Home Blog Page 564

অজ্ঞাত রোগাক্রান্ত শিশুর পুরোনো ছবিযুক্ত তথ্যে ভিন্ন নাম্বার যুক্ত করে আর্থিক প্রতারণা

0

সম্প্রতি “আপনারদের সমান্য সাহায্য মাধ্যমের বেঁচে যেতে পারে একটি এতিম শিশু। অনেক গরিব পরিবার। অনুরোধ করছি সবাই এগিয়ে আসেন” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আবদুল্লাহ নামে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ে রোগাক্রান্ত কোনো শিশুর নয় বরং ছবিগুলো বিগত দুই বছর ধরে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, “academic-care” নামের ওয়েবসাইটে ২০২০ সালে ১৮ ফেব্রুয়ারিতে “অর্ণব তঞ্চঙ্গ্যার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন” শীর্ষক শিরোনামে প্রচারিত সংবাদে একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়। যেখানে যোগাযোগ ও সাহায্য পাঠানোর জন্য ০১৫৩২৭৪৬২৬৫, ০১৫৫৬৭৪০৯২৬ নাম্বার দুইটি উল্লেখ করা হয়েছে।

রোগাক্রান্ত
Screenshot academic-care website

এছাড়াও, “Barkal Upazila, Rangamati, Chittagong, Bangladesh” নামের ফেসবুক পেজ হতে একই বছরের ১৪ মার্চ “আপনার আঙ্গুলের চাপের একটি মাত্র পোষ্ট শেয়ারে মাধ্যমের বেঁচে যেতে পারে, একজন দরিদ্র পরিবারে সন্তান” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি পোস্টে একই ছবিগুলো খুঁজে পাওয়া যায় এবং সেখানে ঐ একই নাম্বার দুইটি সংযুক্ত করা হয়েছে।

তবে, ঐ সংবাদে এবং ফেসবুক পোস্টে উল্লিখিত ব্যক্তিগত (০১৫৩২৭৪৬২৬৫) নাম্বার ও বিকাশ(০১৫৫৬৭৪০৯২৬) নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

মূলত, ইন্টারনেট থেকে এই রোগাক্রান্ত শিশুর ছবি সংগ্রহ করে এর সাথে দেশীয় নাম, ঠিকানা ও বাবা মায়ের নাম ব্যবহার করে সম্প্রতি ভিন্ন বিকাশ নাম্বার যুক্ত করে সামাজিক মাধ্যমে আর্থিক সাহায্যের আবেদন প্রচার করা হচ্ছে। ছবিগুলোর প্রকৃত ঘটনা এবং প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য ইন্টারনেটে খুঁজে না পাওয়া গেলেও এই বিষয়টি নিশ্চিত যে এটি সাম্প্রতিক সময়ের কোন শিশুর ছবি নয়।

এছাড়া, সাম্প্রতিক সময়ে মোঃ আব্দুল্লাহ নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টে উল্লিখিত বিকাশ (01765808698) নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থাৎ, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ইন্টারনেট থেকে সংগৃহীত পুরোনো ছবির এক রোগাক্রান্ত শিশুকে বর্তমানে মোঃ আব্দুল্লাহ নামের শিশু দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আপনারদের সমান্য সাহায্য মাধ্যমের বেঁচে যেতে পারে একটি এতিম শিশু
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Academic Care Blog: https://academic-care.blogspot.com/2020/02/blog-post_18.html
  2. Barkal Upazila, Rangamati, Chittagong, Bangladesh: https://www.facebook.com/BorholUpazila/posts/193822655369444

ভিডিওটি রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের তরুণীর প্রতিবাদের ঘটনার নয়

সম্প্রতি, “দেশের জন্য ছোট্ট মেয়েটির প্রতিবাদ #ukrainerussia #saveukraine #UkraineRussiaWar” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে ছড়িয়ে পড়েছে।

Screenshot from TikTok / View archive version here

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি রাশিয়ান সেনাদের বিরুদ্ধে ইউক্রেনী তরুণীর প্রতিবাদের ঘটনার নয় বরং এটি ২০১২ সালে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইজরায়েল বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনী তরুণীর প্রতিবাদের ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘Putvideos’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১২ সালের ২০ নভেম্বরে “Brave children from Gaza, Palestine.mp4” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ঘটনায় ধারণকৃত খণ্ডিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

তাছাড়া ‘Nokta Grup’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১২ সালের ২৫ ডিসেম্বরে “Brave Palestinian girl Ahed Tamimi vs Solider : Where is my brother” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, ইজরায়েলি সংবাদমাধ্যম ‘The Times Of Israel’ এ ২০১৮ সালের ০১ জানুয়ারিতে “Military court indicts soldier-slapping teen Ahed Tamimi, her mother” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ভিডিওটির একটি খণ্ডিত দৃশ্য ও ঘটনা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়।

