চীনে বিস্ফোরণের পুরোনো ভিডিওকে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, “ইউক্রেনে রাশিয়ান সেনাদের হা.ম.লা শুরু দফায় দফায় বি.স্ফো.রণ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।

false video of Russian army blasts at Ukraine

ফেসবুকে ভাইরাল হওয়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনার নয় বরং ভিডিওটি ২০১৫ সালের আগস্টে চীনের বন্দরনগরী তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির ইউটিউব চ্যানেল BBC News এ ২০১৫ সালের ১৪ আগস্টে “Tianjin explosion video captures fear of eyewitness- BBC news” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

মূলত, চীনের বন্দরনগরী তিয়ানজিনের একটি বাণিজ্যিক এলাকায় ২০১৫ সালের ১২ আগস্ট রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে যায় পুরো এলাকা। ঐ বিস্ফোরণের ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনা ঘটে। চীনের তিয়ানজিনে ঐ বিস্ফোরণের ঘটনায় ধারণকৃত ভিডিওকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ান সেনাদের হামলার ভিডিও দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Also Read: মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের পুরোনো ভিডিওকে রাশিয়ান বিমান ভূপাতিত হওয়ার দৃশ্য দাবিতে প্রচার 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন।

Screenshot BBC News Bengali website

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ান বাহিনীর আক্রমণের প্রতিশোধ হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের কাছে রাস্তায় রাশিয়ার চারটি ট্যাংক ধ্বংস এবং লুহানস্ক শহরের কাছে ৫০ রুশ সেনাকে হত্যা করেছে তারা।

উল্লেখ্য, রাশিয়ার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষায় প্রস্তুত নাগরিকদের যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যেসকল নাগরিক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অংশ নেওয়ার জন্য অস্ত্র চাইবেন তাদেরকে তা দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

অর্থাৎ, ২০১৫ সালে চীনের তিয়ানজিন শহরে বিস্ফোরণের ঘটনায় ধারণকৃত ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ান সেনাদের হামলার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review:ইউক্রেনে রাশিয়ান সেনাদের হা.ম.লা শুরু দফায় দফায় বি.স্ফো.রণ
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

1. BBC News YouTube: https://www.youtube.com/watch?v=993wlZ6XFSs
2. Aljazeera: https://www.aljazeera.com/news/2015/8/12/huge-explosion-injures-hundreds-in-northern-china
3. BBC: https://www.bbc.com/bengali/news-60503057.amp
4. https://www.reuters.com/world/europe/ukraine-says-50-russian-troops-killed-four-tanks-destroyed-2022-02-24/
5. Aljazeera: https://www.aljazeera.com/news/2022/2/24/ukraines-leader-urges-civilians-to-fight-promises-to-arm-all

আরও পড়ুন

spot_img