থ্রিডি অ্যানিমেশন ভিডিওকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভিডিও দাবিতে প্রচার

সম্প্রতি, “ইউক্রেন রাশিয়া মহাযুদ্ধ 😥😥” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনার নয় বরং এটি একজন থ্রিডি অ্যানিমেটর কর্তৃক তৈরিকৃত একটি অ্যানিমেশন ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, @borisao_blois নামের একটি টিকটক একাউন্ট হতে ২০২১ সালের ০২ অক্টোবরে “POV: vas a morir #ww2 #war #cgi #1940s”( Translation: POV: you are going to die #ww2 #war #cgi #1940s)” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এছাড়াও থ্রিডি অ্যানিমেটর বরিস্যাও এর ইন্সটাগ্রাম একাউন্টইউটিউব চ্যানেল হতে ২০২১ সালের ৯ এবং ৩০ অক্টোবরে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

মূলত, আলোচিত ভিডিওটি একটি থ্রিডি অ্যানিমেশন ভিডিও। এটি স্পেনিস থ্রিডি অ্যানিমেটর বরিস্যাও ব্লোইস তার ব্যক্তিগত টিকটক, ইন্সটাগ্রাম একাউন্ট ও ইউটিউব চ্যানেলে ২০২১ সালের অক্টোবরে প্রচার করেছেন। এই
থ্রিডি অ্যানিমেশন ভিডিওটিকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ভিডিও দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সকালে এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী পুতিনের ঘোষনার পর থেকে রাশিয়ান বাহিনীর বোমা হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের অন্তত ১৩৭ জন সামরিক ও বেসামরিক মানুষ মারা গেছেন বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Also Read: চীনে বিস্ফোরণের পুরোনো ভিডিওকে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে প্রচার

উল্লেখ্য, রাশিয়ার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষায় প্রস্তুত নাগরিকদের যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যেসকল নাগরিক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অংশ নেওয়ার জন্য অস্ত্র চাইবেন তাদেরকে তা দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

অর্থাৎ, স্পেনিস থ্রিডি অ্যানিমেটর বরিস্যাও ব্লোইস কর্তৃক ২০২১ সালে তৈরিকৃত একটি অ্যানিমেশন ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review:ইউক্রেন রাশিয়া মহাযুদ্ধ
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

1. TikTok user borisao_blois: https://vm.tiktok.com/ZSe3CGuLu/

2. Instagram user borisao_blois: https://www.instagram.com/reel/CUxvx0wFnFL/?utm_medium=copy_link

3. Borisao Blois YouTube: https://youtu.be/TcBtiQ5C7eY

4. BBC: https://www.bbc.com/bengali/news-60503057

5. Guardian News YouTube: https://youtu.be/Q5acQUXxhw0

6. Aljazeera: https://www.aljazeera.com/news/2022/2/24/ukraines-leader-urges-civilians-to-fight-promises-to-arm-all

আরও পড়ুন

spot_img