ইরানি যুবক রেজা পারাসতেশ মেসি সেজে ২৩ নারীর সাথে শারীরিক সম্পর্ক করেননি

সম্প্রতি, ‘ফেইক মেসির কর্মকাণ্ড‘ শীর্ষক শিরোনামে একটি ডিজিটাল ব্যানার সম্বলিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে, (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

যা দাবি করা হচ্ছে

ফেসবুকে প্রচারিত ডিজিটাল ব্যানারটিতে বলা হয়েছে, ২০১৯ সালের দিকে ইরানে রেজা পারাসতেশ নামের এক ব্যক্তির আবির্ভাব ঘটে, যে কিনা দেখতে লিওনেল মেসির মতো। সে নিজেকে লিওনেল মেসি দাবী করে ২৩ জন নারীর সাথে শারীরিক সম্পর্কও করেছিলো। সেই নারীরা ভেবেছিলেন মেসির সাথে এসব কাজ করছেন! 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফুটবল তারকা লিওনেল মেসির মতো দেখতে ইরানি যুবক রেজা পারাসতেশ নিজেকে মেসি দাবি করে ২৩ জন  নারীর সাথে শারীরিক সম্পর্ক করেননি বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই শুধুমাত্র একটি প্যারোডি টুইটার অ্যাকাউন্টে ২০১৯ সালে প্রকাশিত এক টুইটের পর এই দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

গুজবের সূত্রপাত 

অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে সোর্স হিসেবে Marca নামটি উল্লেখ পাওয়া যায়।

Screenshot: Facebook

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে স্প্যানিশ স্পোর্টস ভিত্তিক সংবাদমাধ্যম Marca এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২৫ জুন ‘The Iranian who pretended to be Messi in order to sleep with 23 women’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Marca

প্রতিবেদনে ইরানি যুবক রেজা পারাসতেশ মেসি সেজে ২৩ জন নারীর সাথে শারীরিক সম্পর্ক করেছে দাবি করা হলেও সেখানে কোনো সূত্র বা সংশ্লিষ্ট কারো বক্তব্য উল্লেখ করা হয়নি। 

পরবর্তীতে রিউমর স্ক্যানার টিমের অধিকতর অনুসন্ধানে তুরস্কের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান Teyit এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২৭ জুন ‘Did Messi loolalike Reza Parastesh trick 23 women into sleeping with him?’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Teyit

প্রতিবেদনে এবিষয়ে প্রথম ছড়ানো দাবি হিসেবে Insolite TV নামের একটি প্যারোডি টুইটার অ্যাকাউন্টের কথা বলা হয়। তবে বর্তমানে টুইটারে এই অ্যাকাউন্টটি সক্রিয় নেই।

২০১৯ সালের ২৩ জুন Insolite TV নামের টুইটার অ্যাকাউন্টে প্রচারিত দাবির স্ক্রিনশট দেখুন এখানে

Screenshot: Twitter

Teyit এর প্রতিবেদন থেকে আরও জানা যায়, Insolite TV নামের এই টুইটার অ্যাকাউন্টটি এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদেরকে নিয়ে প্যারোডিধর্মী টুইট প্রচার করেছে। মেসির মতো দেখতে ইরানি যুবক রেজা পারাসতেশ নিজেকে মেসি দাবি করে ২৩ জন নারীর সাথে শারীরিক সম্পর্ক নিয়ে প্রচারিত টুইটিও তারই অংশ।

উক্ত দাবির বিষয়ে মেসির মত দেখতে ইরানি যুবক রেজা পারাসতেশ এর বক্তব্য

প্রচারিত দাবির বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে এই ব্যক্তির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০১৯ সালের ২৩ জুন প্রকাশিত একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot- Instagram

উক্ত ভিডিও বার্তায় তিনি তার বিরুদ্ধে প্রচারিত বিষয়টিকে অস্বীকার করেন এবং এতে তিনি এবং তার পরিবারের সম্মানহানী হওয়ার বিষয়টিও উল্লেখ করেন। তিনি এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবেন বলেও জানান। 

পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো মাধ্যমে ইরানি যুবক রেজা পারাসতশের বিরুদ্ধে মেসি সেজে নারীদের সাথে প্রতারণার বিষয়ে ওই কথিত নারীদের কেউ অভিযোগ করার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, এই দাবিটি তথ্যসূত্র ছাড়াই দীর্ঘদিন ধরে প্রচার হয়ে আসছে এবং এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মূলত, সম্প্রতি ফুটবল তারকা লিওনেল মেসির মতো দেখতে ইরানি যুবক রেজা পারাসতেশ নিজেকে মেসি দাবি করে ২৩ জন নারীর সাথে শারীরিক সম্পর্ক করেছিল দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি এবং কথিত অভিযোগ সংশ্লিষ্ট নারীদের কেউ রেজা পারাসতেশের বিষয়ে অভিযোগ করার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া জানা যায়, ২০১৯ সালের ২৩ জুন Insolite TV নামের একটি প্যারোডি টুইটার অ্যাকাউন্ট থেকে এই দাবিটি সর্বপ্রথম ছড়ায়। তবে বর্তমানে টুইটারে এই অ্যাকাউন্টটি সক্রিয় নেই। 

প্রসঙ্গত, মেসির সাথে চেহারার হুবহু মিল থাকায় সেলিব্রিটি তকমা পায় ইরানি যুবক রেজা পারাসতেশ। মেসি সেজে ভক্তদের সাথে সেলফি তোলা সহ বিভিন্ন কর্মকাণ্ডে ২০১৭ সালে ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি।

উল্লেখ্য, পূর্বেও মেসি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমনকিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, মেসির মতো দেখতে ইরানি যুবক রেজা পারাসতেশ নিজেকে মেসি দাবি করে ২৩ জন  নারীর সাথে শারীরিক সম্পর্ক করেছিল দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img