বিএনপির প্রোগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় শিশুকে নির্যাতন দাবিতে ভিন্ন ঘটনা ভিডিও প্রচার

সম্প্রতি, “বিএনপির পোগ্রামে যে শিশু ‘জয় বাংলা’ বলায় ভাইরাল হয়েছিল, সেই শিশুই রাতে বিএনপির সন্ত্রাসীদের নির্যাতনের শিকার! শুধু একটি কারণ—সে বিএনপির মিছিলে গিয়েও বলেছিল “জয় বাংলা”। শিশুর মুখ থেকে উচ্চারিত একটিমাত্র স্লোগান এতটাই ভয়ংকর হয়ে উঠলো? এটাই কি তোমাদের রাজনীতি? এটাই কি মানবতা?” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এক ব্যক্তিকে গণপিটুনির এই ভিডিওটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো কর্মসূচির সম্পর্ক নেই এবং গণপিটুনির কারনও জয় বাংলা স্লোগান নয়। প্রকৃতপক্ষে, গত ১৮ মার্চ রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে  বিক্ষুব্ধ জনতার গণপিটুনির ভিডিও।  

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে ‘Asadujjaman Ridoy’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ১৯ মার্চ প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ভিডিওর কিছু অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner 

পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, এটি গত ১৮ মার্চের ভিডিও। গণপিটুনির শিকার ওই কিশোরের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠলে তাকে পুলিশ গ্রেফতার করে। থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। 

উল্লিখিত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে   ইলেক্ট্রনিক গণমাধ্যম একুশে টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৯ মার্চ ‘খিলক্ষেত ধ/র্ষ/ণের অভিযোগে তরুণকে পি/টিয়ে আ/হ/ত: পুলিশ গাড়িতে হা/ম/লা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায় গণপিটুনিতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোর আহত হলেও মারা যায় নি। 

পরবর্তীতে এঘটনায় মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৫ সালের ১৯ মার্চ ‘খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, পুলিশের ওপর হামলা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে পিটিয়ে আহত করে স্থানীয় ক্ষুব্ধ জনতা। এতে ওসি (তদন্ত) আশিকুর রহমান গুরুতর আহত হলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত কিশোরকেও হাসপাতালে পাঠানো হয়। 

সুতরাং, রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে বিক্ষুব্ধ জনতার গণপিটুনির দৃশ্যকে বিএনপির প্রোগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় শিশুকে নির্যাতন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img