রাজধানীতে সাম্প্রতিক সময়ে প্রকাশ্য জবাই করে হত্যা দাবিতে ২০১৭ সালের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘এই মুহূর্তে রাজধানীতে প্রকাশ্য শত-শত মানুষের সামনে একজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা’- শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০১৭ সালে রাজধানীর সদরঘাটের শরিফ মার্কেট এলাকায় একটি ভবন থেকে পড়ে রাকিব নামে এক যুবকের মৃত্যুর ঘটনার দৃশ্য এটি।  

এ বিষয়ে অনুসন্ধানে ‘চলো পাল্টাই’ নামক ফেসবুক পেজে ২০১৭ সালের ১৪ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত পোস্টে দাবি করা হয়, পুরান ঢাকার সদরঘাটে ‘ব্লু হোয়েল’ গেম খেলার প্ররোচনায় এক কিশোর রাজধানীর সদরঘাটের শরিফ মার্কেট এলাকায় গ্রেট ওয়াল নামক শপিং কমপ্লেক্সের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।

একই তথ্যে একই ভিডিও সেইসময় একাধিক অ্যাকাউন্ট থেকে ফেসবুকে পোস্ট করা হয়েছিল। পোস্টগুলো দেখুন– এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

পাশাপাশি, আলোচ্য বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি কারী  ‘Mahfuz Hossain’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০১৭ সালের ১৩ অক্টোবর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে এবং পোস্টে এটি ‘ব্লু হোয়েল’ এর পরিণতি বলে ধারণার কথা জানানো হয়। 

উল্লেখিত পোস্টগুলো থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট এডিশনে ২০১৭ সালের ১৪ অক্টোবরে আলোচিত ঘটনা সংক্রান্ত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ঢাকার কোতোয়ালি থানার সদরঘাট শরিফ মার্কেটে ভবন থেকে পড়ে রাকিব নামের এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এবং প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হয়। 

এছাড়া, একই বিষয়ে জাগো নিউজের ওয়েবসাইটেও প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী এটি ‘ব্লু হোয়েল’ এর পরিণতি হলেও পুলিশ বলছে, এটি ‘আত্মহত্যা’ এবং ‘ব্লু হোয়েল’ গেম এর সাথে এই ঘটনার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 

সুতরাং, ২০১৭ সালে রাজধানীর সদরঘাটের শরিফ মার্কেট এলাকায় রাকিব নামক এক যুবকের ভবন থেকে পড়ে মৃত্যুর ঘটনাকে সাম্প্রতিক সময়ে ঢাকায় প্রকাশ্যে একজনকে জবাই করে হত্যার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img