বুধবার, অক্টোবর 9, 2024

মেসির দলবদলকে কেন্দ্র করে তার স্ত্রী ফেসবুকে কোনো পোস্ট দেননি

সম্প্রতি, আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ফেসবুকে তার পেজে একাধিক পোস্ট দিয়েছেন দাবি করে বাংলাদেশ ও ভারতের কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে।  

উক্ত দাবিতে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন একাত্তর টিভি, আজকের পত্রিকা, দৈনিক আমাদের সময়, স্টার সংবাদ, এমটিএন নিউজ

একই দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন আনন্দবাজার, আজতক, সংবাদ প্রতিদিন, জিনিউজ

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো মেসির দলবদলকে কেন্দ্র করে ফেসবুকে কোনো পোস্ট দেননি বরং মেসির স্ত্রীর নামে তৈরি একটি ভেরিফাইড ভুয়া ফেসবুক পেজের পোস্টকে কেন্দ্র করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে রোকুজ্জোর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত পেজটির (আর্কাইভ) ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত পেজটি ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর তৈরি করা হয়েছে। তবে পেজটির অ্যাডমিন লোকেশন হাইড থাকায় পেজটি কোন দেশ থেকে পরিচালিত হচ্ছে সে সম্পর্কে তথ্য মেলেনি।

Screenshot: Antonela Roccuzzo Facebook 

এ বিষয়ে আরও অনুসন্ধান করে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত অ্যাকাউন্টটির বায়োতে লেখা আছে, তার কোনো টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট নেই।

Screenshot: Instagram

পরবর্তীতে, গত ০৮ জুন রাত থেকে আলোচিত ভুয়া ভেরিফাইড পেজটি ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

মূলত, গত ০৫ জুন আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর নামে পরিচালিত একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মেসিকে বাড়ি ফেরার কথা বলে একটি পোস্ট দেওয়া হয়। পরবর্তীতে একই পেজ থেকে মেসির বিষয়ে আরো দুইটি পোস্ট করা নয়।  তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, পেজটি মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর নামে তৈরি একটি ভুয়া ভেরিফাইড পেজ, যেটির এখন আর ফেসবুকে উপস্থিতি নেই। মেসির স্ত্রী নিজেই তার ইন্সটাগ্রাম আইডির বায়োতে স্পষ্টভাবে লিখেছেন, ‘তার কোনো টুইটার এবং ফেসবুক আইডি নেই।’ কিন্তু আলোচিত পোস্টগুলো রোকুজ্জোই দিয়েছেন দাবি করে কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উল্লেখ্য, গত সপ্তাহেও একই পেজের পোস্টকে রোকুজ্জোর পোস্ট ভেবে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়লে এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।  

আরও পড়ুন

spot_img