সম্প্রতি, সিলেটের ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ড. রামেন্দ্র কুমার সিংহ কর্তৃক মুসলিম তরুণীকে ধর্ষণের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিলেটের ওসমানী মেডিকেলে হিন্দু চিকিৎসক কর্তৃক তরুণীকে ধর্ষণের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২২ সালের।
এ বিষয়ে অনুসন্ধানে ‘SYLON TVt’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৯ অক্টোবর ‘তবে কী প্রতারণার শিকার সেই তরুণীর আবেগকে পুজি করে অবশেষে পার পেয়ে যাবে প্রতারক ডাক্তার?’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

উক্ত ভিডিওর বিবরণীতে বলা হয়, ডাক্তার এস কে রয়েল বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর সাথে প্রতারণা করেন।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাতীয় দৈনিক জনকণ্ঠের ওয়েবসাইটে ২০২২ সালের ১৭ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডা. আর কে এস রয়েলের লালসার শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়ে এক তরুণী। ১৬ অক্টোবর (২০২২) ভুক্তভোগী ওই তরুণী সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। অভিযোগের পর ওই চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নগরীর কাজলশাহ ল্যাবএইড লি. ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।
সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রকাশ করে।
সুতরাং, ২০২২ সালে সিলেটের ওসমানী মেডিকেলে হিন্দু চিকিৎসক কর্তৃক তরুণীকে ধর্ষণের ঘটনাকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।