ইতালিতে আ.লীগের বিক্ষোভের জেরে ড. ইউনূসের ‘হতবাক’ প্রতিক্রিয়া দাবিতে পুরোনো ভিডিও প্রচার

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১২ অক্টোবর ইতালির রোমে পৌঁছান। এই সফরকে কেন্দ্র করে তার বিরুদ্ধে রোমে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এই ঘটনার প্রেক্ষাপটে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে শিরোনামে লেখা হয়েছে: ‘ইতালিতে~ইউনূস কে আওয়ামীলীগ আপ্যায়ন করার পরে। ইউনূসের প্রতিক্রিয়া,, বেচারা হতবাক হয়ে গেছে।’ ভিডিওতে প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকে হতবাক, এরকম একটা কান্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে। 

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ইতালি সফরের প্রেক্ষাপটে দেওয়া বক্তব্য নয়। এটি মূলত গত জুলাইয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ড. ইউনূসের দেওয়া শোকবার্তার একটি অংশ।

এই বিষয়ে অনুসন্ধানে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে গত ২১ জুলাই পোস্ট করা ৪ মিনিট ৫১ সেকেন্ডের মূল ভিডিওটি পাওয়া যায়। এতে ড. ইউনূসের পরিহিত পোশাক এবং পারিপার্শ্বিকতার সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। পর্যবেক্ষণে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে মূল ভিডিওর ০:১৬ থেকে ০:২৪ সেকেন্ডের অংশ ব্যবহৃত হয়েছে।  

Comparison: Rumor Scanner. 

ফেসবুক পোস্টের ক্যাপশন অনুযায়ী, ভিডিওটি মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোকবার্তার দৃশ্য।

২১ জুলাই অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেন।

সুতরাং, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোকবার্তাকে ইতালির সফরের প্রেক্ষাপটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img