Screenshot Times of Israel website

পরবর্তীতে, আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি এর ফটো ওয়েবসাইটে আলোচিত ভিডিওর ঘটনাকালীন ধারণকৃত বেশ কিছু ছবি খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে এবং এখানে

রাশিয়ান
Screenshot AP website

মূলত, ২০১২ সালের ২ নভেম্বরে ফিলিস্তিনের পশ্চিম তীরের নবী সালেহ গ্রামে ইজরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ চলাকালীন এক ইজরায়েলী সৈন্যের দিকে তেড়ে গিয়ে ঘুষি মারতে উদ্যত হন ফিলিস্তিনের ১২ বছর বয়সী তরুণী আহেদ তামিমি এবং ঐ সময়েই আলোচিত ভিডিওটি ধারণ করা হয়েছিলো।

ইজরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনী তরুণীর প্রতিবাদের সময়ে ধারণকৃত ঐ ভিডিওটিকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেন- রাশিয়ার যুদ্ধে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনী তরুণীর প্রতিবাদের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Also Read: গাজায় ইজরায়েলের বিমান হামলার ভিডিওকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দৃশ্য দাবিতে প্রচার

প্রসঙ্গত, ইজরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে ও নিজেদের ভূ-খণ্ডের অধিকার ফিরে পাওয়ার দাবিতে পশ্চিম তীরে আন্দোলনকারী ফিলিস্তিনিদের কাছে এক পরিচিত নাম তরুণী আহেদ তামিমি। ২০১৫ সালেও ইজরায়েলী বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে আহেদ তামিমির প্রতিবাদী একটি দৃশ্য ব্যাপক আলোচিত হয়েছিলো এবং পরবর্তীতে ২০১৭ সালে ইজরায়েলী বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের সময় তার এক সম্পর্কীয় ভাইকে ইজরায়েল সৈন্যরা মাথায় রাবার বুলেট দিয়ে গুলি করে এবং এর প্রতিবাদে ক্ষুব্ধ তামিমি এক ইজরায়েল সৈন্যকে চড় মারে। ঐ ঘটনার পরপরই তাকে এবং তার মাকে গ্রেফতার করে ইজরায়েলি বাহিনী। পরবর্তীতে আট মাস কারাভোগের পর তাকে মাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১২ সালে তুরস্কের ইস্তাম্বুলের বাসাকশেইর পৌর কর্তৃপক্ষ আহেদ তামিমিকে সাহসিকতার জন্য পুরস্কার প্রদান করে।

অর্থাৎ, ইজরায়েলী বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনের তরুণীর প্রতিবাদের ঘটনায় ধারণকৃত ভিডিওকে সম্প্রতি রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের তরুণীর প্রতিবাদের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: দেশের জন্য ছোট্ট মেয়েটির প্রতিবাদ
  • Claimed By: Facebook & TikTok users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Brave children from Gaza, Palestine.mp4
  2. Brave Palestinian girl Ahed Tamimi vs Soldier : Where is my brother ??????
  3. Military court indicts soldier-slapping teen Ahed Tamimi, her mother | The Times of Israel
  4. https://www.apimages.com/metadata/Index/Israel-Tamimi-On-Trial/5e96d88e71bc440889fb435ab8961121/2/0
  5. https://www.apimages.com/metadata/Index/Israel-Tamimi-On-Trial/91c7e899d9b147b7b473b8b4f87b1ec5/6/0
  6. How Ahed Tamimi, a teenage Palestinian activist, became an international icon – Vox
  7. Palestinian teen jailed for slapping soldier
  8. Release Palestinian activist Ahed Tamimi – Amnesty International Australia
  9. Ahed Tamimi and the power of Palestinian women | Opinions | Al Jazeera
  10. Palestinian girl challenging Israeli soldiers gets courage award

বাংলাদেশ সরকার থেকে ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ সদস্য পাঠানোর তথ্যটি মিথ্যা

0

সম্প্রতি, “ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠাবে বাংলাদেশ সরকার” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সরকার কর্তৃক ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠানোর তথ্যটি সত্য নয় বরং ইউক্রেন-রাশিয়া সংঘাতে কোনো দেশের পক্ষ নেয়নি বাংলাদেশ।

গুজবের সূত্রপাত

অনুসন্ধানের মাধ্যমে, হুজাইফা- তুল খায়ের নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৪ ফেব্রুয়ারি রাত ৮.০১ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি বিটিভি কে সূত্র দেখিয়ে ‘ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠাবে বাংলাদেশ সরকার’ শীর্ষক তথ্যটি প্রচার করেছেন।

Screenshot হুজাইফা- তুল খায়ের Facebook Post

পরবর্তীতে ‘AS IF‘ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে পরের দিন সকাল ১১.১৫ মিনিটে একই তথ্যটি কোনো প্রকার সূ্ত্র উল্লেখ না করেই প্রকাশ করা হয়।(২)

