২০২২ সালের আলোচিত ঘটনাগুলোর কথা মনে করলে প্রথম সারিতেই নাম আসবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের। এখনও চলমান যুদ্ধটি গেলো বছরের ফেব্রুয়ারী মাসে শুরু হয়েছিলো। শুরুতে এটি সারাবিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যুদ্ধ ঘিরে শুরু হয় নানান আলোচনা-সমালোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে আলোচিত কোনো ঘটনা ঘটবে আর তা নিয়ে গুজব ছড়াবেনা এমন কল্পনাই করা যায়না। তাই স্বাভাবিকভাবেই বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই যুদ্ধকে ঘিরেও ছড়িয়েছে নানান গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই যুদ্ধকে ঘিরে বিভিন্ন ভুল তথ্য দেশ বিদেশের মূলধারার গণমাধ্যমগুলোতেও প্রচার করা হয়েছে।
তবে এই যুদ্ধে ভুল তথ্যের বিরুদ্ধে ফ্যাক্ট-চেকারদের সক্রিয়তা ছিলো লক্ষ্যনীয়। যুদ্ধকে ঘিরে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সারাবিশ্বের অসংখ্য ফ্যাক্ট-চেকাররা সম্মলিতভাবে লড়াই করেন। যুদ্ধকে ঘিরে ছড়ানো বিভিন্ন গুজব শনাক্ত করে সেগুলো যাচাই করেন তারা। আবার সেসব নিয়ে ‘ukrainefacts’ নামের একটি ডাটাবেজও তৈরি করে স্প্যানিশ ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান মালদিতা। বিশ্বের ফ্যাক্ট-চেকারদের একত্রিত এই উদ্যোগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে রিউমর স্ক্যানার।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে ঘিরে ছড়ানো ৬৬টি গুজব শনাক্ত করে ফ্যাক্ট-চেক প্রতিবেদন করেছে রিউমর স্ক্যানার। একত্রে সবগুলো প্রতিবেদন দেখে নিতে পারেন এখানে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে রিউমর স্ক্যানার টিমের ৬৬টি ফ্যাক্ট-চেক প্রতুবেদনের মধ্যে উল্লেখযোগ্য ১০টি প্রতিবেদন নিয়েই আজকের এই লেখা।
(২৫ ফেব্রুয়ারী ২০২২)
১. বিমান মহড়া প্রদর্শনের পুরোনো ভিডিওকে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে প্রচার
(২৫ ফেব্রুয়ারী ২০২২)
২. ইউক্রেনে রাশিয়ার হামলার ভিডিও দাবি করে গণমাধ্যমে ভুয়া ভিডিও প্রচার
“ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীর হামলা” শীর্ষক শিরোনামে ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীর হামলার ভিডিওচিত্র দাবি করে কয়েকটি ভিডিও সম্বলিত একটি প্রতিবেদন দেশীয় গণমাধ্যম চ্যানেল ২৪ এ প্রচার করা হয়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীর হামলার ভিডিওচিত্র দাবি করে চ্যানেল ২৪-এ প্রচারিত প্রতিবেদনে সংযুক্ত ভিডিও দুইটি সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনার নয় বরং দুইটি ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটি ২০১৪ সালে রাশিয়ার রোস্তব শহরে রাশিয়ান বিমান বাহিনী কর্তৃক মহড়ার ঘটনার এবং অপর ভিডিওটি কোন বাস্তব ভিডিওই নয় বরং এটি থ্রিডি এনিমেটর কর্তৃক তৈরি এনিমেশন ভিডিও।
এই বিষয়ে রিউমর স্ক্যানারের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে।
গণমাধ্যম ছাড়াও উক্ত ভিডিও দুইটি সামাজিক যোগযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছিলো। তখন দুইটি ভিডিও নিয়ে পৃথক দুইটি ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করেছিলো রিউমর স্ক্যানার টিম। প্রতিবেদন দুইটি পড়ুন এখানে এবং এখানে।
(২৬ ফেব্রুয়ারি ২০২২)
৩. সামরিক পোশাক পরে ইউক্রেনের প্রেসিডেন্টের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামার দাবিটি মিথ্যা
