্রপতি কিংবা সিইসি নির্বাচন বন্ধ করেনি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে। 

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

সুতরাং, জাতীয় পার্টির নির্বাচন বর্জন করে বিএনপিতে যোগ দেওয়া এবং রাষ্ট্রপতি এ সিইসি নির্বাচন বন্ধ করল দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

পাকিস্তান ট্রিবিউন শেখ হাসিনার ছবি সম্বলিত ফারাওর চেহারা পুর্নগঠন বিষয়ে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি

0

সম্প্রতি, পাকিস্তানের ‘পাকিস্তান ট্রিবিউন’ নামের ফেসবুক পেজের নাম সম্বলিত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হচ্ছে, যাতে শিরোনাম দেওয়া হয়েছে “বিজ্ঞানীরা ৩২০০ বছর পর ফারাওয়ের চেহারার ছবি পুর্নগঠন করেছে।” এই ফটোকার্ডে ফারাওয়ের পুর্নগঠিত চেহারার ছবি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে।  

শেখ হাসিনার ছবি

উক্ত ফটোকার্ড সম্বলিত ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তান ট্রিবিউনের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফারাওর চেহারা পুর্নগঠন বিষয়ে কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি বরং ২০২২ সালে পাকিস্তান ট্রিবিউন কর্তৃক প্রকাশিত এ সংক্রান্ত ফটোকার্ডে ফারাওর মূল ছবির স্থলে শেখ হাসিনার ছবি যুক্ত করে প্রচার করা হচ্ছে।   

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটির নিচের অংশে Pakistan Tribune লেখা থাকার প্রেক্ষিতে একই নামে ফেসবুকে একটি পেজ খুঁজে পেয়েছি আমরা। 

পেজটিতে ২০২২ সালের ২৭ ডিসেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির (আর্কাইভ) সন্ধান মিলেছে।

Screenshot: Facebook 

এই ফটোকার্ডটির সাথে ফেসবুকে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি মিলিয়ে দেখা যায়, দুইটি ফটোকার্ডে আনুষঙ্গিক সকল বিষয়বস্তুর মিল থাকলেও মূল ফটোকার্ডে থাকা ফারাওয়ের চেহারার পুর্নগঠনের ছবির স্থলে শেখ হাসিনার ছবি বসিয়ে ফটোকার্ডটি এডিট করা হয়েছে। 

Photocard comparison: Rumor Scanner 

২০২২ সালের মূল ঘটনাটির বিষয়ে গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্যে ৩২০০ বছর পর প্রাচীন মিসরের সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় ফারাও রামসেস-এর মুখাবয়ব অঙ্কন করা হয়েছে। মিসর এবং ইংল্যান্ডের বিজ্ঞানীদের সহযোগিতায় একটি ৩ডি মডেল ব্যবহার করে ফেরাউনের মুখটি পুনর্গঠন করা হয়। আধুনিক প্রযুক্তির সাহায্যে ফারাওয়ের এটিই প্রথম বৈজ্ঞানিক চিত্র, যা তার আসল মাথার খুলির সিটি স্ক্যানের সাহায্যে তৈরি করা হয়েছে। ফারাওয়ের মাথার খুলির থ্রিডি মডেল তৈরি করেছেন কায়রো বিশ্ববিদ্যালয়ের সাহার সেলিম।

মূলত, ২০২২ সালে ৩২০০ বছর পর প্রাচীন মিসরের সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় ফারাও রামসেস-এর মুখাবয়ব অঙ্কন করা হয়েছে। মিসর এবং ইংল্যান্ডের বিজ্ঞানীদের সহযোগিতায় একটি ৩ডি মডেল ব্যবহার করে ফেরাউনের মুখটি পুনর্গঠন করা হয়। উক্ত ঘটনার বিষয়ে একটি ফটোকার্ড প্রকাশ করে পাকিস্তানের ‘পাকিস্তান ট্রিবিউন’ নামে একটি ফেসবুক পেজ। উক্ত ফটোকার্ডে ফারাও এর পুর্নগঠিত ছবির স্থলে শেখ হাসিনার ছবি বসিয়ে সম্প্রতি বিকৃত ফটোকার্ডটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, ২০২২ সালে পাকিস্তান ট্রিবিউন নামের ফেসবুক পেজ কর্তৃক প্রকাশিত একটি ফটোকার্ডে ফারাওর ছবির স্থলে শেখ হাসিনার ছবি যুক্ত করে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিকৃত। 

তথ্যসূত্র