Screenshot AS IF Facebook Post

এরপর “Habib Noyon” নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৫ ফেব্রুয়ারি সকাল ১১.২৫ মিনিটে উক্ত তথ্যটি একাত্তর টিভি এর বরাতে প্রকাশ করা হয়। (৩)

সরকার
Screenshot Habib Noyon Facebook Post

অর্থাৎ আলোচিত তথ্যটি বিটিভি এবং একাত্তর টিভি এর বরাতে প্রচারের পাশাপাশি সূত্রহীনভাবেও প্রচার করা হয়েছে। তবে বিটিভি এবং একাত্তর টেলিভিশনসহ বাংলাদেশের মূলধারার কোনো গণমাধ্যমে বাংলাদেশ সরকার কর্তৃক ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠানোর কোনো সংবাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

মূলত, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে ইউক্রেনে বাংলাদেশ থেকে ১০ হাজার ছাত্রলীগ কর্মী পাঠানোর তথ্যটি ভিন্ন ভিন্ন গণমাধ্যমের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন সংঘাতে কারো পক্ষেই অবস্থান নেয় নি বাংলাদেশ। চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন,

“বাংলাদেশ ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য অনুযায়ী কোনো পক্ষে অবস্থান না নিয়ে নিরপেক্ষ থাকবে। বাংলাদেশের বিশ্বাস ও প্রত্যাশা এই যে, দু’পক্ষের আলোচনার মধ্য দিয়েই সংকটের শান্তিপূর্ণ সমাধান আসবে। “ (৪)

তাছাড়া ”Jamuna Television’ এর ইউটিউব চ্যানেলে গতকাল ২৮ ফেব্রুয়ারিতে “রাশিয়া- ইউক্রেন যুদ্ধে কারো পক্ষ নেবে না বাংলাদেশ” শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পক্ষ না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। উক্ত প্রতিবেদনে কৃষিমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সচিব এর বক্তব্য পাওয়া যায়। তারাও সেখানে কোনো পক্ষ না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয়টি উল্লেখ করেছেন।


প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, বাংলাদেশ সরকার কর্তৃক ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ সদস্য পাঠানোর তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠাবে বাংলাদেশ সরকার
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. সংকট দীর্ঘায়িত হলে চ্যালেঞ্জে পড়বে দেশ

  2. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কারো পক্ষ নেবে না বাংলাদেশ | Ukraine_War

গাজায় ইজরায়েলের বিমান হামলার ভিডিওকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দৃশ্য দাবিতে প্রচার

0

সম্প্রতি, “রাশিয়া ইউক্রেন যুদ্ধ সবাই শেয়ার করুন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকের প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। টিকটকে প্রচারিত ভিডিওটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বর্তমানে চলমান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ঘটনার নয় বরং এটি ২০১৮ সালে ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের বিমান হামলার ঘটনায় ধারণকৃত ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে রাশিয়ান সংবাদ মাধ্যম ‘Ruptly’ এর ইউটিউব চ্যানেল ‘RT’ এ ২০১৮ সালের ১০ আগস্টে “RAW: Moment Israel air strikes hit Gaza” শীর্ষক শিরোনামে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া তুর্কি সংবাদমাধ্যম ‘HABERLER’ এ ২০১৮ সালের ০৯ আগস্টে “İsrail’den Gazze’ye Hava Saldırısı” (Translation: Israeli Airstrike on Gaza) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন হতে গাজায় হামলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যায় এবং আলোচিত ভিডিওর কিছু স্থিরচিত্র পাওয়া যায়।

গাজায়
Screenshot ‘HABERLER Website

পরবর্তীতে, তুর্কি গণমাধ্যম ‘A Haber’ এর টুইটার একাউন্ট হতে ২০১৮ সালের ১০ আগস্টে “İsrail’in insanlık dışı saldırıları sürüyor” (Translation: Israels inhumane attacks continue) শীর্ষক শিরোনামে প্রকাশিত টুইটে একই ভিডিওটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

তাছাড়াও আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান এর ওয়েবসাইটে ২০১৮ সালের ২২ আগস্টে ‘Our memories have vanished’: the Palestinian theatre destroyed in a bomb strike’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায় এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়।

মূলত, আলোচিত ভিডিওটি ২০১৮ সালের আগস্ট মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরায়েল বাহিনীর বিমান হামলার ঘটনায় ধারণকৃত। হামাস কর্তৃক রকেট ছোঁড়ার অভিযোগ এনে পাল্টা জবাব হিসেবে গাজায় ঐ বিমান হামলা চালিয়েছিলো ইজরায়েল। যা নিয়ে সেসময় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছিলো। ইজরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বিমান হামলার ঐ ভিডিওটিকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, ২০১৮ সালে ইজরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় বিমান হামলার ঘটনায় ধারণকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রাশিয়া ইউক্রেন যুদ্ধ
  • Claimed By: Facebook & TikTok users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

