সম্প্রতি, ‘একটি বিশ্বকাপ জেতা কিছুই পরিবর্তন করে না। আমি নিজেও বিশ্বকাপ থেকে নিয়ে সব জিতেছি কিন্তু আমি ইতিহাসের সেরা নই। মেসি জিনিয়াস কিন্তু ক্রিশ্চিয়ানো ৪ টি লীগে নিজেকে প্রমান করেছে। সব মিলিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোই সেরা’ শীর্ষক শিরোনামে সাবেক জার্মান ফুটবল খেলোয়াড় টনি ক্রুসের মন্তব্য দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
Screenshot from Facebook.
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবংএখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাতার বিশ্বকাপ ২০২২ এর পর লিওনেল মেসির বিশ্বকাপ জেতা নিয়ে টনি ক্রুস ‘মেসি বিশ্বকাপ জিতলেও রোনালদো সেরা’ শীর্ষক মন্তব্য করেননি বরং বিশ্বকাপের পর তিনি লিওনেল মেসির প্রশংসা করে মন্তব্য করেছেন।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যেমে, ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ’’Goal’’ এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৮ আগস্ট ‘Kroos drops Mbappe to Real Madrid transfer hint & discusses Messi exit weakening Barcelona’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে মেসি নাকি রোনালদো কে সর্বকালের সেরা? এমন বিতর্ক নিয়ে টনি ক্রুসের মন্তব্য খুঁজে পাওয়া যায়। জানা যায়, ক্রুসের কাছে রোনালদোই সর্বকালের সেরা।

একই তথ্য ফুটবল বিষয়ক গণমাধ্যম ‘90min’ এর প্রতিবেদন থেকেও জানা যায়।
অনুসন্ধানের মাধ্যমে কাতার বিশ্বকাপ চলাকালীন বা পরবর্তী সময়ে রোনালদোকে নিয়ে ক্রুসের করা কোনো মন্তব্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি।
তবে, ২০২২ সালের ২০ ডিসেম্বরে জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ‘Marca’ তে “Toni Kroos praises Messi: He deserves it, I’ve never seen a footballer play so consistently” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বিশ্বকাপের পর মেসিকে নিয়ে ক্রুসের করা মন্তব্য পাওয়া যায়। তিনি বলেন, “এই বিশ্বকাপ লিও মেসির প্রাপ্য৷ একটি টুর্নামেন্টে ব্যক্তিগত অর্জনের বিচারে আমি কখনও একজন ফুটবলারকে এরকম ধারাবাহিক ভাবে খেলতে দেখিনি৷ আপনাকে মনে রাখতে হবে যে, সে কখনই আমার পছন্দের ক্লাবের হয়ে খেলেনি। যা প্রমাণ করে এই কথাটা আমি কতটা গুরুত্ব দিয়ে বলছি।”

একই দিনে একাধিক ক্রীড়া গণমাধ্যমও একই তথ্য পাওয়া যায়।
মূলত, রোনালো নাকি মেসি কে সেরা এমন প্রসঙ্গে টনি ক্রুস সবসময়ই নিজের ক্লাব সতীর্থ রোনালদোকে এগিয়ে রেখেছেন। তবে ২০২২ বিশ্বকাপের পর মেসির বিশ্বকাপ জেতার পর ‘এই বিশ্বকাপ মেসির প্রাপ্য’ বলে মন্তব্য করেছেন সাবেক এই জার্মান ফুটবলার। কিন্তু সম্প্রতি মেসির বিশ্বকাপ জেতা নিয়ে টনি ক্রুসকে উদ্বৃত করে ‘মেসি বিশ্বকাপ জিতলেও রোনালদো সেরা’ শীর্ষক একটি ভুয়া মন্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সুতরাং, বিশ্বকাপের পর মেসিকে নিয়ে টনি ক্রুস ‘মেসি বিশ্বকাপ জিতলেও রোনালদো সেরা’ শীর্ষক মন্তব্য করেছেন, এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তথ্যসূত্র
- Goal – Kroos drops Mbappe to Real Madrid transfer hint & discusses Messi exit weakening Barcelona
- 90min – Toni Kroos Reveals His Choice Between Cristiano Ronaldo and Lionel Messi
- Marca – Toni Kroos praises Messi: He deserves it, I’ve never seen a footballer play so consistently
- Mirror – Toni Kroos breaks “forbidden” Cristiano Ronaldo rule with Lionel Messi admission
- Sportbible – Toni Kroos broke ‘forbidden’ Cristiano Ronaldo rule immediately after Lionel Messi’s World Cup win