সম্প্রতি, লিওনেল মেসির বার্সেলোনায় ফিরে যাওয়া সম্পর্কে পিএসজি প্রেসিডেন্ট আল খেলাইফির একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং, এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং, এখানে।
কি দাবি করা হচ্ছে
লিওনেল মেসির বার্সেলোনায় ফিরে যাওয়া সম্পর্কে পিএসজি প্রেসিডেন্ট খেলাইফির যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে তা হুবহু তুলে ধরা হলো: “বার্সেলোনা মেসিকে ফিরিয়ে নেওয়ার জন্য অফার করলে আমরা রাজি। যেকোনো মূল্যে আমি তাকে ক্লাব থেকে তাড়াতে চাই। আমার এখনও আফসোস হয় কেনো আমি ২০২১ সালে সুযোগ থাকা স্বত্বেও কিং রোনালদোকে সাইন না করে মেসিকে সাইন করে ছিলাম। “
তিনি আরও বলেন : “যদি আমি ২০২১ সালে কিং রোনালদোকে সাইন করতাম, তাহলে আমরা এতো দিনে অন্তত একটি ইউসিএল জিততে পারতাম “
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, লিওনেল মেসির বার্সেলোনায় ফিরে যাওয়া সম্পর্কে পিএসজি প্রেসিডেন্ট আল খেলাইফি এমন কোনো বক্তব্য দেননি বরং পিএসজি প্রেসিডেন্ট খেলাইফি লিওনেল মেসিকে পিএসজিতে রাখার আশা করছেন।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, গত ২৬ মার্চ ২০২৩ এ ক্রীড়া গণমাধ্যম ‘Marca’ তে “Nasser Al-Khelaifi on Messi and Mbappe’s contract renewals: We will not make mistakes” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) এর প্রেসিডেন্ট আল খেলাইফি তাদের দলের দুই তারকা লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পেকে ক্লাবে থাকার চুক্তি নবায়ন করার কথা বলেছিলেন এবং তারা রাজিও আছেন।
অনুসন্ধানের মাধ্যমে গত ২৬ মার্চ যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ‘The Daily Mail’ এ “Nasser Al-Khelaifi insists PSG will do everything to keep Lionel Messi and Kylian Mbappe” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনেও আল খেলাইফি লিওনেল মেসিকে পিএসজি ক্লাবে রাখার রাখার আগ্রহের কথা জানান।
গত ৯ ডিসেম্বর ২০২২ এ ক্রীড়া গণমাধ্যম ‘Sky Sports’ এ “PSG president Nasser Al-Khelaifi exclusive: Lionel Messi happy in Paris; Marcus Rashford as a free agent – why not?” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে আল খেলাইফি বিশ্বকাপের পর মেসির চুক্তি বাড়ানোর কথা উঠে আসে।
অনুসন্ধানের মাধ্যমে গত ৭ ডিসেম্বর ২০২২ ‘Marca’ তে “PSG’s blunt response on the signing of Cristiano Ronaldo” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে পিএসজির প্রেসিডেন্ট আল খেলাইফির রোনালদোর সাথে চুক্তির অনাগ্রহ উঠে আসে।
এছাড়া, পিএসজি প্রেসিডেন্ট আল খেলাইফি “যদি আমি ২০২১ সালে কিং রোনালদোকে সাইন করতাম, তাহলে আমরা এতো দিনে অন্তত একটি ইউসিএল জিততে পারতাম” শীর্ষক এমন কোন বক্তব্য ইন্টারনেটে খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম।
অর্থাৎ, লিওনেল মেসিকে ফিরিয়ে নেওয়ার জন্য অফার করলে পিএসজি প্রেসিডেন্ট আল খেলাইফি রাজি থাকা এবং রোনালদোকে পিএসজিতে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে কিছু বলেননি।
মূলত, প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) এর প্রেসিডেন্ট আল খেলাইফির নামে বার্সেলোনা লিওনেল মেসিকে ফিরিয়ে নেওয়ার অফার করলে রাজি থাকা এবং ক্রিস্তিয়ানো রোনালদোকে পিএসজিতে চুক্তিবদ্ধ করার একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে। তবে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) এর প্রেসিডেন্ট আল খেলাইফি কর্তৃক বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্য থেকে জানা যায়, তিনি মেসিকে পিএসজিতে রাখতে আগ্রহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, লিওনেল মেসি ২০২১ সালের আগস্ট মাসে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ফুটবল ক্লাবে চুক্তিবদ্ধ হওয়ার তথ্য প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়।
প্রসঙ্গত, এর আগেও লিওনেল মেসিকে নিয়ে ইন্টারনেটে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। দেখুন এখানে, এখানে, এখানে।
সুতরাং, লিওনেল মেসির বার্সেলোনায় ফিরে যাওয়া সম্পর্কে পিএসজি প্রেসিডেন্ট আল খেলাইফির বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিষয়টি মিথ্যা।
তথ্যসূত্র
- Marca – “Nasser Al-Khelaifi on Messi and Mbappe’s contract renewals: We will not make mistakes”
- The Daily Mail – “Nasser Al-Khelaifi insists PSG will do everything to keep Lionel Messi and Kylian Mbappe”
- Sky Sports – “PSG president Nasser Al-Khelaifi exclusive: Lionel Messi happy in Paris; Marcus Rashford as a free agent – why not?”
- Marca – “PSG’s blunt response on the signing of Cristiano Ronaldo”
- Al Jazeera – “Messi signs two-year contract with PSG after leaving Barcelona”