ছবিগুলো চলমান ইউক্রেন সংকটে ইসকন কর্তৃক খাদ্য বিতরণের নয়

0

সম্প্রতি, “ইউক্রেনে বিনামুল্যে খাবার বিতরন করছে ইসকন। ইউক্রেনের ইসকন মন্দির আটকে পড়া মানুষের জন্য দরজা খুলে দিয়েছে।” শীর্ষক শিরোনামে দুইটি খাদ্য বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসকন কর্তৃক ইউক্রেনে বিনামূল্যে খাদ্য বিতরণের দাবিতে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং এগুলো ইসকন কর্তৃক খাদ্য বিতরণের কয়েকবছর পুরোনো ছবি।

প্রথম ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে, alachuatemple নামের ওয়েবসাইট থেকে একই ছবি খুঁজে পাওয়া যায়, যেটি ২০১৫ সালে প্রকাশ করা হয়েছিলো।

Screenshot from alachuatemple website

এছাড়াও একই ছবিটি Iskon Desire Tree নামের একটি ওয়েবসাইটে ২০১৯ সালে এবং Patrika.com নামের একটি ভারতীয় হিন্দি অনলাইন নিউজ পোর্টালে ২০১৯ সালের ২২ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহার করা হয়েছিলো।

Screenshot from Iskondesiretree website

দ্বিতীয় ছবিটি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, Wikimedia তে ‘File:ISKCON Food for life.jpg‘ শিরোনামের একটি ওয়েব পেজে খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিটির বর্ণনায় বলা হয় এটি রাশিয়ায় ফুড ফর লাইফ সদস্য কর্তৃক বিনামূল্যে নিরামিষ খাদ্য বিতরণের ছবি এবং সেখানে ছবিটির তারিখ উল্লেখ করা হয় ২১শে ফেব্রুয়ারি ২০০৯। তবে উক্ত ওয়েবসাইটে ছবিটির মেটাডাটায় File change date হিসেবে ২৮ মার্চ ২০০৬ উল্লেখ করা হয়েছে।

খাদ্য
Screenshot from Wikimedia website

মূলত, ইসকন কর্তৃক খাদ্য বিতরণের বেশ পুরোনো দুইটি ছবিকেই সাম্প্রতিক সময়ে ইসকন কর্তৃক ইউক্রেনে বিনামূল্যে খাদ্য বিতরণ কার্যক্রমের ছবি দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Also Read: পুরোনো স্টক ভিডিওকে ইউক্রেনে মুসলিমদের ভয়াবহ অবস্থার চিত্র দাবিতে প্রচার

উল্লেখ্য, ইউক্রেনে থাকা ভারতীয়দের যারা হাঙ্গেরি হয়ে ভারত ফিরছে তাদের জন্য সম্প্রতি খাবারের ব্যবস্থা করছে ইসকন। ইসকনের অফিশিয়াল ফেসবুক পেজের একটি পোস্টে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এছাড়াও Ételt az Életért Alapítvány নামের একটি ফেসবুক পেজে ইসকন সংগঠন ফুড ফর লাইফ কর্তৃক পূর্ব ইউক্রেনের একটি এলাকায় খাদ্য বিতরণ সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি ইসকন হাঙ্গেরির ফেসবুক পেজের একটি পোস্ট থেকে জানা যায় তারা ইউক্রেন থেকে হাঙ্গেরিতে যাওয়া ভারতীয় এবং ইউক্রেন শরনার্থীদের খাবার সরবরাহ করছে এবং এই কার্যক্রম সীমান্তের ওপারেও বিস্তৃত করা হবে বলে উল্লেখ করেছে।

তাছাড়া, ইউক্রেনে বিনামূল্যে ইসকনের খাদ্য বিতরণের দাবিতে প্রচারিত প্রথম ছবিটিকে ভুয়া শনাক্ত করে ইসকনের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রদান করেছে তারা।

প্রসঙ্গত, ফুড ফর লাইফ হর কৃষ্ণ ভক্তদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংস্থা। FOOD for LIFE অলাভজনক সংস্থাটি বিশুদ্ধ খাবারের উদার বন্টনের লক্ষ্যে ১৯৭৪ সালে তাদের কার্যক্রম শুরু করেছিলো এবং আজ সারা বিশ্বের ৬০টিরও বেশি দেশে তারা সক্রিয় আছে বলে নিজেদের About সেকশনে উল্লেখ করছে সংস্থাটি।

