কোরিয়ান গায়িকা মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে জীবিত অভিনেত্রীর ছবি প্রচার

গত ০৬ জুলাই বাথরুম থেকে কোরিয়ান গায়িকা লি সাং ইউনের লাশ উদ্ধারের ঘটনায় বাংলাদেশের একাধিক গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে গায়িকা লি সাং ইউনের ছবি দাবিতে একজন নারীর ছবি ব্যবহার করা হয়েছে।

এই ছবিটি ব্যবহার করে  গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন আরটিভিইনকিলাব, ঢাকা টাইমস, চ্যানেল আই, সংবাদ প্রতিদিন, জনবানী, বাংলা নিউজ২৪, দেশ রূপান্তর, বায়ান্ন নিউজ এবং দৈনিক করতোয়া। 

ভিন্ন আরেকটি ছবি ব্যবহার করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন বহুমাত্রিক.কম

এবিষয়ে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কোরিয়ান গায়িকার মৃত্যুর ঘটনায় প্রচারিত সংবাদে ব্যবহৃত ছবিটি কোরিয়ান গায়িকা লি সাং ইউনের নয় বরং এটি কোরিয়ান অভিনেত্রী সিও ইয়াজির ছবি, যিনি এখনো জীবিত আছেন।

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মৃত গায়িকার ছবি দাবিতে ব্যবহৃত ছবিটির প্রকৃত পরিচয় পাওয়া যায়।

Screenshot: South China Morning Post

হংকং ভিত্তিক সংবাদমাধ্যম South China Morning Post এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৬ এপ্রিল প্রকাশিত  প্রতিবেদন থেকে জানা যায়, ছবিতে প্রদর্শিত ঐ নারীর নাম সিও ইয়াজি।

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম PinkVilla এর ওয়েবসাইটে গত ০৭ জুলাই ‘Korean Soprano singer Lee Sang Eun found dead in washroom right before performance’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: PinkVilla

প্রতিবেদনটি থেকে জানা যায়, কোরিয়ান গায়িকা লি সাং ইউন ৪৬ বছর বয়সে গিমচন কালচার অ্যান্ড আর্ট সেন্টারে ০৬ জুলাই তার লাইভ পারফরম্যান্সের আগে মারা যান।

এছাড়াও কোরিয়ান গণমাধ্যম Koreaboo এর ওয়েবসাইটে ‘Singer Lee Sang Eun Found Dead In Bathroom Minutes Before Performance’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Koreaboo

এই প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। প্রতিবেদন দুইটিতে ব্যবহৃত ছবির সঙ্গে বাংলাদেশি গণমাধ্যমে ব্যবহৃত ছবির অমিল খুঁজে পাওয়া যায়। 

Image Comparison by Rumor Scanner

অর্থাৎ, কোরিয়ান গায়িকা লি সাং ইউনের মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটি দেশটির জীবিত অভিনেত্রী সিও ইয়াজির ছবি। 

গায়িকা হাসিওর ছবিকে লি সাং ইউনের ছবি দাবিতে প্রচার

কোরিয়ান গায়িকা লি সাং ইউনের মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে দেশটির জীবিত অভিনেত্রী সিও ইয়াজির ছবির পাশাপাশি চলতি বছরের গত ১৬ মে মারা যাওয়া কোরিয়ান আরেক গায়িকা হাসিওর ছবি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করে বহুমাত্রিক.কম নামের  একটি অনলাইন পোর্টাল। 

Image Collage: Rumor Scanner 

হাসিওর মৃত্যু নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন  Another singer dies: The imperfect world surrounding the ‘perfect idols’ of K-pop (First Post), South Korean Singer Haesoo, 29, Found Dead, Police Suspect Suicide (NDTV).

মূলত, গত ৬ জুলাই, বাথরুম থেকে কোরিয়ান গায়িকা লি সাং ইউনের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, কতিপয় দেশীয় গণমাধ্যমে মৃত গায়িকা লি সাং ইউনের ছবির পরিবর্তে ভিন্ন এক কোরিয়ান অভিনেত্রী সিও ইয়াজির ছবি ব্যবহার করা হয়েছে, যিনি এখনো জীবিত আছেন।

উল্লেখ্য, পূর্বেও  গণমাধ্যমে ব্যক্তির ভুল ছবি  ব্যবহার করে সংবাদ প্রকাশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন একটি প্রতিবেদন দেখুন কোরিয়ার জনপ্রিয় শিল্পী জুটির বিয়ের ছবি দাবিতে গণমাধ্যমে ভুল ছবি প্রচার 

সুতরাং, গণমাধ্যমে মৃত গায়িকা লি সাং ইউনের ছবি দাবিতে অভিনেত্রী সিও ইয়াজির একটি ছবি ব্যবহার করা হয়েছে ; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img