“সত্যিকারের নেতা কখনো জাতিকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে পালিয়ে যায়না। সবাই যখন নিরবে তখন নিজেই যুদ্ধের পথে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি নিজেই সামরিক পোশাক পড়ে রাশিয়ান সেনাদের প্রতিরোধে মাঠে নেমেছেন। গ্রেট লিডার।” শীর্ষক শিরোনামে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সামরিক পোশাক পরিহিত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সামরিক পোশাক পরে রাশিয়ান সেনাদের প্রতিরোধে মাঠে নামার দাবিটি সত্য নয় বরং উক্ত তথ্যের সাথে সংযুক্ত সামরিক পোশাক পরিহিত ইউক্রেন প্রেসিডেন্টের ছবিগুলো পুরোনো ও ভিন্ন ঘটনার।
উক্ত বিষয়ে রিউমর স্ক্যানারের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে।
(২৮ ফেব্রুয়ারি ২০২২)
৪. ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে তর্কে জড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারির ঘটনাটি মিথ্যা
‘ব্রাহ্মনবাড়িয়ায় চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পক্ষে বিপক্ষে তর্কে জড়িয়ে দুই যুদ্ধ বিশেষজ্ঞ দলের মারামারিতে ৫ জন আহত‘ শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানের জানা যায়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পক্ষে-বিপক্ষে তর্কে জড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারিতে ৫ জন আহত হওয়ার দাবিটি সত্য নয় এবং উক্ত তথ্যের সাথে সংযুক্ত ছবিটি প্রায় ২ বছর পুরোনো একটি সংঘর্ষের ঘটনার।
উক্ত বিষয়ে রিউমর স্ক্যানারের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে।
(০১ মার্চ ২০২২)
৫. ভিডিওটি রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের তরুণীর প্রতিবাদের ঘটনার নয়
“দেশের জন্য ছোট্ট মেয়েটির প্রতিবাদ #ukrainerussia #saveukraine #UkraineRussiaWar” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে ছড়িয়ে পড়ে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি রাশিয়ান সেনাদের বিরুদ্ধে ইউক্রেনী তরুণীর প্রতিবাদের ঘটনার নয় বরং এটি ২০১২ সালে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইজরায়েল বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনী তরুণীর প্রতিবাদের ভিডিও।
উক্ত বিষয়ে রিউমর স্ক্যানারের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে।
(০১ মার্চ ২০২২)
৬. বাংলাদেশ সরকার থেকে ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ সদস্য পাঠানোর তথ্যটি মিথ্যা
“ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠাবে বাংলাদেশ সরকার” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সরকার কর্তৃক ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠানোর তথ্যটি সত্য নয়।
উক্ত বিষয়ে রিউমর স্ক্যানারের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে।
(০৪ মার্চ ২০২২)
৭. হাসিনা-পুতিনের সাক্ষাৎকারের পুরোনো ভিডিওকে চলমান সংঘাতে রাশিয়ার পক্ষে হাসিনার অবস্থান দাবিতে প্রচার
“বিশ্ব যুদ্ধে হাত মিলালেন শেখ হাসিনা ও পুতিন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটক এবং ফেসবুকে ছড়িয়ে পড়ে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময়ের কোনো সাক্ষাৎকারের ভিডিও নয় বরং এটি ২০১৩ সালে মস্কোর ক্রেমলিনে শেখ হাসিনার সঙ্গে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকারের ভিডিও।
উক্ত বিষয়ে রিউমর স্ক্যানারের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে।
(০৬ মার্চ ২০২২)
৮. ফুটবল বিশ্বকাপে রাশিয়াকে বাদ দেওয়ায় পুতিনের হুমকি দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা
“রাশিয়াকে বাদ দিলে ২০২২ (কাতার) বিশ্বকাপ ফুটবল খেলা হবে না- পুতিন। ” শীর্ষক একটি তথ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উক্তি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাশিয়াকে বাদ দিলে ২০২২ বিশ্বকাপ ফুটবল খেলা হবে না শীর্ষক কোনো বক্তব্য দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরং উক্ত তথ্যটি কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উক্ত বিষয়ে রিউমর স্ক্যানারের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে।