সুতরাং, ইসকন কর্তৃক খাদ্য বিতরণের পুরোনো দুইটি ছবিকে সাম্প্রতিক সময়ে ইসকন কর্তৃক ইউক্রেনে বিনামূল্যে খাদ্য বিতরণ কার্যক্রমের ছবি দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইউক্রেনে বিনামুল্যে খাবার বিতরন করছে ইসকন ,, ইউক্রেনের ইসকন মন্দির আটকে পড়া মানুষের জন্য দরজা খুলে দিয়েছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Alachua Temple: https://www.alachuatemple.com/food/
  2. Alachua Temple: https://alachuatemple.com/wp-content/uploads/2015/08/SUNDAY-SERVE-OUT-CLOSE-1-1.jpg 
  3. ISKCON Desire Tree: https://iskcondesiretree.com/profiles/blogs/everyone-lives-in-a-temple-a-realistic-way-to-see-our 
  4. Patrika: https://www.patrika.com/miscellenous-india/are-you-vegan-want-to-travel-abroad-search-for-govinda-rasoi-5000581/
  5. Wikimedia:https://commons.m.wikimedia.org/wiki/File:ISKCON_Food_for_life.jpg
  6. Food for Life Archive: https://web.archive.org/web/20100324130526/http://www.ffl.org/ffl_about.php
  7. Iskcon Hungry FB post: https://fb.watch/bsJnzzHNzR/
  8. Ételt az Életért Alapítvány page post: https://www.facebook.com/104080136291870/posts/5320670134632818/

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভিডিও দাবিতে চলচ্চিত্রের দৃশ্য প্রচার

0

সম্প্রতি, “হে আল্লাহ ইউত্রেনের সকল মুসলমানদের রহ্মা করো” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ইউক্রেন

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেন-রাশিয়া সংঘাতের নয় বরং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী অবলম্বনে ২০১৯ সালে নির্মিত ‘Midway(2019)’ নামের একটি চলচ্চিত্রের ট্রেলার।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘hasan 15m’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৬ মার্চে “Midway (2019) The Battle of Midway” শীর্ষক শিরোনামে প্রকাশিত ৫ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওটির ৪২ সেকেন্ড সময়কালের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

মূলত, আলোচিত ভিডিওটি ২০১৯ সালে ফিল্ম প্রোডাকশন কোম্পানি সেন্ট্রোপলিস এন্টারটেইনমেন্ট কর্তৃক দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি কাহিনী অবলম্বনে নির্মিত ‘Midway (2019)’ নামের একটি চলচ্চিত্রের ট্রেলার (আগামী ছবির নমুনা হিসেবে প্রদর্শিত খন্ড চলচ্চিত্র)। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা এবং জাপানিজ নৌবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে উক্ত চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। এই চলচ্চিত্রের ট্রেলারের দৃশ্যকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া সংঘাতকালের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কাহিনী অবলম্বনে ২০১৯ সালে নির্মিত Midway(2019) নামের চলচ্চিত্রের দৃশ্যকে সম্প্রতি ইউক্রেন-রাশিয়া সংঘাতকালের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: হে আল্লাহ ইউত্রেনের সকল মুসলমানদের রহ্মা করো
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Midway (2019) The Battle of Midway
  2. Midway (2019) – IMDb

ইউক্রেন সেনাদের যুদ্ধ যাওয়ার পূর্বের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

0

সম্প্রতি “যদি বেঁচে ফিরি, দেখা হবে প্রিয়..যদি না ফিরি, মনে রেখো’হেরে গেছি, পালিয়ে যাইনি যুদ্ধক্ষেত্র থেকে’ আবার কখনো দেখা হবে হয়তো অন্য পৃথিবীতে, যেখানে ক্ষমতার লড়াই থাকবেনা, থাকবে শুধু ভালোবাসা Ukraine Military” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনার নয় বরং এটি কয়েক বছর পূর্বে কোনো এক সামরিক বাহিনীর সদস্যদের তাদের পরিবারের সদস্যদের সাথে আলিঙ্গনের আবেগঘন মূহুর্তের ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, “David G” নামের মেক্সিকান একটি ফেসবুক পেজ হতে ২০২০ সালের ৬ জানুয়ারিতে “Dios los cuide y proteja” (Translation: God bless and protect you) শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from David G Facebook Page

এছাড়া, একই বছরের ৮ জানুয়ারিতে “Latinos en Orlando FL” নামের ফেসবুক পেজ থেকে “Sin palabras” (Translation: Speechles) শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

