গত জুনে নেপালের পূর্বাঞ্চলে ভারী বর্ষণের ফলে বন্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কতিপয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তিনটি ছবি ব্যবহার করা হয়েছে।
উক্ত ছবিগুলো যুক্ত করে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত এমনকিছু প্রতিবেদন দেখুন সময় টিভি, ঢাকা পোস্ট, দৈনিক মানবকণ্ঠ, দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, সংবাদ প্রকাশ, সময় ট্রিবিউন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নেপালে গত জুনে ভারী বর্ষণের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সাথে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং নেপালের পূর্বের বন্যার ঘটনার পুরোনো ছবিকে দেশটির সাম্প্রতিক ভারী বর্ষণের ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।
ছবি যাচাই- ১
নেপালের ভারী বর্ষণের ঘটনার বিষয় জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে দেশীয় অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট, সংবাদ প্রকাশ, সময় ট্রিবিউন।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
এ বিষয়ে অনুসন্ধানে ফরাসি সংবাদ সংস্থা AP এর ওয়েবসাইটে ২০২১ সালের ২২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
AP নেপালের পুলিশের মুখপাত্র বসন্ত বাহাদুর কুনওয়ারের বরাদ দিয়ে বলেছে, ২০২১ সালের ২১ অক্টোবর নেপালে বন্যা ও ভূমিধসে একশোর বেশী মানুষ নিখোঁজ হয়েছিল।
অর্থাৎ, গণমাধ্যমে প্রচারিত এই ছবিটি নেপালের সাম্প্রতিক ভারী বর্ষণের নয়।
ছবি যাচাই- ২
নেপালের ভারী বর্ষণের ঘটনার বিষয় জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে দেশীয় অনলাইন গণমাধ্যম সময় টিভি এবং দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
অনুসন্ধানে দেখা যায়, একটি গণমাধ্যম উক্ত ছবিটি সূত্র হিসেবে NDTV’র নাম উল্লেখ করেছে।
পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম NDTV এর ওয়েবসাইটে গত ১৮ জুন প্রকাশিত নেপালের সাম্প্রতিক ভারী বর্ষণের ঘটনার বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
NDTV তাদের প্রতিবেদনে এই ছবিটি যুক্ত করে ক্যাপশনে “প্রতীকী” ছবি বলে উল্লেখ করা হয়েছে, যা থেকে প্রতীয়মান হয়, ছবিটি সাম্প্রতিক ঘটনার সময়ের নয়।
এ বিষয়ে তাই আরো অনুসন্ধানে ব্রিটিশ সংবাদ সংস্থা Reuters এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৮ জুন প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়।
Reuters এর প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের জুন মাসে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে ভারত এবং চীনা নাগরিকসহ অন্তত ২৫ জন নিখোঁজ হয়েছেন।
অর্থাৎ, গণমাধ্যমে প্রচারিত এই ছবিটি নেপালের সাম্প্রতিক ভারী বর্ষণের নয়।
ছবি যাচাই – ৩
নেপালের ভারী বর্ষণের ঘটনার বিষয় জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে দেশীয় গণমাধ্যম দৈনিক মানবকণ্ঠ।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
এ বিষয়ে অনুসন্ধানে নেপালের মূলধারার গণমাধ্যম THE KATHMANDU POST এর ২০২১ সালের ২০ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পায়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২১ সালের অক্টোবর মাসে ভারী বর্ষণের ফলে নেপালে বন্যার সৃষ্টি হয়। সেইসময় নেপালের দারচুলা জেলার মহাকালী নদীর ছবি এটি।
অর্থাৎ, গণমাধ্যমে প্রচারিত এই ছবিটি নেপালের সাম্প্রতিক ভারী বর্ষণের নয়।
গণমাধ্যমের প্রতিবেদনে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য দেওয়া হয়নি। বরং কিছু গণমাধ্যম ছবিগুলোর ছবিসূত্র হিসেবে বিদেশী গণমাধ্যমের নাম উল্লেখ করেছে। কতিপয় গণমাধ্যম ছবির ক্যাপশনে কিছুই লিখেনি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিগুলো ব্যবহার করে বিদেশী গণমাধ্যমের নাম উল্লেখ কিংবা কোনো তথ্যই উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবে ছবিগুলো নেপালের সাম্প্রতিক ভারী বর্ষণের ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হওয়া অমূলক নয়।
মূলত, সম্প্রতি নেপালে ভারী বর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কতিপয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে নেপালের পুরোনো ও ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে সাম্প্রতিক ঘটনার ছবি দাবিতে প্রচার করা হচ্ছে। প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্যও দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিকভাবে ছবিগুলো নেপালের সাম্প্রতিক ভারী বর্ষণের ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।
সুতরাং, সম্প্রতি নেপালের ভারী বর্ষণের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে একাধিক পুরোনো ঘটনার ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।