(০৯ মার্চ ২০২২)
৯. প্রাক্তন মিস ইউক্রেন অস্ত্র হাতে যুদ্ধে নেমেছেন দাবিতে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা
“সেনাবাহিনীতে যোগ দিয়ে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে নেমেছেন মিস ইউক্রেন আনাস্তাসিয়া লেনা” শীর্ষক দাবিতে কিছু ছবি সম্বলিত একাধিক প্রতিবেদন বেশ কয়েকটি মূল ধারার গণমাধ্যমে প্রকাশিত হয়।
দেশীয় মূলধারার সংবাদমাধ্যম সময় টিভি, নিউজ২৪, চ্যানেল২৪, ডিবিসি নিউজ,
আরটিভি, বাংলাভিশন, ইত্তেফাক, ভোরের কাগজ,
বিডিনিউজ২৪, বাংলা ট্রিবিউন, যমুনা টিভি, চ্যানেল আই, আরটিভি, যুগান্তর, সমকাল, জনকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, আজকের পত্রিকা, জাগো নিউজ২৪, বাংলা নিউজ২৪, নিউজবাংলা২৪, ঢাকা পোস্ট, ডেইলি ক্যাম্পাস, দেশ রুপান্তর, সারাবাংলা, ঢাকা টাইমস
সময়ের আলো, বাংলাদেশ টুডে, বাংলাদেশ জার্নাল
পূর্ব-পশ্চিম ও বিডি২৪রিপোর্ট সংবাদ প্রচার করে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রাক্তন মিস ইউক্রেন আনাস্তাসিয়া লেনা সেনাবাহিনীতে যোগ দিয়ে অস্ত্র হাতে রাশিয়ার বিপক্ষে যুদ্ধে নামেননি বরং অস্ত্র হাতে প্রচারিত ছবিগুলো পূর্বে তার এয়ারসফট খেলা চলাকালীন ধারণ করা হয়েছিলো।
উক্ত বিষয়ে রিউমর স্ক্যানারের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে।
(১৫ মার্চ ২০২২)
১০. ইউক্রেনের জন্য লিওনার্দো ডিক্যাপ্রিওর ১ কোটি ডলার অনুদান দেয়ার তথ্যটি মিথ্যা
“ইউক্রেনের জন্য ১ কোটি ডলার অনুদান দিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও” শীর্ষক দাবিতে একটি তথ্য একাধিক মূল ধারার গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইউক্রেনকে মার্কিন চলচ্চিত্র অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক লিওনার্দো ডিক্যাপ্রিওর ১ কোটি ডলার অনুদান দেয়ার বিষয়টি সত্য নয় বরং উক্ত তথ্যটি নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়া ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত বিষয়ে রিউমর স্ক্যানারের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে রিউমর স্ক্যানারের উল্লেখযোগ্য ১০টি ফ্যাক্ট-চেক প্রতিবেনগুলো হলো-
১. বিমান মহড়া প্রদর্শনের পুরোনো ভিডিওকে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে প্রচার
২. ইউক্রেনে রাশিয়ার হামলার ভিডিও দাবি করে গণমাধ্যমে ভুয়া ভিডিও প্রচার
৩. সামরিক পোশাক পরে ইউক্রেনের প্রেসিডেন্টের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামার দাবিটি মিথ্যা
৪. ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে তর্কে জড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারির ঘটনাটি মিথ্যা
৫. ভিডিওটি রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের তরুণীর প্রতিবাদের ঘটনার নয়
৬. বাংলাদেশ সরকার থেকে ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ সদস্য পাঠানোর তথ্যটি মিথ্যা
৭. হাসিনা-পুতিনের সাক্ষাৎকারের পুরোনো ভিডিওকে চলমান সংঘাতে রাশিয়ার পক্ষে হাসিনার অবস্থান দাবিতে প্রচার
৮. ফুটবল বিশ্বকাপে রাশিয়াকে বাদ দেওয়ায় পুতিনের হুমকি দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা
৯. প্রাক্তন মিস ইউক্রেন অস্ত্র হাতে যুদ্ধে নেমেছেন দাবিতে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা
১০. ইউক্রেনের জন্য লিওনার্দো ডিক্যাপ্রিওর ১ কোটি ডলার অনুদান দেয়ার তথ্যটি মিথ্যা