ইউক্রেন
Screenshot from Latinos en Orlando FL Facebook Page

মূলত, রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে ভিডিওটির মূল উৎস খুঁজে বের করা না গেলেও এটি নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতকালীন ধারণকৃত নয়। কারণ উক্ত ভিডিওটি ২০২০ সাল হতে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন শিরোনামে সামাজিক মাধ্যমে প্রচার হয়ে আসছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, কয়েক বছর পূর্বে কোনো এক সামরিক বাহিনীর সদস্যদের তাদের পরিবারের সদস্যদের সাথে আলিঙ্গনের আবেগঘন মূহুর্তের দৃশ্যকে বর্তমানে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের সৈন্যদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে তাদের পরিবারের সদস্যদের সাথে আলিঙ্গন করার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: যদি বেঁচে ফিরি, দেখা হবে প্রিয়..যদি না ফিরি, মনে রেখো’হেরে গেছি, পালিয়ে যাইনি যুদ্ধক্ষেত্র থেকে’ আবার কখনো দেখা হবে হয়তো অন্য পৃথিবীতে, যেখানে ক্ষমতার লড়াই থাকবেনা, থাকবে শুধু ভালোবাসা Ukraine Military
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. David G Facebook Page: https://www.facebook.com/DavidGOOficial/videos/600637890711729 | Archive Linkhttps://perma.cc/Y3AJ-RYJB
  2. Latinos en Orlando FL Facebook Page: https://www.facebook.com/latinosenorlandoFLO/videos/803445483455985 | Archive Linkhttps://perma.cc/4XRF-48YQ

পুরোনো স্টক ভিডিওকে ইউক্রেনে মুসলিমদের ভয়াবহ অবস্থার চিত্র দাবিতে প্রচার

0

সম্প্রতি, “ইউক্রেনের মুসলমানদের অবস্থা অনেক ভয়াবহ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Screenshot from TikTok

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে, আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে। টিকটকে প্রচারিত ভিডিওটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ইউক্রেনের সেনা কর্তৃক মুসলিম ছেলেকে রক্ষা করার নয় বরং এটি স্টক ভিডিও ফুটেজের জন্য অভিনয় করা একটি সামরিক অপারেশন প্রশিক্ষণের ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, স্টক ফটো-ভিডিও ভিত্তিক ওয়েবসাইট ‘iStock’ – এ ২০২০ সালের ১৬ ডিসেম্বরে “The concept of military training operations. stock video” শিরোনামে ‘Anusak Rojpeetipongsakorn’ অ্যাকাউন্ট হতে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from iStock website

এছাড়া, Anusak Rojpeetipongsakorn এর iStock প্রোফাইলে আলোচিত ভিডিওটির বিভিন্ন দৃশ্যের একাধিক ছবি/ফুটেজ পাওয়া যায়।

ইউক্রেনে
Screenshot from iStock website

মূলত, সামরিক অপারেশন ট্রেইনিং এর ধারণার জন্য থাইল্যান্ডের স্টক ভিডিও নির্মাতা Anusak Rojpeetipongsakorn কর্তৃক তৈরিকৃত একটি ভিডিওকে সম্প্রতি ইউক্রেন-রাশিয়ার চলমান সংঘাতে মুসলমানদের ভয়াবহ অবস্থার চিত্র দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

গুজবের সূত্রপাত

অনুসন্ধানে, ফেসবুকে প্রচারিত ভিডিওটির ডান কোণে বঙ্গবীর টিভির লগোর সূত্র ধরে Bongobir Tv এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

মূলত বঙ্গবির টিভির উক্ত ভিডিওটি চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে তথ্য প্রতিবেদনমূলক একটি ভিডিও কন্টেন্ট যেখানে সামরিক অপারেশন ট্রেইনিং এর ধারণার জন্য নির্মিত ঐ স্টক ভিডিওটি ব্যবহার করা হয়েছে। এই ভিডিওটি-ই পরবর্তীতে ফেসবুক এবং টিকটকে মনগড়া শিরোনামে প্রচার করা হয়।

Also Read: পুরোনো কিছু ভিডিও সংযুক্ত করে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে প্রচার

সুতরাং, একটি তথ্য প্রতিবেদনে ব্যবহৃত স্টক ভিডিওর ফুটেজকে ইউক্রেনের মুসলমানদের ভয়াবহ অবস্থার চিত্র দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইউক্রেনের মুসলমানদের অবস্থা অনেক ভয়াবহ
  • Claimed By: Facebook & TikTok
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. iStock: https://www.istockphoto.com/en/video/the-concept-of-military-training-operations-gm1289373511-385044017
  2. iStock: https://www.istockphoto.com/search/stack/801289446?assettype=film
  3. Bongobir TV: https://www.youtube.com/watch?v=Z9aWX97xcik // https://www.facebook.com/Bongobirtv/videos/332521265335480

পুরোনো কিছু ভিডিও সংযুক্ত করে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে প্রচার

0

সম্প্রতি, ‘রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধের ভিডিও রাশিয়ার হামলা‘ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনার নয় বরং এটি পূর্বে রাশিয়ার সামরিক সক্ষমতা বিষয়ে ধারণকৃত বেশ কয়েকটি ভিডিও এর খণ্ডিত দৃশ্যকে একত্রিত করে তৈরি করা একটি ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, @kpru নামের একটি ভেরিফাইড টুইটার একাউন্ট হতে ২০২০ সালের ০৯ ডিসেম্বরে “С космодрома Плесецк запустили межконтинентальную баллистическую ракету (Translation: Intercontinental ballistic missile launched from Plesetsk cosmodrome)” শীর্ষক শিরোনাম প্রকাশিত ভিডিওর সাথে ইউক্রেনে রাশিয়ার হামলা দাবিতে প্রচারিত ভিডিও এর প্রথম অংশের হবহু মিল খুঁজে পাওয়া যায়।

