সম্প্রতি, ‘লিও মেসি পিএসজি ছাড়ার পরপরই পিএসসি’র সাথে স্পন্সরশীপ বাতিল করলো Goat কোম্পানি’ শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি পিএসজি ছাড়ার পর পিএসজির সাথে GOAT এর স্পন্সরশীপ বাতিল করার তথ্যটি সঠিক নয় বরং কোনো তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে ফরাসি ফুটবল ক্লাব পিএসজি’র অফিশিয়াল ওয়েবসাইট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে প্রদর্শিত স্পন্সরদের বর্তমান তালিকায় GOAT এর নাম খুঁজে পাওয়া যায়।
এছাড়াও, ফুটবল কেন্দ্রিক সংবাদমাধ্যম Goal এর ওয়েবসাইটে গত ৩১ মে প্রকাশিত পিএসজি’র ২০২৩-২৪ মৌসুমের জার্সিতেও GOAT এর লোগো খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, গণমাধ্যম কিংবা ফুটবল ভিত্তিক কোনো বিশ্বস্ত সূত্রে এই দুই প্রতিষ্ঠানের চুক্তি বাতিল সম্পর্কিত কোনো তথ্য এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা প্রতীয়মান হয় যে, ফরাসি ফুটবল ক্লাব পিএসজির সাথে GOAT এর স্পন্সরশীপ চুক্তি এখনো বহাল আছে।
মূলত, সম্প্রতি লিওনেল মেসি ফরাসি ফুটবল ক্লাব পিএসজি ছাড়ার পর পিএসজি’র সাথে তাদের অফিশিয়াল স্পন্সর পার্টনার GOAT স্পন্সর বাতিল করেছে শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে এই দুই প্রতিষ্ঠানের চুক্তি বাতিল সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি এবং এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত পিএসজির ওয়েবসাইটে অফিশিয়াল স্পন্সর তালিকায় GOAT এর নাম রয়েছে।
প্রসঙ্গত, GOAT একটি আমেরিকান অনলাইন প্ল্যাটফর্ম সেখানে স্নিকার্স, বিশালবহুল পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হয়। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটির বর্তমানে ১৭০ টি দেশে ৩ কোটি সদস্য এবং ৬ লাখ বিক্রেতা রয়েছে।
উল্লেখ্য, পূর্বেও মেসিকে জড়িয়ে ভুল তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, মেসির পিএসজি ছাড়ার পর পিএসজি’র সাথে GOAT এর স্পন্সর বাতিল করার দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- PSG: Official Website
- Sports Khabari: Paris Saint-Germain Sponsors 2022-23
- Footy Headlines: PSG 23-24 Home Kit Released
- GOAL: Nike reveal the all-new Paris Saint-Germain 2023-24 home kit
- GOAT: Official Website
- Rumor Scanner’s Own Analysis