আবার, ‘Matsimus’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ৭ অক্টোবরে ‘Tupolev TU-95 Bear | RUSSIAN LONG RENGE BOMBER’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর ৮ মিনিট ৫৩ সেকেন্ড সময়কালের দৃশ্যের সাথের সম্প্রতি প্রচারিত ভিডিওটির ২৭ সেকেন্ড হতে প্রচারিত দৃশ্যের হুবহু মিল রয়েছে।

এছাড়া, Odo Puiu Events নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৩ মে “Russian Nuclear Submarine “Yuri Dolgoruky” (K-535) Sub- Sea Launch Four “Bulava” Missile.” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওর ২ মিনিট ৪১ সেকেন্ড সময়কালের দৃশ্যের সঙ্গে সম্প্রতি আলোচিত ভিডিওটির ১ মিনিট ১০ সেকেন্ড হতে প্রচারিত দৃশ্যের মিল রয়েছে।

তাছাড়াও, ‘Russia insight’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৫ জুলাইয়ে “NEW EXCLUSIVE Footage Of Russia’s Newest Hypersonic Missile ‘Kinzhal’ Tested Form form MiG-31” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর ৪২ সেকেন্ড সময়কালের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর ২ মিনিট ২৪ সেকেন্ড হতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

ইউক্রেনে

মূলত, আলোচিত ভিডিওর প্রথম অংশের দৃশ্যটি ২০২০ সালের ০৯ ডিসেম্বরে রাশিয়ার প্লেসেটস্ক কসমোড্রোম থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় ধারণ করা। ভিডিওর ২৮ সেকেন্ড হতে পরবর্তী দৃশ্যটি প্রপেলার চালিত রাশিয়ার কৌশলগত বোমারু বিমান TU-95 ‘বিয়ার’ এর, যা ২০২০ সালের আগস্ট মাসে The National Interest নামের একটি সাইটে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায়।

Screenshot from The National Interest website

ভিডিওর ৫৪ সেকেন্ড থেকে পরবর্তী দৃশ্যটি রাশিয়ার সাবমেরিন “ইউরি ডলগোরুকি” থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ভিডিও, যা নিয়ে রাশিয়ার একটি সংবাদমাধ্যমের সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে।

Screenshot from nation-news.ru website

ভিডিওর ২ মিনিট ২৬ সেকেন্ড হতে প্রচারিত দৃশ্যটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও যা ২০১৯ সালের নভেম্বরে ‘stirileprotv’ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন হতে জানা যায়।

Screenshot from stirileprotv website

অর্থাৎ, ইউক্রেনে রাশিয়ার হামলা দাবিতে প্রচারিত ভিডিওটি পূর্বের বেশকিছু ভিডিও হতে খণ্ডিত দৃশ্য নিয়ে একত্রিত করে তৈরি করা একটি ভিডিও। এই বিষয়ে রিউমর স্ক্যানার টিম ভিডিওটির ৪ টি দৃশ্য পুরোনো বলে শনাক্ত করতে পেরেছে। সাম্প্রতিক সময়ে ঐ ভিডিওটিকেই ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

তবে, উক্ত ভিডিওর বাকি অংশগুলো পুরাতন কিংবা সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতকালে ধারণকৃত কিনা তা যাচাই করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, পূর্বে বিভিন্ন সময়ে রাশিয়ার সামরিক সক্ষমতা সংক্রান্ত বিষয় নিয়ে ধারণকৃত বেশ কয়েকটি দৃশ্যকে একত্রিত করে তৈরিকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার হামলা দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধের ভিডিও রাশিয়ার হামলা
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Tweet: https://twitter.com/kpru/status/1336693381058191361?s=20&t=fhM0164i61sbfD_mGWME7A
  2. Tupolev TU-95 Bear | RUSSIAN LONG RANGE BOMBER
  3. Russian Nuclear Submarine “Yuri Dolgoruky” (K-535) Sub-Sea Launch Four “Bulava” Missile.
  4. NEW EXCLUSIVE Footage Of Russia’s Newest Hypersonic Missile ‘Kinzhal’ Tested From from MiG-31
  5. The National Interest: https://nationalinterest.org/blog/reboot/russias-tu-95-%E2%80%9Cbear%E2%80%9D-only-propeller-powered-strategic-bomber-still-flying-167238
  6. nation-news.ru: https://nation-news.ru/437672-v-seti-poyavilos-video-s-zapuskom-ballisticheskikh-raket-s-podlodki-yurii-dolgorukii
  7. stirileprotv: https://stirileprotv.ro/stiri/international/rusia-a-testat-o-racheta-imbatabila-poate-lovi-romania-in-cateva-minute.html

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে তর্কে জড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারির ঘটনাটি মিথ্যা

0

সম্প্রতি, ‘ব্রাহ্মনবাড়িয়ায় চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পক্ষে বিপক্ষে তর্কে জড়িয়ে দুই যুদ্ধ বিশেষজ্ঞ দলের মারামারিতে ৫ জন আহত‘ শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানের জানা যায়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পক্ষে-বিপক্ষে তর্কে জড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারিতে ৫ জন আহত হওয়ার দাবিটি সত্য নয় এবং উক্ত তথ্যের সাথে সংযুক্ত ছবিটি প্রায় ২ বছর পুরোনো একটি সংঘর্ষের ঘটনার।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, সংবাদমাধ্যম Ekushey TV এর অনলাইন সংস্করণে ২০২০ সালের ২৬ এপ্রিলে ‘ব্রাহ্মণবাড়িয়ায় ফের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০‘ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot Ekushey TV website

সেখানে উল্লেখ করা হয়, রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। আশুরাইল গ্রামের বাসিন্দা ধলাই মিয়া তার বাড়িতে সীমানা প্রাচীর দিতে চাইলে প্রতিবেশী ধন মিয়া তাতে বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, উক্ত সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয় উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

উক্ত ঘটনা নিয়ে সেসময়ে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে এবং এখানে

Screenshot Risingbd website

মূলত, ২০২০ সালে ব্রাহ্মণবাড়িয়ায় সীমানা প্রাচীর বিরোধ নিয়ে ঘটা এক সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়ের একটি ছবিকে সাম্প্রতিক সময়ে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পক্ষে বিপক্ষে তর্কে জড়িয়ে ব্রাহ্মনবাড়িয়ার দুই পক্ষের হতাহতের ঘটনার ছবি দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

গুজবের সূত্রপাত 

অনুসন্ধানে দেখা যায়, Earki নামের একটি স্যাটায়ার ভিত্তিক ওয়েবসাইটে ‘ব্রাহ্মণবাড়িয়ায় রাশিয়া ও ইউক্রেন সমর্থকদের মাঝে প্রীতি সংঘর্ষের আয়োজন’ শিরোনামে প্রকাশিত একটি হাস্যরসাত্মক প্রতিবেদন Earki এর ফেসবুক পেজে গতকাল ২৭ ফেব্রুয়ারি দুপুর ৩.৩০ মিনিটে পোস্ট করা হয়।

উক্ত পোস্টে একজন ফেসবুক ব্যবহারকারী “এমনটা শুনলে খুব একটা অবাক হব না,”ব্রাহ্মণবাড়ীয়ায় রাশিয়া ও ইউক্রেন সাপোর্টার দের মাঝে সংঘর্ষ! নিহত ৩🐸” শীর্ষক মন্তব্যটি করেন এবং অন্য একজন ফেসবুক ব্যবহারকারী আলোচিত ছবিটি সেখানে কমেন্ট করেছিলেন। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে ইয়ার্কি পেজের উক্ত ব্যাঙ্গাত্মক পোস্টে সেই ছবি এবং প্রাসঙ্গিক তথ্য কমেন্ট করার বিষয়টি গুজবের সূত্রপাত হিসেবে প্রতীয়মান হয়েছে।

এরপর ‘News Narsingdi 24’ নামের একটি ফেসবুক পেজে ছবিটি “ব্রাহ্মনবাড়িয়ায় চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পক্ষে বিপক্ষে তর্কে জড়িয়ে দুই যুদ্ধ বিশেষজ্ঞ দলের মারামারিতে ৫ জন আহত” শিরোনামে পোস্ট করার পর বিষয়টি কপি-পেস্ট এর মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ইউক্রেন
Screenshot News Narsingdi 24 Facebook Page

এছাড়াও, সম্প্রতি রাশিয়া-ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে ব্রাহ্মনবাড়িয়ায় সংঘর্ষ হয়েছে এমন কোনো সংবাদ এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ২০২০ সালে ব্রাহ্মণবাড়িয়ায় সীমানা প্রাচীর বিরোধ নিয়ে ঘটা এক সংঘর্ষে আহতদের একটি ছবিকে সম্প্রতি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পক্ষে বিপক্ষে তর্কে জড়িয়ে ব্রাহ্মনবাড়িয়ায় মারামারিতে ৫ জন আহত হওয়ার দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ব্রাহ্মনবাড়িয়ায় চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পক্ষে বিপক্ষে তর্কে জড়িয়ে দুই যুদ্ধ বিশেষজ্ঞ দলের মারামারিতে ৫ জন আহত
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1.  ব্রাহ্মণবাড়িয়ায় ফের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
  2. ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ২০ | 903862 | কালের কণ্ঠ 
  3. ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ 
  4. earki: https://www.facebook.com/1439584546253425/posts/3161725714039291/